ETV Bharat / bharat

PSLV তৈরি করতে ভারতের বেসরকারি সংস্থাগুলিকে আহ্বান ISRO-র - sriharikota

ISRO-র নতুন বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এই বরাতের দায়িত্বে থাকবে ।

PSLV তৈরি করতে ভারতের বেসরকারি সংস্থাগুলিকে আহ্বান ISRO-র
author img

By

Published : Aug 17, 2019, 5:10 PM IST

শ্রীহরিকোটা, 17 অগাস্ট : পাঁচটি PSLV (পোলার স্যাটেলাইট সঞ্চ ভেহিকেল) তৈরির জন্য ভারতীয় কম্পানিগুলিকে আহ্বান জানালো ISRO । গতকাল এই বিষয়ে ISRO-র চেয়ারম্যান কে সিওয়ান বলেন, "এই মুহূর্তে আমরা ইচ্ছুক কম্পানিগুলোকে এই বিষয়ে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছি । কিন্তু এই আহ্বান শুধুমাত্র ভারতীয় কম্পানিগুলির জন্য । কোনও বিদেশি কম্পানিকে আমরা এই বরাত দেব না । প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়াকে আরও জোর কদমে এগিয়ে নিয়ে জেতেই এই পদক্ষেপ ।"

বিক্রম সারাভাই স্পেস সেন্টারের এক আধিকারিক জানান, এক একটি PSLV তৈরি করতে 200 কোটি টাকা খরচ হতে পারে । যদিও এই বিষয়ে মুখ খোলেননি কে সিওয়ান । ISRO-র নতুন বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এই বরাতের দায়িত্বে থাকবে ।

ISRO-র চেয়ারম্যান কে সিওয়ান
ISRO-র চেয়ারম্যান কে সিওয়ান

PSLV তৈরির ক্ষেত্রে ভারতীয় কম্পানিগুলি কতটা সক্ষম ? এই প্রশ্নের জবাবে কে সিওয়ান বলেন, "আমাদের মনে হয় ভারতীয় কম্পানিগুলি এই দায়িত্ব নেওয়ার জন্য তৈরি । HAL ও L&T-র মতো কম্পানিগুলি ইতিমধ্যেই একটি চুক্তি সই করেছে । তা ছাড়া গোদরেজ এবং আরও ছোট কিছু কম্পানির সঙ্গে কথাবার্তা চলছে ।"

শ্রীহরিকোটা, 17 অগাস্ট : পাঁচটি PSLV (পোলার স্যাটেলাইট সঞ্চ ভেহিকেল) তৈরির জন্য ভারতীয় কম্পানিগুলিকে আহ্বান জানালো ISRO । গতকাল এই বিষয়ে ISRO-র চেয়ারম্যান কে সিওয়ান বলেন, "এই মুহূর্তে আমরা ইচ্ছুক কম্পানিগুলোকে এই বিষয়ে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছি । কিন্তু এই আহ্বান শুধুমাত্র ভারতীয় কম্পানিগুলির জন্য । কোনও বিদেশি কম্পানিকে আমরা এই বরাত দেব না । প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়াকে আরও জোর কদমে এগিয়ে নিয়ে জেতেই এই পদক্ষেপ ।"

বিক্রম সারাভাই স্পেস সেন্টারের এক আধিকারিক জানান, এক একটি PSLV তৈরি করতে 200 কোটি টাকা খরচ হতে পারে । যদিও এই বিষয়ে মুখ খোলেননি কে সিওয়ান । ISRO-র নতুন বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এই বরাতের দায়িত্বে থাকবে ।

ISRO-র চেয়ারম্যান কে সিওয়ান
ISRO-র চেয়ারম্যান কে সিওয়ান

PSLV তৈরির ক্ষেত্রে ভারতীয় কম্পানিগুলি কতটা সক্ষম ? এই প্রশ্নের জবাবে কে সিওয়ান বলেন, "আমাদের মনে হয় ভারতীয় কম্পানিগুলি এই দায়িত্ব নেওয়ার জন্য তৈরি । HAL ও L&T-র মতো কম্পানিগুলি ইতিমধ্যেই একটি চুক্তি সই করেছে । তা ছাড়া গোদরেজ এবং আরও ছোট কিছু কম্পানির সঙ্গে কথাবার্তা চলছে ।"

New Delhi, Aug 17 (ANI): Former Aam Aadmi Party leader Kapil Mishra joined Bharatiya Janata Party (BJP) in the national capital on August 17. They joined BJP in the presence of party leaders Manoj Tiwari and Vijay Goel. Meanwhile, Richa Pandey Mishra also joined BJP.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.