ভুবনেশ্বর, 28 ফেব্রুয়ারি : আজ ভুবনেশ্বরে মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ ৷ পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদ বা ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের (EZC)-র বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীরা । আজ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু'পাশে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ।
এই পাঁচটি পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে নিয়ে 2018 সালে 23তম বৈঠক হয়েছিল নবান্ন সভাঘরে । সেসময় তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বৈঠকের পৌরোহিত্য করেছিলেন । কলকাতার পর ওড়িশা এবারের বৈঠকের আয়োজক। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক এখনও CAA বিরোধী কোনও মন্তব্য করেননি । আবার NDA-র অন্যতম শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার NPR-র শর্তসাপেক্ষে মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CAA, NPR বিরোধিতায় দেশের মধ্যে প্রধান মুখ হয়ে উঠেছেন । দিল্লি হিংসার ঘটনায় BJP-কে দায়ি করেছেন মমতা । এই আবহাওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে মমতা কী বলেছেন, তা এখনও জানা যায়নি ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে শুক্রবার ভুবনেশ্বরে জনতা ময়দানে একটি সমাবেশে বক্তব্য রাখবেন । EZC-র সভার সভাপতিত্ব করার পরেই তিনি এই সমাবেশে যোগ দেবেন ।
নবীন পটনায়েক এবং নীতীশ কুমারের দল CAA-কে সমর্থন করেছিল । উভয়েই এখন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁরা NRC-র বিপক্ষে। নীতীশ কুমার বিহার বিধানসভাতেও একটি প্রস্তাব পাশ করেছেন যাতে ওই রাজ্যে NRC প্রয়োজন নেই বলা হয়েছে । অন্যদিকে, ওড়িশায় পটনায়েকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজু জনতা দল (BJD) NPR খসড়া থেকে বিতর্কিত কিছু ধারা অপসারণেরও আবেদন করেছে ।
পূর্বাঞ্চলীয় এই বৈঠক ঘিরে ওড়িশায় তৎপরতা তুঙ্গে ছিল । এখানকার লোকসেবা ভবনে নতুন কনভেনশন সেন্টারে বৈঠক হয়েছে । এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ।