ETV Bharat / bharat

লকডাউনে পরিষেবা বন্ধ, মজাদার টুইট বিনিময় বিমান সংস্থাগুলির - Lockdown

লকডাউনে 21 দিন বন্ধ সমস্ত পরিষেবা ৷ বিমান বন্দরেই দাঁড়িয়ে একাধিক সংস্থার বিমান ৷ এরই মধ্য়ে মানুষের মন কাড়ল বিমান সংস্থাগুলির করা কয়েকটি টুইট ৷ একে অপরকে ট্যাগ করে মজাদার টুইট করল বিমান সংস্থাগুলো ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 10, 2020, 5:00 PM IST

দিল্লি, 10 এপ্রিল : সোশাল মিডিয়ায় মজার টুইট বিনিময় করল একাধিক বিমান সংস্থা ৷ শুরুটা হয় আজ সকালে ৷ ইন্ডিগো বিমান সংস্থা অন্য আর একটি বিমান সংস্থা ভিস্তারাকে ট্যাগ করে একটি টুইট করে ৷ টুইটে ভিস্তারার ট্যাগলাইনই তাদের বিরুদ্ধে ব্যবহার করে ৷ টুইটে মজা করে ইন্ডিগোর তরফে লেখা হয়, "এয়ার ভিস্তারা, শুনলাম তোমরা নাকি আজকাল উঁচুতে উড়ছ না ?(নট ফ্লায়িং হাইয়ার দিজ় ডেজ় উই হার্ড)" সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখে, "স্টেয়িং পার্কড স্টেয়িং সেফ ৷"

"ফ্লাই হাইয়ার" হল ভিস্তারা সংস্থার ট্যাগলাইন "ফ্লাই দা নিউ ফিলিং"-এর অংশ ৷ দেশজুড়ে 21দিনের লকডাউনের জেরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ ৷ এই লকডাউনের মধ্যে ইন্ডিগো সংস্থার এই টুইট সোশাল মিডিয়ায় নজর কেড়েছে ৷

লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে ঘরে থাকতেই বলা হচ্ছে ৷ ভিস্তারাও মজা করেই ইন্ডিগোর টুইটের উত্তর দেয় ৷ তারা বলে, আজকাল মাটিতে থাকার একটা আলাদাই অনুভূতি রয়েছে ৷

ভিস্তারার তরফে টুইটে আবার গো-এয়ার সংস্থাকে ট্যাগ করে লেখা হয়, "এখন ওড়াটা বুদ্ধিমানের কাজ হবে না ৷ কী বল গো-এয়ার?" যেহেতু গো-এয়ারের ট্যাগ লাইন "ফ্লাই স্মার্ট", তাই গো-এয়ারকে ট্যাগ করে ভিস্তারা এই টুইট করে ৷ এর উত্তরে গো-এয়ারের তরফে টুইট করে বলা হয়, বাড়িতে থাকাই এখন সুরক্ষিত ৷ সঙ্গে ভিস্তারার টুইটের উত্তরে এয়ার এশিয়া বিমান সংস্থাকেও ট্যাগ করে গো-এয়ার ৷ তারা লেখে, সবাই যাতে সুরক্ষিত থাকে ততদিন অপেক্ষা করতে হবে ৷ "কারণ, এই সময়টা সবার ওড়ার জন্য নয় ৷ ঠিক না এয়ার এশিয়া ইন্ডিয়া ?"

এই মজার টুইট বিনিময়কে জারি রাখে এয়ার এশিয়াও ৷ তারা স্পাইসজেটের ট্যাগলাইনকে টুইটে ব্যবহার করে ৷ স্পাইসজেটকে ট্যাগ করে ও সবাইকে কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে বাড়িতে থাকার পরামর্শ নিয়ে টুইট করে এয়ার এশিয়া ৷ লেখে, "যদিও এখন বাড়িতে থাকাটা সবচেয়ে মশলাদার বিষয় ৷ (স্টেয়িং অ্যাট হোম ইজ় দা রেড হট স্পাইসি থিং টু ডু)" স্পাইসজেট মজা করে এর উত্তর দেয় ৷ তারা লেখে, "জেনে ভালো লাগল আমাদের রঙের মতো আমাদের চিন্তাধারাতেও মিল রয়েছে ৷"

