ETV Bharat / bharat

3 বছরে ISIS-এ যোগ দিয়েছে কেরালার 149 জন

তারা কেরালার কাসারগড়, কান্নুর, ওয়ানাড়, মালাপুপুরম, এরনাকুলাম, কোল্লাম, পালক্কাদ, ইদুক্কি এবং তিরুবনন্তপুরম জেলার বাসিন্দা । তারা 2017, 2018 এবং 2019 সালে ISIS-এ যোগ দিয়েছে বলে জানা গেছে ।

 (ISIS)
(ISIS)
author img

By

Published : Jul 29, 2020, 3:58 AM IST

Updated : Jul 29, 2020, 4:08 AM IST

তিরুবনন্তপুরম, 28 জুলাই : গত তিন বছরে কেরালার প্রায় 149 জন জঙ্গি সংগঠন ISIS-এ যোগ দিয়েছে । আগেই এই তথ্য দিয়েছিল গোয়েন্দারা । এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেই তথ্য কেরালা পুলিশকে দেওয়া হল ।

তারা কেরালার কাসারগড়, কান্নুর, ওয়ানাড়, মালাপুপুরম, এরনাকুলাম, কোল্লাম, পালক্কাদ, ইদুক্কি এবং তিরুবনন্তপুরম জেলার বাসিন্দা । তারা 2017, 2018 এবং 2019 সালে ISIS-এ যোগ দিয়েছে বলে জানা গেছে ।

কেরালার ওই ব্যক্তিরা প্রথমে উপসাগরীয় দেশ এবং তারপর ইরাক ও সিরিয়ায় প্রবেশ করে। তবে 2012 সাল থেকে উপসাগরীয় দেশগুলি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে তাদের তৎপরতা তীব্র করার সঙ্গে সঙ্গে কেরালা থেকে ISIS-এ যোগদান অনেকটাই কমে গেছে । এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের গোপন তদন্ত শাখাগুলির কাছ থেকে। এদের থেকে পাওয়া তথ্য বলছে, 2019 সালের পর থেকে কেরালার কেউ ISIS-এ যোগ দেয়নি। ।

ইতিমধ্যে আফগানিস্তানে কয়েকজন মহিলা ISIS জঙ্গিকে আটক করা হয়েছে । এর মধ্যে রয়েছে তিরুবনন্তপুরমের বাসিন্দা এক মহিলাও।

তিরুবনন্তপুরম, 28 জুলাই : গত তিন বছরে কেরালার প্রায় 149 জন জঙ্গি সংগঠন ISIS-এ যোগ দিয়েছে । আগেই এই তথ্য দিয়েছিল গোয়েন্দারা । এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেই তথ্য কেরালা পুলিশকে দেওয়া হল ।

তারা কেরালার কাসারগড়, কান্নুর, ওয়ানাড়, মালাপুপুরম, এরনাকুলাম, কোল্লাম, পালক্কাদ, ইদুক্কি এবং তিরুবনন্তপুরম জেলার বাসিন্দা । তারা 2017, 2018 এবং 2019 সালে ISIS-এ যোগ দিয়েছে বলে জানা গেছে ।

কেরালার ওই ব্যক্তিরা প্রথমে উপসাগরীয় দেশ এবং তারপর ইরাক ও সিরিয়ায় প্রবেশ করে। তবে 2012 সাল থেকে উপসাগরীয় দেশগুলি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে তাদের তৎপরতা তীব্র করার সঙ্গে সঙ্গে কেরালা থেকে ISIS-এ যোগদান অনেকটাই কমে গেছে । এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের গোপন তদন্ত শাখাগুলির কাছ থেকে। এদের থেকে পাওয়া তথ্য বলছে, 2019 সালের পর থেকে কেরালার কেউ ISIS-এ যোগ দেয়নি। ।

ইতিমধ্যে আফগানিস্তানে কয়েকজন মহিলা ISIS জঙ্গিকে আটক করা হয়েছে । এর মধ্যে রয়েছে তিরুবনন্তপুরমের বাসিন্দা এক মহিলাও।

Last Updated : Jul 29, 2020, 4:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.