ETV Bharat / bharat

" যেন এক দুঃস্বপ্ন"

author img

By

Published : Aug 8, 2020, 1:51 PM IST

Updated : Aug 8, 2020, 3:27 PM IST

বাড়ি ফেরার আনন্দ যেন মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল । বলছেন কোকিঝড়ের বিমান দুর্ঘটনায় আহত যাত্রী ।

কেরালা
কেরালা

মল্লপুরম, 8 অগাস্ট : আমরা যে যার সামনের সিটটাকে আঁকড়ে ধরে প্রাণপণে বাঁচার চেষ্টা করছিলাম । এক মুহূর্তে যেন সব শেষ হয়ে গেল । বলতে বলতে গলা জড়িয়ে আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান IX 1344-এর যাত্রীর । আপাতত সুস্থ তিনি । হাসপাতালের বেডে বসে বারবার এক কথা বলে যাচ্ছিলেন, "কী করে যে হল । কেন হল ! বুঝতে পারছি না । বাড়ি ফেরার আনন্দ যেন মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল । " ওই যাত্রী বলেন, "দুবাই থেকে যখন বেরিয়েছিলাম, পুরো বিমান ভরতি ছিল । বাচ্চা-বুড়ো । বেশিরভাগই পরিবার । অনেকে তো চাকরি ছেড়ে দেশে ফিরছিল । সব ঠিকই ছিল । তখন বিকেল সাড়ে পাঁচটা । অ্যানাউন্স হল, আর কিছুক্ষণের মধ্যেই নামতে চলেছি । ঘণ্টা দুয়েকে সব বদলে গেল ।"

কপালে চোট পেয়েছেন । চোখে-মুখে এখনও গত সন্ধ্যার আতঙ্ক স্পষ্ট । দুর্ঘটনার কথা বলে চলেছেন ওই যাত্রী । "খুব বৃষ্টি পড়ছিল । আকাশের অবস্থাও ভালো ছিল না । সন্ধ্যা হয়ে গেছিল । এই সাতটা সাড়ে সাতটা হবে । পাইলটরা খুব চেষ্টা করছিলেন । দেখলাম একবার নিচে নামার চেষ্টা করলেন । কিন্তু, আবার উপরে উঠল বিমানটি । দ্বিতীয়বারেই দুর্ঘটনা । সবার বেল্ট বাঁধা ছিল । আমরা যে যার সামনের সিটে হাত দিয়ে আঁকড়ে ধরে নিজেদের বাঁচানোর চেষ্টা করছিলাম । কিন্তু ততক্ষণে বিমান খাদে । ভেঙে দু'টুকরো হয়ে গেছে । সবাই চিৎকার করছিল। কাঁদছিল। তখনই কেউ বলে উঠল দুই পাইলট আর দুই মহিলা মারা গেছেন । আর জানি না... ।"

আরও পড়ুন : কোঝিকোড়ের রানওয়েতে পিছলে দু'টুকরো বিমান, মৃত 18

নিজেকে একটু সামলে নিয়ে ওই যাত্রী বলেন, "এখন খবরে দেখছি আমাদের 18 জন সহযাত্রী নেই । পাইলটারাও মারা গেছেন । জানি না কী হল । পুরোটা একটা দুঃস্বপ্নের মতো ।"

যেন এক দুঃস্বপ্ন, বলছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রী

আরও পড়ুন : ভেঙে পড়ার আগে আরও 2বার অবতরণের চেষ্টা করেছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানটি

গতকাল সন্ধ্যায় কেরালার কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে যায় এয়ার ইন্ডিয়ার বিমান । 184 জন যাত্রী ছিলেন বিমানটিতে । দুই পাইলটসহ মৃত্যু হয়েছে 18 জনের । জখম কমপক্ষে 123 জন ।

মল্লপুরম, 8 অগাস্ট : আমরা যে যার সামনের সিটটাকে আঁকড়ে ধরে প্রাণপণে বাঁচার চেষ্টা করছিলাম । এক মুহূর্তে যেন সব শেষ হয়ে গেল । বলতে বলতে গলা জড়িয়ে আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান IX 1344-এর যাত্রীর । আপাতত সুস্থ তিনি । হাসপাতালের বেডে বসে বারবার এক কথা বলে যাচ্ছিলেন, "কী করে যে হল । কেন হল ! বুঝতে পারছি না । বাড়ি ফেরার আনন্দ যেন মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল । " ওই যাত্রী বলেন, "দুবাই থেকে যখন বেরিয়েছিলাম, পুরো বিমান ভরতি ছিল । বাচ্চা-বুড়ো । বেশিরভাগই পরিবার । অনেকে তো চাকরি ছেড়ে দেশে ফিরছিল । সব ঠিকই ছিল । তখন বিকেল সাড়ে পাঁচটা । অ্যানাউন্স হল, আর কিছুক্ষণের মধ্যেই নামতে চলেছি । ঘণ্টা দুয়েকে সব বদলে গেল ।"

কপালে চোট পেয়েছেন । চোখে-মুখে এখনও গত সন্ধ্যার আতঙ্ক স্পষ্ট । দুর্ঘটনার কথা বলে চলেছেন ওই যাত্রী । "খুব বৃষ্টি পড়ছিল । আকাশের অবস্থাও ভালো ছিল না । সন্ধ্যা হয়ে গেছিল । এই সাতটা সাড়ে সাতটা হবে । পাইলটরা খুব চেষ্টা করছিলেন । দেখলাম একবার নিচে নামার চেষ্টা করলেন । কিন্তু, আবার উপরে উঠল বিমানটি । দ্বিতীয়বারেই দুর্ঘটনা । সবার বেল্ট বাঁধা ছিল । আমরা যে যার সামনের সিটে হাত দিয়ে আঁকড়ে ধরে নিজেদের বাঁচানোর চেষ্টা করছিলাম । কিন্তু ততক্ষণে বিমান খাদে । ভেঙে দু'টুকরো হয়ে গেছে । সবাই চিৎকার করছিল। কাঁদছিল। তখনই কেউ বলে উঠল দুই পাইলট আর দুই মহিলা মারা গেছেন । আর জানি না... ।"

আরও পড়ুন : কোঝিকোড়ের রানওয়েতে পিছলে দু'টুকরো বিমান, মৃত 18

নিজেকে একটু সামলে নিয়ে ওই যাত্রী বলেন, "এখন খবরে দেখছি আমাদের 18 জন সহযাত্রী নেই । পাইলটারাও মারা গেছেন । জানি না কী হল । পুরোটা একটা দুঃস্বপ্নের মতো ।"

যেন এক দুঃস্বপ্ন, বলছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রী

আরও পড়ুন : ভেঙে পড়ার আগে আরও 2বার অবতরণের চেষ্টা করেছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানটি

গতকাল সন্ধ্যায় কেরালার কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে যায় এয়ার ইন্ডিয়ার বিমান । 184 জন যাত্রী ছিলেন বিমানটিতে । দুই পাইলটসহ মৃত্যু হয়েছে 18 জনের । জখম কমপক্ষে 123 জন ।

Last Updated : Aug 8, 2020, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.