ETV Bharat / bharat

নিজের হাতে উদ্বোধন, সেই CBI দপ্তরেই রাত কাটল চিদম্বরমের ! - Amit shah arrested in 2010

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন 2011 সালে দিল্লিতে CBI হেডকোয়ার্টার্সের উদ্বোধন করেছিলেন চিদম্বরম । গতকাল সেখানেই রাত কাটান তিনি । এমন দিন যে আসতে পারে তা কল্পনাতেও আনতে পারেননি চিদম্বরম ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 22, 2019, 10:09 AM IST

দিল্লি, 22 অগাস্ট : দিল্লির লোধি রোডের ঝাঁ চকচকে বাড়িটার উদ্বোধন হয়েছিল তাঁরই হাত ধরে । আজ তিনিই অভিযুক্ত হিসেবে রাত কাটালেন সেখানে । এমন দিন যে আসতে পারে তা কল্পনাতেও আনতে পারেননি পি চিদম্বরম । কিন্তু, বাস্তব বলছে অন্য কথা ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন 2011 সালে দিল্লিতে CBI হেডকোয়ার্টার্সের উদ্বোধন করেছিলেন চিদম্বরম । গতকাল সেখানেই রাত কাটান তিনি ।

27 ঘণ্টা পর গতকাল রাতে CBI-র হাতে গ্রেপ্তার হন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ যেন বুমেরাং হয়ে ফিরে এল ঘটনাটি ৷ 2010 সাল সোহরাবউদ্দিন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অমিত শাহকে ৷ তখন পি চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর আজ চিদম্বরমকে গ্রেপ্তার করা হল, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

INX মিডিয়া দুর্নীতি মামলায় তাঁর উপর খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত করার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI ৷ এই আর্জির বিরুদ্ধে আগাম জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে গেছিলেন চিদম্বরম ৷ কিন্তু মঙ্গলবারই সেই আর্জি খারিজ করে দিয়ে চিদম্বরমকেই মূল চক্রান্তকারী বলে উল্লেখ করে আদালত ৷ তারপরই তাঁর বাড়িতে পৌঁছান CBI ও ED-র আধিকারিকরা ৷ কিন্তু বাড়িতে পাওয়া তো দূরের কথা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মোবাইল টাওয়ারের হদিশ পর্যন্ত পাননি তাঁরা ৷ এরপর বেশ কয়েক দফায় অভিযান চালানোর পর চিদম্বরমের বাড়িতেই লুকআউট নোটিশ লাগিয়ে দিয়ে আসে CBI ৷ দু'ঘণ্টার মধ্যে CBI দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ৷

মঙ্গলবার যেখানে শেষ হয়েছিল গতকালের সকালে যেন সেখান থেকেই শুরু হয় চিদম্বরম-পর্ব ৷ মঙ্গলবারই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভিরা ৷ জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু অযোধ্যা মামলার দৈনিক শুনানিতে ব্যস্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈর তরফে জানানো হয়, কোনও ভাবেই এই আবেদন রক্ষা করা সম্ভব নয় ৷ পাশাপাশি শুক্রবার শুনানির দিন ঘোষণা করা হয় ৷ পরিস্থিতি যা দাঁড়ায় তাতে যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তাঁর ৷

ইতিমধ্যেই সহ-যোদ্ধার পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা ৷ সুপ্রিম কোর্টে শুনানির দিন শুক্রবার ঘোষণা হওয়ার পরই মাত্র আধঘণ্টার নোটিশে সাংবাদিক সম্মেলন ডাকে কংগ্রেস ৷ জানানো হয় সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলরা ৷ শুরু হয় সাংবাদিক বৈঠক ৷ ঠিক তখনই নাটকীয় মোড় নেয় চিদম্বরম-পর্ব ৷ 27 ঘণ্টা পর প্রকাশ্যে আসেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ দাবি করেন তিনি নির্দোষ ৷ তাঁর কথায়, "আমি কোথাও পালিয়ে যাইনি ৷ দিল্লিতেই ছিলাম ৷ আইনজীবীদের সঙ্গে আলোচনা করছিলাম ৷"

সাংবাদিক বৈঠক সেরে তড়িঘড়ি নিজের জোরবাগের বাড়িতে ফেরেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ প্রায় একই সঙ্গে তাঁকে ধাওয়া করে বাড়ি পৌঁছায় 15-20 জনের CBI আধিকারিকদের দল ৷ তখন প্রাক্তন মন্ত্রীর বাড়ির দরজা বন্ধ ছিল ৷ পাঁচিল টপকে ভিতরে ঢোকেন কয়েকজন ৷ ভিতর থেকে তাঁরা দরজা খোলেন ৷ বাড়ির ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷ ঠিক তখনই বাড়ির অপর প্রান্তে উপস্থিত ED-র আধিকারিকরা ৷ দফায় দফায় চলে চিদম্বরমকে জেরা ৷ 28 ঘণ্টা পর গ্রেপ্তার করা হয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ নিজেদের গাড়িতে করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দপ্তরে নিয়ে যায় CBI ৷ আজ তাঁকে CBI আদালতে পেশ করা হবে ৷

