শ্রীনগর, 6 জুলাই : জম্মু ও কাশ্মীরের কুলগামে এক BJP নেতাকে গুলি করে খুন করল জঙ্গিরা । সাজাদ আহমেদ খানদায় নামে ওই ব্যক্তি কুলগাম জেলা BJP-র সহ সভাপতি ছিলেন । স্থানীয় পঞ্চায়েত প্রধানও ছিলেন।
আজ সকালে কুলগামের কজ়িগন্দ এলাকায় বাড়ির কিছুটা দূরে তাঁকে গুলি করা হয় । রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যায় তাঁকে । সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।
48 ঘণ্টা আগেই ওই এলাকায় অরিফ আহমেদ নামে BJP-র আরও এক পঞ্চায়েত প্রধানকে গুলি করেছিল জঙ্গিরা।