ETV Bharat / bharat

বিশ্বের যে ইসলামিক দেশগুলিতে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ

author img

By

Published : Aug 1, 2020, 1:32 PM IST

দীর্ঘ লড়াইয়ের পর গত বছর 1 অগাস্ট বলবৎ হয় তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইন ৷ প্রথমে সুপ্রিম কোর্ট জানায়, তিন তালাক বেআইনি ৷ এরপর কেন্দ্রীয় সরকারকে এই নিয়ে আইন তৈরির নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত ৷ সংসদে আইন পাশ হয় ৷

instant Triple talaq banned in islamic countries
ইসলামিক দেশে নিষিদ্ধ তিন তালাক

ভারতের মতো বিশ্বের অনেক মুসলিম অধ্যুষিত দেশে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ ৷ একনজরে দেখা যাক এই তালিকায় কোন কোন দেশ রয়েছে...

মিশর- মিশরই প্রথম দেশ যারা তাদের বিবাহ বিচ্ছেদ পদ্ধতিতে পরিবর্তন আনে ৷ কোরানের ব্যাখ্যা অনুসারে এই পরিবর্তন এসেছিল 1929 সালে ৷ বলা হয়, তাৎক্ষণিক তিন তালাক মেনে নেওয়া হবে না ৷ কিন্তু তিন ধাপে তালাকের বিষয়টি এগোবে ৷

পাকিস্তান- 1961 সালে পাকিস্তানে মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স জারি করা হলে তিন তালাক বন্ধ হয়ে যায় ৷

তিউনিশিয়া- তিউনিশিয়ান কোড অফ পার্সোনাল স্ট্যাটাস (1956) অনুসারে রাষ্ট্র ও বিচার ব্যবস্থার মধ্যে বিবাহ-কে গণ্য করা হয় ৷ আর বিচার ব্যবস্থা কখনওই কোনও কারণ ছাড়া শওহরকে মৌখিকভাবে তালাক দেওয়ার অনুমতি দেয় না ৷

বাংলাদেশ- বিবাহ বিচ্ছেদের পদ্ধতি বাংলাদেশে অত্যন্ত সহজ ৷ মাত্র তিন ধাপে শওহর ও বিবি একে অপরের থেকে বিচ্ছেদ নিতে পারেন ৷ প্রথমে লিখিতভাবে নোটিস পাঠাতে হয় ৷ এরপর সালিশি বোর্ডের সামনে উপস্থিত হতে হয় ৷ সব শেষে 90 দিন পর কাজ়ির কাছ থেকে একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হয় ৷

তুরস্ক- 1917 সাল পর্যন্ত তুরস্কে তাৎক্ষণিক তিন তালাক প্রথা প্রচলিত ছিল ৷ 1926 সালে মুস্তাফা কেমাল আতাতুর্কের নেতৃত্বে বিবাহ ও বিচ্ছেদের ইসলামিক আইন বন্ধ করে সুইস সিভিল কোড চালু করা হয় ৷ এই কোড ইউরোপের দেশগুলি গ্রহণ করেছে ৷ পাশাপাশি তুরস্কে তালাকের প্রক্রিয়া তখনই শুরু হয়, যখন কোনও বিবাহ রেজিস্টার্ড হয় ৷ এক্ষেত্রে বিচ্ছেদের প্রক্রিয়া হয় দায়রা আদালতে ৷

ইন্দোনেশিয়া- একমাত্র আদালতের নির্দেশে ইন্দোনেশিয়ায় বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে ৷ স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কোনও চুক্তি সাংবিধানিক গণ্য হয় না ৷

ইরাক- সরকার পরিচালিত ব্যক্তিগত আদালতের থেকে শরিয়া আদালতে পরিণত করা প্রথম আরবীয় দেশ হল ইরাক ৷

আলজেরিয়া- স্বামী ও স্ত্রীর মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টার পর আলজেরিয়ায় বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয় ৷ তবে এক্ষেত্রে তিন মাসের যে সময় দেওয়া হয়, তার মধ্যে মিটমাট করতে হয় ৷

আফগানিস্তান- মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে তিন তালাক তিনবার উচ্চারণ করে বিচ্ছেদ নেওয়া যায় না ৷

instant Triple talaq banned in islamic countries
বিশ্বের অনেক ইসলামিক দেশে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ

এছাড়া সিরিয়া, জর্ডন, মালয়েশিয়া, ব্রুনেই, আরব আমিরশাহী, কাতার, সাইপ্রাস, ইরান, লিবিয়া, সুদান, লেবানন, সৌদি আরব, মরক্কো ও কুয়েতে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ ৷ তবে শুধু ইসলামিক দেশগুলি নয়, শ্রীলঙ্কার মতো দেশেও তিন তালাক নিষিদ্ধ ৷ ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রে 1951-র শ্রীলঙ্কান বিবাহ ও বিচ্ছেদ আইন অনুযায়ী তাৎক্ষণিক তিন তালাক গৃহীত হয় না ৷ যদি কোনও শওহর তাঁর বিবির কাছ থেকে বিচ্ছেদ চান, তাহলে তাঁকে কাজ়ির কাছে নোটিস পাঠাতে হবে ৷ তিনি কেন বিচ্ছেদ নিতে চাইছেন তা উল্লেখ করতে হবে ৷ পাশাপাশি বিবির আত্মীয়-পরিজন, অভিভাবক ও এলাকার প্রভাবশালী মুসলিম ব্যক্তির কাছেও বিষয়টি জানাতে হবে ৷ এই পুরো প্রক্রিয়ায় সমস্যা মিটিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় দু’জনকে ৷

ভারতের মতো বিশ্বের অনেক মুসলিম অধ্যুষিত দেশে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ ৷ একনজরে দেখা যাক এই তালিকায় কোন কোন দেশ রয়েছে...

