মুম্বই, 26 জুলাই : প্রসাদে বিষ মিশিয়ে পুণ্যার্থীদের হত্যার ছক কষেছিল জঙ্গিরা । পুলিশের জালে ধরা পড়ায় ভেস্তে গেছিল সেই ছক । সন্দেহভাজন একদল জঙ্গিকে জিজ্ঞাসাবাদের পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মুম্বই অ্যান্টি টেরোরিজ়ম স্ক্যয়াড ।
400 বছর পুরোনো মুম্বরেশ্বর মন্দির । সেখানকার প্রসাদে বিষ মিশিয়ে পুণ্যার্থীদের হত্যার পরিকল্পনা করেছিল ইসলামিক স্টেট মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী ।
চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের মুম্বরা থেকে সন্দেহভাজন একদল জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে মুম্বই আদালতে চার্জশিট পেশ করল মুম্বই অ্যান্টি টেরোরিসম স্ক্যয়াড । সেই চার্জশিটে এই বিষের বিষয়টির উল্লেখ রয়েছে । সেখানে আরও উল্লেখ, IS মদতপুষ্ট উম্মাত-ই-মহম্মদিয়া নামের এই দলটি মহারাষ্ট্রের মুম্বরেতে বোমা তৈরি ও বিষ তৈরির কাজে প্রশিক্ষণ নিচ্ছিল । মহারাষ্ট্রের থানের মুম্বরা বাইপাসে বিভিন্ন পাহাড়ে তারা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাত । এছাড়াও ইন্টারনেট ব্যবহার করেও বহু তথ্য তারা প্রশিক্ষণের জন্য কাজে লাগাত । অন্যদিকে, তাদের সোশাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে ফ্রেন্ড লিস্টে ইসলাম ধর্ম প্রচারক জা়কির নায়েকের প্রোফাইল পাওয়া যায় । জঙ্গিদের সোশাল মিডিয়ায় জ়াকির নায়েকের প্রোফাইল থাকার বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
জঙ্গিদের জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, 2018-র ডিসেম্বর মাসে ওই মন্দিরে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল । সেখানে বহু পুন্যার্থীর সমাগম হয় । যাদের প্রত্যেককেই মহাপ্রসাদ দেওয়া হয়েছিল । সেই প্রসাদেও বিষ মেশানোর চেষ্টা করেছিল ধৃতদের মধ্যে একজন । চার্জশিটে আরও জানানো হয়েছে, মুম্বরেশ্বর মন্দিরের মহাপ্রসাদে বিষ মেশানোর পাশাপাশি মুম্বইয়ের একটি স্টেডিয়ামে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা ।