ETV Bharat / bharat

হায়দরাবাদ গণধর্ষণ ও খুন : পরিকল্পিত হত্যা, বললেন এনকাউন্টারে নিহতের স্ত্রী

author img

By

Published : Dec 6, 2019, 10:55 PM IST

Updated : Dec 6, 2019, 11:01 PM IST

হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন , আগে থেকে ঠিক করেই 4 অভিযুক্তকে ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় ৷ উদ্দেশ্য ছিল, সে দিন কী ভাবে দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছিল তা ভালো করে বুঝে নেওয়া ৷ তখন ঘড়িতে ভোর সাড়ে তিনটে ৷ পুলিশি প্রহরা ছিল যথেষ্ট ৷ গোটা এলাকা ছিল কুয়াশায় মোড়া ৷ সেই সুযোগেই পালানোর চেষ্টা করে অভিযুক্তরা ৷ তখনই এনকাউন্টার করা হয় ৷

hyderabad encounter
হায়দরাবাদ এনকাউন্টার

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে মনে করছেন হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চেন্নাকেশাভলুর স্ত্রী ৷ ওই মহিলা বলছেন, তাঁর স্বামীর সঙ্গে অবিচার হয়েছে ৷ মৃত চেন্নাকেশাভলুর দেহ ফেরত পাওয়ার দাবিও জানিয়েছেন তিনি ৷ এদিকে এনকাউন্টারের প্রেক্ষিতে আজ তেলাঙ্গানা হাইকোর্ট 9 ডিসেম্বর পর্যন্ত অভিযুক্তদের দেহ সংরক্ষিত করে রাখার নির্দেশ দিয়েছে ৷

আজ ভোরে সে দিনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে গিয়েছিল পুলিশ ৷ গোটা এলাকা তখন কুয়াশায় মোড়া ৷ চারিদিকে পুলিশের কড়া নিরাপত্তা ৷ পুলিশ জানায়, কুয়াশার সুযোগে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত ৷ তাদের থামতে বলা হয় ৷ শূন্যে গুলিও চালানো হয় ৷ কিন্তু, তারা থামেনি ৷ বরং পুলিশের উপর পালটা গুলি চালায় ৷ তখনই চূড়ান্ত পদক্ষেপ করে পুলিশ ৷ করা হয় এনকাউন্টার ৷ চারজনই ঘটনাস্থানে মারা যায় ৷

আরও পড়ুন : অভিযুক্তরা পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করছিল : সজ্জনর

হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন , আগে থেকে ঠিক করেই 4 অভিযুক্তকে ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় ৷ উদ্দেশ্য ছিল, সে দিন কী ভাবে দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছিল তা ভালো করে বুঝে নেওয়া ৷ তখন ঘড়িতে ভোর সাড়ে তিনটে ৷ পুলিশি প্রহরা ছিল যথেষ্ট ৷ গোটা এলাকা ছিল কুয়াশায় মোড়া ৷ সেই সুযোগেই পালানোর চেষ্টা করে অভিযুক্তরা ৷ তখনই এনকাউন্টার করা হয় ৷

আরও পড়ুন : এনকাউন্টারে মৃত্যু হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় 4 অভিযুক্তের

এদিকে আজকের এনকাউন্টারের ঘটনায় প্রশংসা কুড়িয়েছে হায়দরাবাদ পুলিশ ৷ কুর্নিশ জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিদের একাংশ ৷ নির্যাতিতার বাবা জানিয়েছেন দোষীরা মরে যাওয়ায় তাঁর মেয়ের আত্মা শান্তি পেয়েছে ৷ সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ভিত্তিতে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে মানবাধিকার কমিশন হায়দরাবাদ পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷ মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে, "অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালত এখনও কোনও রায় দেয়নি ৷ অভিযুক্তরা যদি দোষী প্রমাণিত হত, তবে সে বিষয়ে সংশ্লিষ্ট আদালতই সিদ্ধান্ত নিত ৷" তদন্তের জন্য বিশেষ একটি দলও দ্রুত ঘটনাস্থানে পাঠানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে মানবাধিকার কমিশনের তরফে ৷

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে মনে করছেন হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চেন্নাকেশাভলুর স্ত্রী ৷ ওই মহিলা বলছেন, তাঁর স্বামীর সঙ্গে অবিচার হয়েছে ৷ মৃত চেন্নাকেশাভলুর দেহ ফেরত পাওয়ার দাবিও জানিয়েছেন তিনি ৷ এদিকে এনকাউন্টারের প্রেক্ষিতে আজ তেলাঙ্গানা হাইকোর্ট 9 ডিসেম্বর পর্যন্ত অভিযুক্তদের দেহ সংরক্ষিত করে রাখার নির্দেশ দিয়েছে ৷

আজ ভোরে সে দিনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে গিয়েছিল পুলিশ ৷ গোটা এলাকা তখন কুয়াশায় মোড়া ৷ চারিদিকে পুলিশের কড়া নিরাপত্তা ৷ পুলিশ জানায়, কুয়াশার সুযোগে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত ৷ তাদের থামতে বলা হয় ৷ শূন্যে গুলিও চালানো হয় ৷ কিন্তু, তারা থামেনি ৷ বরং পুলিশের উপর পালটা গুলি চালায় ৷ তখনই চূড়ান্ত পদক্ষেপ করে পুলিশ ৷ করা হয় এনকাউন্টার ৷ চারজনই ঘটনাস্থানে মারা যায় ৷

আরও পড়ুন : অভিযুক্তরা পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করছিল : সজ্জনর

হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন , আগে থেকে ঠিক করেই 4 অভিযুক্তকে ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় ৷ উদ্দেশ্য ছিল, সে দিন কী ভাবে দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছিল তা ভালো করে বুঝে নেওয়া ৷ তখন ঘড়িতে ভোর সাড়ে তিনটে ৷ পুলিশি প্রহরা ছিল যথেষ্ট ৷ গোটা এলাকা ছিল কুয়াশায় মোড়া ৷ সেই সুযোগেই পালানোর চেষ্টা করে অভিযুক্তরা ৷ তখনই এনকাউন্টার করা হয় ৷

আরও পড়ুন : এনকাউন্টারে মৃত্যু হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় 4 অভিযুক্তের

এদিকে আজকের এনকাউন্টারের ঘটনায় প্রশংসা কুড়িয়েছে হায়দরাবাদ পুলিশ ৷ কুর্নিশ জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিদের একাংশ ৷ নির্যাতিতার বাবা জানিয়েছেন দোষীরা মরে যাওয়ায় তাঁর মেয়ের আত্মা শান্তি পেয়েছে ৷ সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ভিত্তিতে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে মানবাধিকার কমিশন হায়দরাবাদ পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷ মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে, "অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালত এখনও কোনও রায় দেয়নি ৷ অভিযুক্তরা যদি দোষী প্রমাণিত হত, তবে সে বিষয়ে সংশ্লিষ্ট আদালতই সিদ্ধান্ত নিত ৷" তদন্তের জন্য বিশেষ একটি দলও দ্রুত ঘটনাস্থানে পাঠানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে মানবাধিকার কমিশনের তরফে ৷

Intro:Body:

One of the accused persons in the Vet doctor rape.. Chennakeshavlu Wife and Mother spoke on encounter. His wife said injustice happend to her husband chennakeshavulu. They are seeking dead body of their belonging. They are asking govt that, is this the way justice being done to all accuced persons in the state. 


Conclusion:
Last Updated : Dec 6, 2019, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.