ETV Bharat / bharat

"বাজপেয়িজি ও বাদল সাহেবের স্বপ্নের NDA আর নেই" - Farms bill 2020

দল NDA ছাড়ার পর ফের কড়া ভাষায় আক্রমণ করলেন শিরোমণি অকলা দলের হরসিমরত কৌর বাদল।

হরসিমরত
হরসিমরত
author img

By

Published : Sep 27, 2020, 11:24 AM IST

চণ্ডীগড়, 27 সেপ্টেম্বর : মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই । আর তাঁর দল NDA ছাড়তেই ফের কড়া ভাষায় আক্রমণ করলেন হরসিমরত কৌর বাদল । তিনি বলেন, বাজপেয়িজির স্বপ্নের NDA আর নেই ।

মন্ত্রিসভায় কৃষি বিল পাশ হওয়ার সময় উপস্থিত ছিলেন হরসিমরত । কিন্তু লোকসভায় বিল পেশ হতেই তার তীব্র বিরোধিতা করেন তিনি । বিলের বিরোধিতায় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন । তখনই BJP-র সঙ্গে শিরোমণি অকালি দলের দীর্ঘদিনের সম্পর্ক ভাঙতে চলেছে বলে অনেকে আঁচ করেছিল । গতকাল সেই আশঙ্কাই সত্যি হয় । NDA ছাড়ে তারা ।

  • If Pain & Protests of 3 cr punjabis fail to melt the rigid stance of GoI, it's no longer the #NDA envisioned by Vajpayee ji & Badal sahab. An alliance that turns a deaf ear to its oldest ally & a blind eye to pleas of those who feed the nation is no longer in the interest of Pb. https://t.co/OqU6at00Jx

    — Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জোট থেকে বেরিয়ে আসার পরই টুইটারে ফের সরব হন হরসিমরত । লেখেন, "যদি তিন কোটি পঞ্জাবির যন্ত্রণা, প্রতিবাদ সরকারকে তার অবস্থান থেকে সরাতে না পারে তবে বলতে হবে অটল বিহারি বাজপেয়ি এবং বাদল সাহেবের স্বপ্নের NDA আর নেই । এই জোট সবথেকে পুরনো শরিকদের কথা শুনছে না । যাঁরা দেশের খাদ্যের জোগান দিচ্ছেন তাঁদের দিকেও দেখছে না । "

এদিকে কৃষি বিলের বিরুদ্ধে পঞ্জাবে প্রতিবাদ-বিক্ষোভ চলছে । জোট ছাড়ার প্রসঙ্গে অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল গতকাল টুইটারে লেখেন, “ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে কোনও আশ্বাস পাওয়া যায়নি । পাশাপাশি পঞ্জাবি ও শিখদের ইশুগুলি নিয়েও কেন্দ্র বরাবর অসংবেদনশীল । সেই কারণেই দলের কোর কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ।”

চণ্ডীগড়, 27 সেপ্টেম্বর : মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই । আর তাঁর দল NDA ছাড়তেই ফের কড়া ভাষায় আক্রমণ করলেন হরসিমরত কৌর বাদল । তিনি বলেন, বাজপেয়িজির স্বপ্নের NDA আর নেই ।

মন্ত্রিসভায় কৃষি বিল পাশ হওয়ার সময় উপস্থিত ছিলেন হরসিমরত । কিন্তু লোকসভায় বিল পেশ হতেই তার তীব্র বিরোধিতা করেন তিনি । বিলের বিরোধিতায় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন । তখনই BJP-র সঙ্গে শিরোমণি অকালি দলের দীর্ঘদিনের সম্পর্ক ভাঙতে চলেছে বলে অনেকে আঁচ করেছিল । গতকাল সেই আশঙ্কাই সত্যি হয় । NDA ছাড়ে তারা ।

  • If Pain & Protests of 3 cr punjabis fail to melt the rigid stance of GoI, it's no longer the #NDA envisioned by Vajpayee ji & Badal sahab. An alliance that turns a deaf ear to its oldest ally & a blind eye to pleas of those who feed the nation is no longer in the interest of Pb. https://t.co/OqU6at00Jx

    — Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জোট থেকে বেরিয়ে আসার পরই টুইটারে ফের সরব হন হরসিমরত । লেখেন, "যদি তিন কোটি পঞ্জাবির যন্ত্রণা, প্রতিবাদ সরকারকে তার অবস্থান থেকে সরাতে না পারে তবে বলতে হবে অটল বিহারি বাজপেয়ি এবং বাদল সাহেবের স্বপ্নের NDA আর নেই । এই জোট সবথেকে পুরনো শরিকদের কথা শুনছে না । যাঁরা দেশের খাদ্যের জোগান দিচ্ছেন তাঁদের দিকেও দেখছে না । "

এদিকে কৃষি বিলের বিরুদ্ধে পঞ্জাবে প্রতিবাদ-বিক্ষোভ চলছে । জোট ছাড়ার প্রসঙ্গে অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল গতকাল টুইটারে লেখেন, “ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে কোনও আশ্বাস পাওয়া যায়নি । পাশাপাশি পঞ্জাবি ও শিখদের ইশুগুলি নিয়েও কেন্দ্র বরাবর অসংবেদনশীল । সেই কারণেই দলের কোর কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.