দিল্লি, 22 অগাস্ট : দিল্লির লোধি রোডের ঝাঁ চকচকে বাড়িটার উদ্বোধন হয়েছিল তাঁরই হাত ধরে । আজ তিনিই অভিযুক্ত হিসেবে রাত কাটালেন সেখানে । এমন দিন যে আসতে পারে তা কল্পনাতেও আনতে পারেননি পি চিদম্বরম । কিন্তু, বাস্তব বলছে অন্য কথা ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন 2011 সালে দিল্লিতে CBI হেডকোয়ার্টার্সের উদ্বোধন করেছিলেন চিদম্বরম । গতকাল সেখানেই রাত কাটান তিনি ।

27 ঘণ্টা পর গতকাল রাতে CBI-র হাতে গ্রেপ্তার হন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ যেন বুমেরাং হয়ে ফিরে এল ঘটনাটি ৷ 2010 সাল সোহরাবউদ্দিন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অমিত শাহকে ৷ তখন পি চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর আজ চিদম্বরমকে গ্রেপ্তার করা হল, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

INX মিডিয়া দুর্নীতি মামলায় তাঁর উপর খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত করার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI ৷ এই আর্জির বিরুদ্ধে আগাম জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে গেছিলেন চিদম্বরম ৷ কিন্তু মঙ্গলবারই সেই আর্জি খারিজ করে দিয়ে চিদম্বরমকেই মূল চক্রান্তকারী বলে উল্লেখ করে আদালত ৷ তারপরই তাঁর বাড়িতে পৌঁছান CBI ও ED-র আধিকারিকরা ৷ কিন্তু বাড়িতে পাওয়া তো দূরের কথা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মোবাইল টাওয়ারের হদিশ পর্যন্ত পাননি তাঁরা ৷ এরপর বেশ কয়েক দফায় অভিযান চালানোর পর চিদম্বরমের বাড়িতেই লুকআউট নোটিশ লাগিয়ে দিয়ে আসে CBI ৷ দু'ঘণ্টার মধ্যে CBI দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ৷

মঙ্গলবার যেখানে শেষ হয়েছিল গতকালের সকালে যেন সেখান থেকেই শুরু হয় চিদম্বরম-পর্ব ৷ মঙ্গলবারই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভিরা ৷ জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু অযোধ্যা মামলার দৈনিক শুনানিতে ব্যস্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈর তরফে জানানো হয়, কোনও ভাবেই এই আবেদন রক্ষা করা সম্ভব নয় ৷ পাশাপাশি শুক্রবার শুনানির দিন ঘোষণা করা হয় ৷ পরিস্থিতি যা দাঁড়ায় তাতে যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তাঁর ৷

ইতিমধ্যেই সহ-যোদ্ধার পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা ৷ সুপ্রিম কোর্টে শুনানির দিন শুক্রবার ঘোষণা হওয়ার পরই মাত্র আধঘণ্টার নোটিশে সাংবাদিক সম্মেলন ডাকে কংগ্রেস ৷ জানানো হয় সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলরা ৷ শুরু হয় সাংবাদিক বৈঠক ৷ ঠিক তখনই নাটকীয় মোড় নেয় চিদম্বরম-পর্ব ৷ 27 ঘণ্টা পর প্রকাশ্যে আসেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ দাবি করেন তিনি নির্দোষ ৷ তাঁর কথায়, "আমি কোথাও পালিয়ে যাইনি ৷ দিল্লিতেই ছিলাম ৷ আইনজীবীদের সঙ্গে আলোচনা করছিলাম ৷"

সাংবাদিক বৈঠক সেরে তড়িঘড়ি নিজের জোরবাগের বাড়িতে ফেরেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ প্রায় একই সঙ্গে তাঁকে ধাওয়া করে বাড়ি পৌঁছায় 15-20 জনের CBI আধিকারিকদের দল ৷ তখন প্রাক্তন মন্ত্রীর বাড়ির দরজা বন্ধ ছিল ৷ পাঁচিল টপকে ভিতরে ঢোকেন কয়েকজন ৷ ভিতর থেকে তাঁরা দরজা খোলেন ৷ বাড়ির ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷ ঠিক তখনই বাড়ির অপর প্রান্তে উপস্থিত ED-র আধিকারিকরা ৷ দফায় দফায় চলে চিদম্বরমকে জেরা ৷ 28 ঘণ্টা পর গ্রেপ্তার করা হয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ নিজেদের গাড়িতে করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দপ্তরে নিয়ে যায় CBI ৷ আজ তাঁকে CBI আদালতে পেশ করা হবে ৷

Antigua (West Indies), Aug 22 (ANI): With the two-match test series, India and West Indies will begin their campaign in the test championship on August 22. The West Indies cricket team practiced ahead of first test match against India in Antigua on August 21. The players were seen vigorously training for the test match. While addressing the media, West Indies Test and ODI skipper Jason Holder said, "The team is positive and the players are up for challenge. In the last couple of years we have played very good test cricket. We are doing small things well and keep working as a unit." "As a balling unit we are much disciplined which gave us a lot of positive result. We need more consistency in our overall department," Holder added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.