ETV Bharat / bharat

সচিনের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন সোনিয়ার, সংঘাতের অবসানের ইঙ্গিত - পাইলট

প্রায় একমাস ধরে দলের সঙ্গে টানাপোড়েনের পর আজ প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সচিন পাইলট । রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ।

Sachin Pilot
পাইলট
author img

By

Published : Aug 10, 2020, 11:49 PM IST

Updated : Aug 11, 2020, 4:29 AM IST

জয়পুর, 10 অগাস্ট : রাজস্থানে কাটছে রাজনৈতিক সংকট । রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে সচিন পাইলটের বৈঠকের পর ইঙ্গিত সেরকমই । প্রায় একমাস ধরে দলের সঙ্গে টানাপোড়েনের পর আজ প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সচিন পাইলট । জানান, তাঁর কাছে সম্মানটাই আসল । দলের কোনও পদের জন্য তিনি লালায়িত নন । তাঁর আরও সংযোজন, দলে ব্যক্তিগত আক্রোশের জায়গা থাকা উচিত নয় ।

প্রসঙ্গত, পাইলট ও বিদ্রোহী বিধায়কদের সমস্যা সমাধানে তৎপর হয়েছে কংগ্রেস হাইকমান্ড । সোনিয়া গান্ধির নির্দেশে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দলের এই সিদ্ধান্তে খুশি পাইলট ।

সচিন পাইলট আজ সাংবাদিকদের সামনে বলেন ''আমি ১৮-২০ বছর ধরে দলের হয়ে কাজ করছি । যারা সরকার গঠনে মুখ্য ভূমিকা নিয়েছেন তাঁদের গুরুত্ব দিয়েছি । প্রথম থেকেই বলে আসছি, গোটা বিষয়টাই আসলে নীতিগত । দলের কাছে এই বিষয়গুলি তুলে ধরা উচিত ছিল বলে আমার মনে হয়েছিল । আর তা দলের স্বার্থেই ।''

তাঁকে নিয়ে যে সব কথা প্রচারিত হয়েছে তাতে তিনি অবাক হয়েছেন বলেও জানান পাইলট । ''বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে । আমাকেও শুনতে হয়েছে । বেশ কিছু কথায় আমি অবাক হয়েছি । আমাদের মানবিক দৃষ্টিভ্ঙ্গিতে বিষয়গুলিকে দেখা উচিত । রাজনীতিতে ব্যক্তিগত আক্রোশের কোনও জায়গা থাকা উচিত নয় । কঠিন পরিশ্রমের পর আমরা রাজস্থানে সরকার গঠন করতে পেরেছি ।'' বলেন তিনি ।

দলের সভানেত্রী সোনিয়া গান্ধিকে ধন্যবাদ জানিয়ে পাইলট বলেন, ''সরকার সংক্রান্ত যে বিষয়গুলি বলতে চেয়েছি তাকে গুরুত্ব দিয়ে দেখছেন সোনিয়াজি । তিন সদস্যের কমিটি গঠনের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি । সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস ।'' দলের বিভিন্ন ইশুকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তুলে ধরা উচিত - এই মানসিকতা থেকেই দিল্লিতে বিধায়কদের সঙ্গে তিনি ছিলেন বলেও জানান পাইলট ।

প্রসঙ্গত, মাস খানেক আগে সচিন ও তাঁর অনুগামী বিধায়করা মুখ্যমন্ত্রী গেহলতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জয়পুর ছেড়েছিলেন। যার পদক্ষেপ হিসেবে সচিনকে প্রদেশ কংগ্রেস সভাপতি ও উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় নেতৃত্ব। তাঁর সঙ্গে থাকা বিধায়কদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। সেই সময় শোনা যায় সচিন না কি BJP-তে যোগ দেবেন ।

১৪ অগাস্ট থেকে শুরু হবে রাজস্থানের বিধানসভা অধিবেশন। এই অধিবেশনে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া মুখ্যমন্ত্রী গেহলত । ঠিক তার আগে দলের সংঘাত মেটাতে পাইলটকে নিয়ে বৈঠক করলেন রাহুল ও প্রিয়াঙ্কা । যা ফলপ্রসূ হবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ।

