ETV Bharat / bharat

পুলওয়ামার জের, হুরিয়তের শীর্ষ নেতাদের নিরাপত্তা প্রত্যাহার - pulwama attack

হুরিয়ত কনফারেন্সের শীর্ষ নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করা হল। অল পার্টি হুরিয়ত কনফারেন্সের (APHC) চেয়ারম্যান মিরওয়াইজ় উমর ফারুক সহ একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করেছে জম্মু ও কাশ্মীর সরকার।

মিরওয়াইজ় উমর ফারুক
author img

By

Published : Feb 17, 2019, 3:30 PM IST

শ্রীনগর, ১৭ ফেব্রুয়ারি : হুরিয়ত কনফারেন্সের শীর্ষ নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করা হল। অল পার্টি হুরিয়ত কনফারেন্সের (APHC) চেয়ারম্যান মিরওয়াইজ় উমর ফারুক সহ একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করেছে জম্মু ও কাশ্মীর সরকার। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় ৪০ জন CRPF জওয়ানের মৃত্যুর পর মিরওয়াইজ় ছাড়াও হুরিয়ত নেতা সাব্বির শাহ, আব্দুল ঘনি ভাট, বিলাল লোন ও হাসিম কুরেশির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

জম্মু-কাশ্মীর প্রশাসন থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এই পাঁচ নেতার সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হবে। আজ বিকেল থেকেই এই নির্দেশ কার্যকর হবে। এই বিচ্ছিন্নতাবাদী নেতারা আর কোনও সরকারি সুযোগ-সুবিধে পান কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি আরও কোনও সুযোগ সুবিধা ভোগ করেন, তাহলে সেগুলিও প্রত্যাহার করে নেওয়া হবে।

পুলওয়ামায় জঙ্গি হামলার পরদিনই কাশ্মীরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে, "জম্মু-কাশ্মীরে কারও কারও সঙ্গে ISI এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগ রয়েছে।" রাজনাথ কারও নাম না নিলেও ওয়াকিবহাল মহল মনে করছে, তিনি তাঁর বক্তব্যে হুরিয়তকেই ইঙ্গিত করেছিলেন।

undefined

শ্রীনগর, ১৭ ফেব্রুয়ারি : হুরিয়ত কনফারেন্সের শীর্ষ নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করা হল। অল পার্টি হুরিয়ত কনফারেন্সের (APHC) চেয়ারম্যান মিরওয়াইজ় উমর ফারুক সহ একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করেছে জম্মু ও কাশ্মীর সরকার। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় ৪০ জন CRPF জওয়ানের মৃত্যুর পর মিরওয়াইজ় ছাড়াও হুরিয়ত নেতা সাব্বির শাহ, আব্দুল ঘনি ভাট, বিলাল লোন ও হাসিম কুরেশির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

জম্মু-কাশ্মীর প্রশাসন থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এই পাঁচ নেতার সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হবে। আজ বিকেল থেকেই এই নির্দেশ কার্যকর হবে। এই বিচ্ছিন্নতাবাদী নেতারা আর কোনও সরকারি সুযোগ-সুবিধে পান কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি আরও কোনও সুযোগ সুবিধা ভোগ করেন, তাহলে সেগুলিও প্রত্যাহার করে নেওয়া হবে।

পুলওয়ামায় জঙ্গি হামলার পরদিনই কাশ্মীরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে, "জম্মু-কাশ্মীরে কারও কারও সঙ্গে ISI এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগ রয়েছে।" রাজনাথ কারও নাম না নিলেও ওয়াকিবহাল মহল মনে করছে, তিনি তাঁর বক্তব্যে হুরিয়তকেই ইঙ্গিত করেছিলেন।

undefined
SNTV Daily Planning, 0800 GMT
Sunday 17th February 2019
Here are the stories you can expect over the next few hours. All times are GMT.
SOCCER: Bristol City v Wolverhampton Wanderers in the FA Cup fifth round. Expect at 1530.  
SOCCER: Doncaster Rovers v Crystal Palace in the FA Cup fifth round. Expect at 1830.  
SOCCER: Swansea City v Brentford in the FA Cup fifth round. Expect at 1830.  
SOCCER: Highlights from the Bundesliga. Expect at 2230.
SOCCER: Reaction following Real Madrid v Girona in La Liga. Expect at 1600.
SOCCER: Inter Milan v Sampdoria in Serie A. Expect at 1930.
SOCCER: Napoli v Torino in Serie A. Expect at 2200.
SOCCER: Ajax v NAC Breda in the Dutch Eredivisie. Expect at 1400.
SOCCER: Groningen v Feyenoord in the Dutch Eredivisie. Expect at 1600.
SOCCER: Levadiakos v Panetolikos in the Greek Super League. Expect at 1800.
SOCCER: Olympiacos v AEK in the Greek Super League.  Expect at 2000.
SOCCER: Malaysian Super League, Melaka draw Pahang 1-1 and Kedah sweep Felda 4-0 in MLS. Already moved.
SOCCER: Sydney FC v Central Coast Mariners in the Australian A-League. Expect at 1000.
TENNIS: Action from the final of the ATP World Tour 500 World Tennis Tournament in Rotterdam, Netherlands.
TENNIS: Action from the final of the ATP World Tour 250 Argentina Open in Buenos Aires, Argentina.
TENNIS: Naomi Osaka speaks ahead of the Dubai Championships for first time since firing her coach. Expect at 1300.
WINTER SPORT: Highlights from the men's slalom at the FIS Alpine World Ski Championships in Are, Sweden. Expect at 1230 with update to follow at 1600.
WINTER SPORT: Highlights from the closing ceremony at the FIS Alpine World Ski Championships in Are, Sweden. Expect at 1900.
WINTER SPORT:  Mixed zone and news conference reaction after the men's slalom at the Alpine World Ski Championships in Are, Sweden.  Expect at 1800.
WINTER SPORT: Highlights from the women's 10km Cross-Country World Cup event in Cogne, Italy. Expect at 1030.
WINTER SPORT: Highlights from the men's 15km Cross-Country World Cup event in Cogne, Italy. Expect at 1330.
WINTER SPORT: Highlights from the men's HS 145 at the Ski Jumping World Cup in Willingen, Germany. Expect at 1700.
WINTER SPORT: Highlights from the women's HS 137 at the FIS Ski Jumping World Cup in Oberstdorf, Germany. Expect at 1400.
MOTORSPORT: Action from the final day of the FIA World Rally Championship in Sweden. Expect at 1030 with update to follow at 1430.
GOLF: American Nelly Korda wins LPGA Australian Open. Already moved.
GOLF: Action from the final round of the World Super 6 Perth. Expect at 1030.
Regards,
SNTV
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.