মিশর- মিশরই প্রথম দেশ যারা তাদের বিবাহ বিচ্ছেদ পদ্ধতিতে পরিবর্তন আনে ৷ কোরানের ব্যাখ্যা অনুসারে এই পরিবর্তন এসেছিল 1929 সালে ৷ বলা হয়, তাৎক্ষণিক তিন তালাক মেনে নেওয়া হবে না ৷ কিন্তু তিন ধাপে তালাকের বিষয়টি এগোবে ৷

পাকিস্তান- 1961 সালে পাকিস্তানে মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স জারি করা হলে তিন তালাক বন্ধ হয়ে যায় ৷

তিউনিশিয়া- তিউনিশিয়ান কোড অফ পার্সোনাল স্ট্যাটাস (1956) অনুসারে রাষ্ট্র ও বিচার ব্যবস্থার মধ্যে বিবাহ-কে গণ্য করা হয় ৷ আর বিচার ব্যবস্থা কখনওই কোনও কারণ ছাড়া শওহরকে মৌখিকভাবে তালাক দেওয়ার অনুমতি দেয় না ৷

বাংলাদেশ- বিবাহ বিচ্ছেদের পদ্ধতি বাংলাদেশে অত্যন্ত সহজ ৷ মাত্র তিন ধাপে শওহর ও বিবি একে অপরের থেকে বিচ্ছেদ নিতে পারেন ৷ প্রথমে লিখিতভাবে নোটিস পাঠাতে হয় ৷ এরপর সালিশি বোর্ডের সামনে উপস্থিত হতে হয় ৷ সব শেষে 90 দিন পর কাজ়ির কাছ থেকে একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হয় ৷

তুরস্ক- 1917 সাল পর্যন্ত তুরস্কে তাৎক্ষণিক তিন তালাক প্রথা প্রচলিত ছিল ৷ 1926 সালে মুস্তাফা কেমাল আতাতুর্কের নেতৃত্বে বিবাহ ও বিচ্ছেদের ইসলামিক আইন বন্ধ করে সুইস সিভিল কোড চালু করা হয় ৷ এই কোড ইউরোপের দেশগুলি গ্রহণ করেছে ৷ পাশাপাশি তুরস্কে তালাকের প্রক্রিয়া তখনই শুরু হয়, যখন কোনও বিবাহ রেজিস্টার্ড হয় ৷ এক্ষেত্রে বিচ্ছেদের প্রক্রিয়া হয় দায়রা আদালতে ৷

ইন্দোনেশিয়া- একমাত্র আদালতের নির্দেশে ইন্দোনেশিয়ায় বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে ৷ স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কোনও চুক্তি সাংবিধানিক গণ্য হয় না ৷

ইরাক- সরকার পরিচালিত ব্যক্তিগত আদালতের থেকে শরিয়া আদালতে পরিণত করা প্রথম আরবীয় দেশ হল ইরাক ৷

আলজেরিয়া- স্বামী ও স্ত্রীর মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টার পর আলজেরিয়ায় বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয় ৷ তবে এক্ষেত্রে তিন মাসের যে সময় দেওয়া হয়, তার মধ্যে মিটমাট করতে হয় ৷

আফগানিস্তান- মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে তিন তালাক তিনবার উচ্চারণ করে বিচ্ছেদ নেওয়া যায় না ৷

instant Triple talaq banned in islamic countries
বিশ্বের অনেক ইসলামিক দেশে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ

এছাড়া সিরিয়া, জর্ডন, মালয়েশিয়া, ব্রুনেই, আরব আমিরশাহী, কাতার, সাইপ্রাস, ইরান, লিবিয়া, সুদান, লেবানন, সৌদি আরব, মরক্কো ও কুয়েতে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ ৷ তবে শুধু ইসলামিক দেশগুলি নয়, শ্রীলঙ্কার মতো দেশেও তিন তালাক নিষিদ্ধ ৷ ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রে 1951-র শ্রীলঙ্কান বিবাহ ও বিচ্ছেদ আইন অনুযায়ী তাৎক্ষণিক তিন তালাক গৃহীত হয় না ৷ যদি কোনও শওহর তাঁর বিবির কাছ থেকে বিচ্ছেদ চান, তাহলে তাঁকে কাজ়ির কাছে নোটিস পাঠাতে হবে ৷ তিনি কেন বিচ্ছেদ নিতে চাইছেন তা উল্লেখ করতে হবে ৷ পাশাপাশি বিবির আত্মীয়-পরিজন, অভিভাবক ও এলাকার প্রভাবশালী মুসলিম ব্যক্তির কাছেও বিষয়টি জানাতে হবে ৷ এই পুরো প্রক্রিয়ায় সমস্যা মিটিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় দু’জনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.