দিল্লি, 2 জুলাই: কোরোনা ভাইরাসের বিরুদ্ধেমুখোমুখি দাঁড়িয়ে লড়াই চালাচ্ছেন চিকিৎসক-নার্সেরা। তাদের এই লড়াইকে সম্মানজানাতে উড়ান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে বিশেষ ছাড়ের ঘোষণা করা হল। আজ সংস্থার তরফেজানানো হয়, 2020 সালেরডিসেম্বর মাস অবধি চিকিৎসক ও নার্সদের বিমান ভাড়ায় 25 শতাংশ ছাড় দেওয়া হবে।
সংস্থারপ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, " ইন্ডিগোর ওয়েবসাইট থেকে টিকিট কাটলে এই বিশেষ ছাড় পাওয়া যাবে। 1 জুলাই থেকে ডিসেম্বরের 31 তারিখ অবধি এই ছাড় দেওয়া হবে। এইবিশেষ অফার গ্রহণ করার জন্য চিকিৎসক ও নার্সদের বিমানে চেক ইন করার সময় পরিচয়পত্র হিসেবে নিজেদের হাসপাতালের পরিচয়পত্র বা আইডি কার্ড দেখাতে হবে। "
বর্তমানপ্রতিকূল পরিস্থিতিতে বিমান চলাচল ব্যবস্থাকে ইন্ডিগো "টাফ কুকি"ক্যাম্পেন নামে নামাঙ্কিত করেছে। এই উদ্যোগকে সফল বানাতে বিমান সংস্থাটির তরফ থেকেবেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। যাত্রীদের মনোবল বাড়াতে ও উৎসাহ দিতে চেক- ইনপয়েন্টে একটি কুকির কৌটো দেওয়া থেকে শুরু করে বোর্ডিং গেটে ও বিমানের ভিতরেস্বাগত জানাতে শুভেচ্ছা বার্তা দেওয়া এবং PPE-তে টাফ কুকির স্টিকার লাগানো হবে।
দীর্ঘদুই মাস বন্ধ থাকার পর গত 25 মেথেকে ভারতে ফের অন্তঃরাষ্ট্রীয় উড়ান ব্যবস্থা চালু হয়। অসামরিক উড়ানমন্ত্রীহরদীপ সিং পুরি আজ টুইটারে লেখেন, গতকাল অর্থাৎ 1 জুলাই 785 বিমানে মোট 71,471 জন যাত্রী যাতায়াত করেছেন।
ভারতে ব্যবহৃত A320 বিমানে প্রায় 180 টি সিট থাকে, অন্যদিকে উড়ানমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ীপ্রতি বিমানে গড়ে 91 জন যাত্রী যাতায়াত করেছেন, অর্থাৎ 50 শতাংশ যাত্রী নিয়ে গতকাল অন্তঃরাষ্ট্রীয় বিমানচলাচল করেছে। কোরোনা সংক্রমণ প্রতিরোধে এখনও আন্তর্জাতিক উড়ান ব্যবস্থা স্থগিতরাখা হয়েছে ।