জয়পুর, 10 অগাস্ট : রাজস্থানে কাটছে রাজনৈতিক সংকট । রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে সচিন পাইলটের বৈঠকের পর ইঙ্গিত সেরকমই । প্রায় একমাস ধরে দলের সঙ্গে টানাপোড়েনের পর আজ প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সচিন পাইলট । জানান, তাঁর কাছে সম্মানটাই আসল । দলের কোনও পদের জন্য তিনি লালায়িত নন । তাঁর আরও সংযোজন, দলে ব্যক্তিগত আক্রোশের জায়গা থাকা উচিত নয় ।

প্রসঙ্গত, পাইলট ও বিদ্রোহী বিধায়কদের সমস্যা সমাধানে তৎপর হয়েছে কংগ্রেস হাইকমান্ড । সোনিয়া গান্ধির নির্দেশে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দলের এই সিদ্ধান্তে খুশি পাইলট ।

সচিন পাইলট আজ সাংবাদিকদের সামনে বলেন ''আমি ১৮-২০ বছর ধরে দলের হয়ে কাজ করছি । যারা সরকার গঠনে মুখ্য ভূমিকা নিয়েছেন তাঁদের গুরুত্ব দিয়েছি । প্রথম থেকেই বলে আসছি, গোটা বিষয়টাই আসলে নীতিগত । দলের কাছে এই বিষয়গুলি তুলে ধরা উচিত ছিল বলে আমার মনে হয়েছিল । আর তা দলের স্বার্থেই ।''

তাঁকে নিয়ে যে সব কথা প্রচারিত হয়েছে তাতে তিনি অবাক হয়েছেন বলেও জানান পাইলট । ''বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে । আমাকেও শুনতে হয়েছে । বেশ কিছু কথায় আমি অবাক হয়েছি । আমাদের মানবিক দৃষ্টিভ্ঙ্গিতে বিষয়গুলিকে দেখা উচিত । রাজনীতিতে ব্যক্তিগত আক্রোশের কোনও জায়গা থাকা উচিত নয় । কঠিন পরিশ্রমের পর আমরা রাজস্থানে সরকার গঠন করতে পেরেছি ।'' বলেন তিনি ।

দলের সভানেত্রী সোনিয়া গান্ধিকে ধন্যবাদ জানিয়ে পাইলট বলেন, ''সরকার সংক্রান্ত যে বিষয়গুলি বলতে চেয়েছি তাকে গুরুত্ব দিয়ে দেখছেন সোনিয়াজি । তিন সদস্যের কমিটি গঠনের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি । সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস ।'' দলের বিভিন্ন ইশুকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তুলে ধরা উচিত - এই মানসিকতা থেকেই দিল্লিতে বিধায়কদের সঙ্গে তিনি ছিলেন বলেও জানান পাইলট ।

প্রসঙ্গত, মাস খানেক আগে সচিন ও তাঁর অনুগামী বিধায়করা মুখ্যমন্ত্রী গেহলতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জয়পুর ছেড়েছিলেন। যার পদক্ষেপ হিসেবে সচিনকে প্রদেশ কংগ্রেস সভাপতি ও উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় নেতৃত্ব। তাঁর সঙ্গে থাকা বিধায়কদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। সেই সময় শোনা যায় সচিন না কি BJP-তে যোগ দেবেন ।

১৪ অগাস্ট থেকে শুরু হবে রাজস্থানের বিধানসভা অধিবেশন। এই অধিবেশনে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া মুখ্যমন্ত্রী গেহলত । ঠিক তার আগে দলের সংঘাত মেটাতে পাইলটকে নিয়ে বৈঠক করলেন রাহুল ও প্রিয়াঙ্কা । যা ফলপ্রসূ হবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ।

Last Updated : Aug 11, 2020, 4:29 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.