শ্রীনগর, 4 অগাস্ট : পাকিস্তানি সেনার মদতে কাশ্মীরে হামলা চালানোর ছক কষা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের খবর । এই খবর প্রকাশ হতেই অমরনাথ যাত্রী ও পর্যটকদের ফিরে যাওয়ার জন্য বলে জম্মু-কাশ্মীর প্রশাসন । পর্যটকদের পাশাপাশি জম্মু ও কাশ্মীর প্রশাসন রাজ্য দলের মেন্টর ইরফানকে দ্রুত চলে যাওয়ার অনুরোধ করেছে । তাঁর সঙ্গে দলের কোচ মিলাপ মেবাদা ও ট্রেইনার সুদর্শন ভিপিকেও রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে । পাশাপাশি শতাধিক ক্রিকেটারকে শ্রীনগরের ক্রিকেট শিবির ছেড়ে বাড়ি যেতে বলা হয়েছে ।
প্রথমে ঠিক ছিল শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে রাজ্যের দল বাছাইয়ের জন্য কয়েকটি প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হবে । কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত সমস্ত অনুশীলন বন্ধ রাখা হয়েছে । অনূর্ধ্ব-16 ও 19 দলের ট্রেনিং ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে । ক্রিকেটারদের নিজেদের বাড়ি ফিরে জেতে বলা হয়েছে ।
জম্মু ও কাশ্মীর ক্রিকেট টিমের মেন্টর ও কোচ ইরফান পাঠান সংবাদমাধ্যমকে বলেন, "14 জুন থেকে 14 জুলাই পর্যন্ত ক্রিকেট ক্যাম্প ছিল । এরপর 25 জুলাই থেকে ফের সেই ক্যাম্প শুরু হয় । কিন্তু আপাতত ক্যাম্প বন্ধ করে ক্রিকেটারদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । 31 জুলাই থেকে 17 অগাস্ট পর্যন্ত প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা ছিল । সেই ম্যাচগুলির প্রেক্ষিতে জেলা স্তরে ক্রিকেটারদের সিলেকশন হওয়ার কথা ছিল ।"
কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনের CEO সৈয়দ আশিক হোসেন বুখারি বলেন, "জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন ইরফান পাঠান ও অন্য সাপোর্ট স্টাফদের দ্রুত রাজ্য থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে । আজই তাঁরা রাজ্য ছাড়ছেন । যে নির্বাচকরা এরাজ্যের নন, তাঁদের নিজের নিজের বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে ।"
গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, 29 থেকে 31 জুলাইয়ের মধ্যে একাধিকবার ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান । রাজ্যের নিরাপত্তার জন্য কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই ।