ETV Bharat / bharat

ঘোষণা হতেই পাঁচ শতাংশ শেয়ার বাড়ল IRCTC

IRCTC-এর বর্তমানে শেয়ার পিছু দাম বেড়ে দাঁড়িয়েছে 1,302.85 ৷ যা BSE-তে আজ সর্বোচ্চ ৷ যদিও NSE-এর ক্ষেত্রে শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,303.55 ৷

ভারতীয় রেল
ভারতীয় রেল
author img

By

Published : May 11, 2020, 2:04 PM IST

দিল্লি, 11 মে : আগামী 12 মে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হবে ৷ কালরাতে রেল মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয় ৷ এরপরই আজ সকালে IRCTC-এর শেয়ার সূচক বৃদ্ধি পেল পাঁচ শতাংশ ৷ বর্তমানে শেয়ার পিছু দাম বেড়ে দাঁড়িয়েছে 1,302.85 ৷ যা BSE-তে আজ সর্বোচ্চ ৷ যদিও NSE-এর ক্ষেত্রে শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,303.55 ৷

আজ বিকেল 4টে থেকে স্পেশাল ট্রেনের সংরক্ষিত আসনের জন্য আবেদন করা যাবে৷ আবেদন করা যাবে শুধুমাত্র IRCTC-এর ওয়েবসাইটে ৷ কাল থেকে ধীরে ধীরে পুনরায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার কথা ভাবছে ভারতীয় রেল ৷ রেলের তরফে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে ট্রেন ছাড়ার অন্তত এক ঘণ্টা আগে স্টেশনে পৌঁছাতে ৷

প্রাথমিকভাবে জানানো হয়েছে, রাজধানী এক্সপ্রেসের 15 টি রুটে বাতানুকূল পরিষেবা চালু করা হবে ৷ সেক্ষেত্রে ট্রেনের ভাড়া সুপার ফাস্ট ট্রেনের সমতুল্য হবে ৷ দিল্লি থেকে শুরু হবে স্পেশাল ট্রেন পরিষেবা ৷ নিউদিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মডগাও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তাওয়াই ৷

উল্লেখ্য মার্চের 25 তারিখ থেকে লকডাউনের জেরে ট্রেনে যাত্রী পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ তারপরই সম্প্রতি ভিনরাজ্যের শ্রমিকদের রাজ্যে ফেরাতে দেশজুড়ে শ্রমিক স্পেশাল ট্রেন পরিষেবা চালু করেছে ভারতীয় রেল ৷ যদিও মালবাহী ট্রেনের পরিষেবা স্বাভাবিক রয়েছে ৷

দিল্লি, 11 মে : আগামী 12 মে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হবে ৷ কালরাতে রেল মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয় ৷ এরপরই আজ সকালে IRCTC-এর শেয়ার সূচক বৃদ্ধি পেল পাঁচ শতাংশ ৷ বর্তমানে শেয়ার পিছু দাম বেড়ে দাঁড়িয়েছে 1,302.85 ৷ যা BSE-তে আজ সর্বোচ্চ ৷ যদিও NSE-এর ক্ষেত্রে শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,303.55 ৷

আজ বিকেল 4টে থেকে স্পেশাল ট্রেনের সংরক্ষিত আসনের জন্য আবেদন করা যাবে৷ আবেদন করা যাবে শুধুমাত্র IRCTC-এর ওয়েবসাইটে ৷ কাল থেকে ধীরে ধীরে পুনরায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার কথা ভাবছে ভারতীয় রেল ৷ রেলের তরফে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে ট্রেন ছাড়ার অন্তত এক ঘণ্টা আগে স্টেশনে পৌঁছাতে ৷

প্রাথমিকভাবে জানানো হয়েছে, রাজধানী এক্সপ্রেসের 15 টি রুটে বাতানুকূল পরিষেবা চালু করা হবে ৷ সেক্ষেত্রে ট্রেনের ভাড়া সুপার ফাস্ট ট্রেনের সমতুল্য হবে ৷ দিল্লি থেকে শুরু হবে স্পেশাল ট্রেন পরিষেবা ৷ নিউদিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মডগাও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তাওয়াই ৷

উল্লেখ্য মার্চের 25 তারিখ থেকে লকডাউনের জেরে ট্রেনে যাত্রী পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ তারপরই সম্প্রতি ভিনরাজ্যের শ্রমিকদের রাজ্যে ফেরাতে দেশজুড়ে শ্রমিক স্পেশাল ট্রেন পরিষেবা চালু করেছে ভারতীয় রেল ৷ যদিও মালবাহী ট্রেনের পরিষেবা স্বাভাবিক রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.