ETV Bharat / bharat

370 প্রত্যাহারে প্রকৃত অর্থে দেশের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে জম্মু-কাশ্মীর, মন্তব্য জিসি মুর্মুর - জম্মু ও কাশ্মীরকে দেশের সঙ্গে সংযুক্ত করেছে

370 ধারা প্রত্যাহারের পর আর্থিক এবং আইনি বিভিন্ন জটিলতায় পড়তে হয়েছে জম্মু ও কাশ্মীরের মানুষকে । তবে, এই বিষয়টি প্রকৃত অর্থে দেশের সঙ্গে জম্মু ও কাশ্মীরকে সংযুক্ত করেছে । সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বললেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু ।

গিরিশচন্দ্র মুর্মু
গিরিশচন্দ্র মুর্মু
author img

By

Published : Jan 26, 2020, 11:29 AM IST

শ্রীনগর, 26 জানুয়ারি : 71 তম সাধারণতন্ত্র দিবসে জম্মুতে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু । অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য পেশের সময় উপত্যকায় 370 ধারা প্রত্যাহার নিয়ে মন্তব্য করলেন তিনি ।

মঞ্চ থেকে রাজ্যপাল জিসি মুর্মু বলেন , "জম্মু ও কাশ্মীরের মানুষের জীবনে গতবছর বিরাট পরিবর্তন এসেছে । 370 ধারা প্রত্যাহারের পর আর্থিক এবং আইনি বিভিন্ন জটিলতার মুখে পড়তে হয়েছে । তবে, এই বিষয়টি প্রকৃত অর্থে জম্মু ও কাশ্মীরকে দেশের সঙ্গে সংযুক্ত করেছে ।"

5 অগাস্ট সন্ধ্যায় 370 ধারা প্রত্যাহার করা হয় জম্মু ও কাশ্মীরে । পৃথক হয় লাদাখ । বন্ধ হয় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা । আটক করা হয় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লাকে । এখনও তাঁরা গৃহবন্দী রয়েছেন । 370 ধারা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানানোর পাশাপাশি বিষয়টি নিয়ে বিরোধও কম হয়নি । মাসতিনেক পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি । চালু হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও ।

শ্রীনগর, 26 জানুয়ারি : 71 তম সাধারণতন্ত্র দিবসে জম্মুতে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু । অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য পেশের সময় উপত্যকায় 370 ধারা প্রত্যাহার নিয়ে মন্তব্য করলেন তিনি ।

মঞ্চ থেকে রাজ্যপাল জিসি মুর্মু বলেন , "জম্মু ও কাশ্মীরের মানুষের জীবনে গতবছর বিরাট পরিবর্তন এসেছে । 370 ধারা প্রত্যাহারের পর আর্থিক এবং আইনি বিভিন্ন জটিলতার মুখে পড়তে হয়েছে । তবে, এই বিষয়টি প্রকৃত অর্থে জম্মু ও কাশ্মীরকে দেশের সঙ্গে সংযুক্ত করেছে ।"

5 অগাস্ট সন্ধ্যায় 370 ধারা প্রত্যাহার করা হয় জম্মু ও কাশ্মীরে । পৃথক হয় লাদাখ । বন্ধ হয় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা । আটক করা হয় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লাকে । এখনও তাঁরা গৃহবন্দী রয়েছেন । 370 ধারা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানানোর পাশাপাশি বিষয়টি নিয়ে বিরোধও কম হয়নি । মাসতিনেক পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি । চালু হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও ।

New Delhi, Jan 25 (ANI): President Ram Nath Kovind met Brazilian President Jair M. Bolsonaro at Rashtrapati Bhavan. Prime Minister Narendra Modi and other Union Ministers were present at the event. Jair M. Bolsonaro will be the chief guest at Republic Day parade tomorrow.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.