ETV Bharat / bharat

মন্দিরের প্রসাদে বিষ মিশিয়ে পুণ্যার্থীদের হত্যার ছক কষেছিল জঙ্গিরা ! - ATS

জানুয়ারি মাসে মহারাষ্ট্রের মুম্বরা থেকে সন্দেহভাজন একদল জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, 400 বছর প্রাচীন মুম্বরেশ্বর মন্দিরের প্রসাদে বিষ মিশিয়ে পুন্যার্থীদের হত্যার ছক কষেছিল জঙ্গিরা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 26, 2019, 3:51 AM IST

মুম্বই, 26 জুলাই : প্রসাদে বিষ মিশিয়ে পুণ্যার্থীদের হত্যার ছক কষেছিল জঙ্গিরা । পুলিশের জালে ধরা পড়ায় ভেস্তে গেছিল সেই ছক । সন্দেহভাজন একদল জঙ্গিকে জিজ্ঞাসাবাদের পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মুম্বই অ্যান্টি টেরোরিজ়ম স্ক্যয়াড ।

400 বছর পুরোনো মুম্বরেশ্বর মন্দির । সেখানকার প্রসাদে বিষ মিশিয়ে পুণ্যার্থীদের হত্যার পরিকল্পনা করেছিল ইসলামিক স্টেট মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী ।

চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের মুম্বরা থেকে সন্দেহভাজন একদল জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে মুম্বই আদালতে চার্জশিট পেশ করল মুম্বই অ্যান্টি টেরোরিসম স্ক্যয়াড । সেই চার্জশিটে এই বিষের বিষয়টির উল্লেখ রয়েছে । সেখানে আরও উল্লেখ, IS মদতপুষ্ট উম্মাত-ই-মহম্মদিয়া নামের এই দলটি মহারাষ্ট্রের মুম্বরেতে বোমা তৈরি ও বিষ তৈরির কাজে প্রশিক্ষণ নিচ্ছিল । মহারাষ্ট্রের থানের মুম্বরা বাইপাসে বিভিন্ন পাহাড়ে তারা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাত । এছাড়াও ইন্টারনেট ব্যবহার করেও বহু তথ্য তারা প্রশিক্ষণের জন্য কাজে লাগাত । অন্যদিকে, তাদের সোশাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে ফ্রেন্ড লিস্টে ইসলাম ধর্ম প্রচারক জা়কির নায়েকের প্রোফাইল পাওয়া যায় । জঙ্গিদের সোশাল মিডিয়ায় জ়াকির নায়েকের প্রোফাইল থাকার বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

জঙ্গিদের জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, 2018-র ডিসেম্বর মাসে ওই মন্দিরে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল । সেখানে বহু পুন্যার্থীর সমাগম হয় । যাদের প্রত্যেককেই মহাপ্রসাদ দেওয়া হয়েছিল । সেই প্রসাদেও বিষ মেশানোর চেষ্টা করেছিল ধৃতদের মধ্যে একজন । চার্জশিটে আরও জানানো হয়েছে, মুম্বরেশ্বর মন্দিরের মহাপ্রসাদে বিষ মেশানোর পাশাপাশি মুম্বইয়ের একটি স্টেডিয়ামে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা ।

মুম্বই, 26 জুলাই : প্রসাদে বিষ মিশিয়ে পুণ্যার্থীদের হত্যার ছক কষেছিল জঙ্গিরা । পুলিশের জালে ধরা পড়ায় ভেস্তে গেছিল সেই ছক । সন্দেহভাজন একদল জঙ্গিকে জিজ্ঞাসাবাদের পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মুম্বই অ্যান্টি টেরোরিজ়ম স্ক্যয়াড ।

400 বছর পুরোনো মুম্বরেশ্বর মন্দির । সেখানকার প্রসাদে বিষ মিশিয়ে পুণ্যার্থীদের হত্যার পরিকল্পনা করেছিল ইসলামিক স্টেট মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী ।

চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের মুম্বরা থেকে সন্দেহভাজন একদল জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে মুম্বই আদালতে চার্জশিট পেশ করল মুম্বই অ্যান্টি টেরোরিসম স্ক্যয়াড । সেই চার্জশিটে এই বিষের বিষয়টির উল্লেখ রয়েছে । সেখানে আরও উল্লেখ, IS মদতপুষ্ট উম্মাত-ই-মহম্মদিয়া নামের এই দলটি মহারাষ্ট্রের মুম্বরেতে বোমা তৈরি ও বিষ তৈরির কাজে প্রশিক্ষণ নিচ্ছিল । মহারাষ্ট্রের থানের মুম্বরা বাইপাসে বিভিন্ন পাহাড়ে তারা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাত । এছাড়াও ইন্টারনেট ব্যবহার করেও বহু তথ্য তারা প্রশিক্ষণের জন্য কাজে লাগাত । অন্যদিকে, তাদের সোশাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে ফ্রেন্ড লিস্টে ইসলাম ধর্ম প্রচারক জা়কির নায়েকের প্রোফাইল পাওয়া যায় । জঙ্গিদের সোশাল মিডিয়ায় জ়াকির নায়েকের প্রোফাইল থাকার বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

জঙ্গিদের জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, 2018-র ডিসেম্বর মাসে ওই মন্দিরে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল । সেখানে বহু পুন্যার্থীর সমাগম হয় । যাদের প্রত্যেককেই মহাপ্রসাদ দেওয়া হয়েছিল । সেই প্রসাদেও বিষ মেশানোর চেষ্টা করেছিল ধৃতদের মধ্যে একজন । চার্জশিটে আরও জানানো হয়েছে, মুম্বরেশ্বর মন্দিরের মহাপ্রসাদে বিষ মেশানোর পাশাপাশি মুম্বইয়ের একটি স্টেডিয়ামে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা ।

Mumbai, July 25 (ANI): Filmmaker Goldie Behl marked his digital debut with web series 'REJCTX'. Behl hosted special screening of web series 'REJCTX' in Mumbai. Actor Sonali Bendre also attended the event. Team of 'REJCTX' arrived in style for the event. 'REJCTX' is a musical thriller that is set in an international college campus in Singapore and the story revolves around 7 students.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.