ETV Bharat / bharat

বালাকোটে এয়ারস্ট্রাইকের পর জঙ্গি অনুপ্রবেশ কমেছে 43 শতাংশ, দাবি সরকারের - pulwama

পুলওয়ামায় হামলার পর বালাকোটে এয়ারস্ট্রাইক করে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল ভারত । আর তাতেই কাজ হয়েছে বলে দাবি কেন্দ্রের । ওই এয়ারস্ট্রাইকের পর পাকিস্তান থেকে অনুপ্রবেশ কমেছে উল্লেখযোগ্যভাবে ।

বালাকোটে এয়ারস্ট্রাইকের পর জঙ্গি অনুপ্রবেশ কমেছে 43 শতাংশ, দাবি সরকারের
author img

By

Published : Jul 9, 2019, 10:03 PM IST

দিল্লি, 9 জুলাই : বালাকোটে এয়ারস্ট্রাইকের পর ভারতে জঙ্গি অনুপ্রবেশ কমেছে 43 শতাংশ । আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই দাবি করে বলেন, "বালাকোট এয়ার স্ট্রাইকের পর জম্মু-কাশ্মীরে সুরক্ষা ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে ও অনুপ্রবেশের হার কমেছে উল্লেখযোগ্য । একধাক্কায় 43 শতাংশ অনুপ্রবেশ কমেছে ।"

মন্ত্রী আরও উল্লেখ করেন, 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে জঈশ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল বায়ুসেনা । কেন্দ্র ও সেনাবাহিনীর 'জ়িরো টলারেন্স' নীতির কারণে নিরাপত্তাব্যবস্থার পরিবর্তন হয়েছে ।

সীমান্তে অনুপ্রবেশ রুখতে রাজ্যগুলির সঙ্গে কাজ করেছে কেন্দ্র । নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন, মজবুত বেড়াজাল ও আরও উন্নত তথ্য আদানপ্রদানের জন্যই সুরক্ষাব্যবস্থার উন্নতি করা সম্ভব হয়েছে, জানিয়েছেন রাই ।

এর আগে বায়ুসেনা প্রধানও বলেন, বালাকোট এয়ারস্ট্রাইকের পর থেকেই ভারতীয় নিয়ন্ত্রণরেখা পার করার সাহস দেখায়নি জঙ্গিরা । বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া দাবি করেন পাকিস্তান যতই নিজের আকাশপথ ভারতের জন্য বন্ধ করে রাখুক, তাতে বিশেষ কিছু প্রভাব পড়ে না ।

দিল্লি, 9 জুলাই : বালাকোটে এয়ারস্ট্রাইকের পর ভারতে জঙ্গি অনুপ্রবেশ কমেছে 43 শতাংশ । আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই দাবি করে বলেন, "বালাকোট এয়ার স্ট্রাইকের পর জম্মু-কাশ্মীরে সুরক্ষা ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে ও অনুপ্রবেশের হার কমেছে উল্লেখযোগ্য । একধাক্কায় 43 শতাংশ অনুপ্রবেশ কমেছে ।"

মন্ত্রী আরও উল্লেখ করেন, 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে জঈশ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল বায়ুসেনা । কেন্দ্র ও সেনাবাহিনীর 'জ়িরো টলারেন্স' নীতির কারণে নিরাপত্তাব্যবস্থার পরিবর্তন হয়েছে ।

সীমান্তে অনুপ্রবেশ রুখতে রাজ্যগুলির সঙ্গে কাজ করেছে কেন্দ্র । নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন, মজবুত বেড়াজাল ও আরও উন্নত তথ্য আদানপ্রদানের জন্যই সুরক্ষাব্যবস্থার উন্নতি করা সম্ভব হয়েছে, জানিয়েছেন রাই ।

এর আগে বায়ুসেনা প্রধানও বলেন, বালাকোট এয়ারস্ট্রাইকের পর থেকেই ভারতীয় নিয়ন্ত্রণরেখা পার করার সাহস দেখায়নি জঙ্গিরা । বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া দাবি করেন পাকিস্তান যতই নিজের আকাশপথ ভারতের জন্য বন্ধ করে রাখুক, তাতে বিশেষ কিছু প্রভাব পড়ে না ।

New Delhi, July 09 (ANI): Foreign Minister of UAE, Abdullah bin Zayed Al Nahyan, met Prime Minister Narendra Modi in Delhi today. Both leaders shared perspectives on regional situations such as oil supply and other issues involving the United States. The UAE Foreign Minister arrived in New Delhi last night on a three-day visit.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.