শ্রীনগর, 8 মে : কোরোনা মোকাবিলায় জম্মু ও কাশ্মীর সরকার এবার শুরু করল নমুনা পরীক্ষা । প্রতিদিন প্রায় 3 হাজার স্যাম্পলের মধ্যে 1 হাজারটি পরীক্ষা করা হচ্ছে । এর পাশাপাশি সংক্রমণ রোধে যোগাযোগ ব্যবস্থার উপরও সীমাবদ্ধতা এনেছে সরকার ।
সূত্রের খবর, এই নমুনা পরীক্ষা আরও বাড়ানো হয়েছে কারণ ভিন রাজ্য থেকে শ্রমিক এবং পড়ুয়ারা পুনরায় বাড়ি ফিরে আসতে শুরু করেছেন । সেক্ষেত্রে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে । সরকারি তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, ভিন জেলা থেকে যে সকল ব্যক্তিরা রাজ্যে ফিরছেন তাঁদের নমুনা পরীক্ষা করে তবেই বাড়ি ফেরত পাঠানো হবে । এই নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যেই জম্মু সরকারি মেডিকেল কলেজের (GMC) মাইক্রোবায়োলজি বিভাগে তৈরি হয়েছে টেস্টিং ল্যাব ।
এই বিষয়ে জম্মুর স্বাস্থ্য বিভাগের প্রধান J P সিং জানিয়েছেন, জম্মুতে কোরোনায় আক্রান্ত রোগীদের পাশাপাশি প্রতিদিন 1 হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে । এর সঙ্গে উধমপুরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনটিগ্রেটিভ মেডিসিন জম্মু (IIIM) এবং আর্মি কমান্ড হাসপাতালেও পরীক্ষা নেওয়া হচ্ছে ।
J P সিং বলেন, "বর্তমানে প্রতিদিন 3 হাজার নমুনা সংগ্রহ করা হচ্ছে । কিন্তু ভবিষ্যতে এই নমুনা সংগ্রহের পরিমাণ আরও বাড়ানো হবে । প্রতিদিন চেষ্টা করা হবে 6 হাজার নমুনা সংগ্রহ করার । এখনও পর্যন্ত জম্মুতে 18 হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে । ড: লাল প্যাথ ল্যাবকেও (জম্মু,)ICMR এর পক্ষ অনুমোদন দেওয়া হয়েছে নমুনা পরীক্ষা করার জন্য ।
এর সঙ্গে বিশেষ নমুনা পরীক্ষাগার হিসেবে গড়ে তোলা হয়েছে আরও কিছু জায়গাকে । তার মধ্যে রয়েছে কাঠুয়া জেলার লক্ষ্মণপুর, সাম্বার ঠাণ্ডি খুই, উধমপুরের টিকরি । এর মধ্যে লক্ষ্মণপুরে সমস্ত ট্রাক ড্রাইভার ও ভিন রাজ্য থেকে আগত শ্রমিকদের পরীক্ষা করা হবে ।