ETV Bharat / bharat

জাগতে রহো : সাবধান! আপনিও হতে পারেন আইডেন্টিটি ক্লোনিংয়ের শিকার

অজ্ঞাতপরিচয়ের অপরাধীরা লখনউয়ের ACP (সেন্ট্রাল) অভয় কুমার মিশ্রের নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিল ৷ এই অ্যাকাউন্ট থেকে তার বন্ধুদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে চেয়েছিল । সাইবার অপরাধীদের ব্যবহৃত এই পদ্ধতিটি আইডেন্টিটি ক্লোনিং হিসাবে পরিচিত ।

আইডেন্টিটি ক্লোনিং
আইডেন্টিটি ক্লোনিং
author img

By

Published : Jun 24, 2020, 7:00 AM IST

লখনউ, 24 জুন : লকডাউনের জেরে দেশজুড়ে বেড়েছে সাইবার অপরাধ ৷ এইরকম একটি ঘটনায়, উত্তরপ্রদেশের লখনউয়ের ACP (সেন্ট্রাল) অভয় কুমার মিশ্রকে সম্প্রতি ফেসবুকে অজ্ঞাতপরিচয় অপরাধীরা নিশানা বানিয়েছিল । তাঁর একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে তাঁর বন্ধুদের দ্রুত পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য দাবি করা হয় ৷

অভয় কুমার মিশ্রর একজন বন্ধু তাঁর কাছে বিষয়টি সম্পর্কে জানতে ফোন করেন ৷ তারপরই ঘটনাটি সামনে আসে ৷ অভয় কুমার মিশ্র লখনউয়ের সাইবার অপরাধ সেলে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন এবং গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে তদন্ত করার উদ্যোগ নেন ৷

এরকম ভুয়ো অ্যাকাউন্ট খোলার মতো 12টি ঘটনা সাইবার অপরাধ সেলের সামনে আসে ৷ যেখানে প্রতারকরা বন্ধু ও আত্মীয় স্বজনকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসেজ করে ৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে ACP (সাইবার অপরাধ) বিবেক রঞ্জন রাই বলেন, ইন্টারনেট ব্যবহারকারীরা যদি আরও সতর্ক হন, তাহলে এই অপরাধগুলিকে এড়ানো যেতে পারে ৷ ETV ভারতকে তিনি জানান, "সাইবার অপরাধ এড়াতে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য আমরা একটি সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছি ৷ এছাড়া কিছু গাইডলাইনও ইশু করেছি ৷"

আইডেন্টিটি ক্লোনিং কী, তার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে
আইডেন্টিটি ক্লোনিং কী, তার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে

বিবেক রঞ্জন রাই বলেন, "এই সমস্ত ঘটনা এড়াতে ব্যবহারকারীর নিজেদের প্রোফাইল পিকচার লক করে রাখা উচিত ৷ যাতে অপরাধীরা তা ডাউনলোড না করতে পারে ৷ দ্বিতীয়ত, ব্যবহারকারীর উচিত তাঁর ফ্রেন্ডলিস্ট লুকিয়ে রাখা ৷"

লখনউ, 24 জুন : লকডাউনের জেরে দেশজুড়ে বেড়েছে সাইবার অপরাধ ৷ এইরকম একটি ঘটনায়, উত্তরপ্রদেশের লখনউয়ের ACP (সেন্ট্রাল) অভয় কুমার মিশ্রকে সম্প্রতি ফেসবুকে অজ্ঞাতপরিচয় অপরাধীরা নিশানা বানিয়েছিল । তাঁর একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে তাঁর বন্ধুদের দ্রুত পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য দাবি করা হয় ৷

অভয় কুমার মিশ্রর একজন বন্ধু তাঁর কাছে বিষয়টি সম্পর্কে জানতে ফোন করেন ৷ তারপরই ঘটনাটি সামনে আসে ৷ অভয় কুমার মিশ্র লখনউয়ের সাইবার অপরাধ সেলে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন এবং গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে তদন্ত করার উদ্যোগ নেন ৷

এরকম ভুয়ো অ্যাকাউন্ট খোলার মতো 12টি ঘটনা সাইবার অপরাধ সেলের সামনে আসে ৷ যেখানে প্রতারকরা বন্ধু ও আত্মীয় স্বজনকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসেজ করে ৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে ACP (সাইবার অপরাধ) বিবেক রঞ্জন রাই বলেন, ইন্টারনেট ব্যবহারকারীরা যদি আরও সতর্ক হন, তাহলে এই অপরাধগুলিকে এড়ানো যেতে পারে ৷ ETV ভারতকে তিনি জানান, "সাইবার অপরাধ এড়াতে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য আমরা একটি সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছি ৷ এছাড়া কিছু গাইডলাইনও ইশু করেছি ৷"

আইডেন্টিটি ক্লোনিং কী, তার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে
আইডেন্টিটি ক্লোনিং কী, তার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে

বিবেক রঞ্জন রাই বলেন, "এই সমস্ত ঘটনা এড়াতে ব্যবহারকারীর নিজেদের প্রোফাইল পিকচার লক করে রাখা উচিত ৷ যাতে অপরাধীরা তা ডাউনলোড না করতে পারে ৷ দ্বিতীয়ত, ব্যবহারকারীর উচিত তাঁর ফ্রেন্ডলিস্ট লুকিয়ে রাখা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.