স্পাইসজেট এছাড়াও টুইট করে, "অনেকদিন হয়ে গেল পাখি তার খাঁচা থেকে বের হয়নি ৷ কিন্তু একটা সুরক্ষিত ভবিষ্যতের জন্য আমরা খুশি ৷ ঠিক দিল্লি বিমানবন্দর ?" বিভিন্ন বিমান সংস্থার একে অপরের সঙ্গে এই মজাদার টুইট বিনিময় অনেকেরই মন কেড়েছে ৷

একজন টুইট ব্যবহারকারী কমেন্ট করেন, "হাহাহা... দিন শুরু করার এটা একটা ভালো উপায় .. এভাবেই চালিয়ে যাও ৷" অন্য আর একজন কমেন্টে লেখেন, "দিন শুরু করার দারুণ রাস্তা ৷ সুরক্ষিত থাকুন, মাটিতে থাকুন ৷ আমরা আপনাদের সবাইকে মিস করছি ৷"

দিল্লি, 10 এপ্রিল : সোশাল মিডিয়ায় মজার টুইট বিনিময় করল একাধিক বিমান সংস্থা ৷ শুরুটা হয় আজ সকালে ৷ ইন্ডিগো বিমান সংস্থা অন্য আর একটি বিমান সংস্থা ভিস্তারাকে ট্যাগ করে একটি টুইট করে ৷ টুইটে ভিস্তারার ট্যাগলাইনই তাদের বিরুদ্ধে ব্যবহার করে ৷ টুইটে মজা করে ইন্ডিগোর তরফে লেখা হয়, "এয়ার ভিস্তারা, শুনলাম তোমরা নাকি আজকাল উঁচুতে উড়ছ না ?(নট ফ্লায়িং হাইয়ার দিজ় ডেজ় উই হার্ড)" সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখে, "স্টেয়িং পার্কড স্টেয়িং সেফ ৷"

"ফ্লাই হাইয়ার" হল ভিস্তারা সংস্থার ট্যাগলাইন "ফ্লাই দা নিউ ফিলিং"-এর অংশ ৷ দেশজুড়ে 21দিনের লকডাউনের জেরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ ৷ এই লকডাউনের মধ্যে ইন্ডিগো সংস্থার এই টুইট সোশাল মিডিয়ায় নজর কেড়েছে ৷

লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে ঘরে থাকতেই বলা হচ্ছে ৷ ভিস্তারাও মজা করেই ইন্ডিগোর টুইটের উত্তর দেয় ৷ তারা বলে, আজকাল মাটিতে থাকার একটা আলাদাই অনুভূতি রয়েছে ৷

ভিস্তারার তরফে টুইটে আবার গো-এয়ার সংস্থাকে ট্যাগ করে লেখা হয়, "এখন ওড়াটা বুদ্ধিমানের কাজ হবে না ৷ কী বল গো-এয়ার?" যেহেতু গো-এয়ারের ট্যাগ লাইন "ফ্লাই স্মার্ট", তাই গো-এয়ারকে ট্যাগ করে ভিস্তারা এই টুইট করে ৷ এর উত্তরে গো-এয়ারের তরফে টুইট করে বলা হয়, বাড়িতে থাকাই এখন সুরক্ষিত ৷ সঙ্গে ভিস্তারার টুইটের উত্তরে এয়ার এশিয়া বিমান সংস্থাকেও ট্যাগ করে গো-এয়ার ৷ তারা লেখে, সবাই যাতে সুরক্ষিত থাকে ততদিন অপেক্ষা করতে হবে ৷ "কারণ, এই সময়টা সবার ওড়ার জন্য নয় ৷ ঠিক না এয়ার এশিয়া ইন্ডিয়া ?"

এই মজার টুইট বিনিময়কে জারি রাখে এয়ার এশিয়াও ৷ তারা স্পাইসজেটের ট্যাগলাইনকে টুইটে ব্যবহার করে ৷ স্পাইসজেটকে ট্যাগ করে ও সবাইকে কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে বাড়িতে থাকার পরামর্শ নিয়ে টুইট করে এয়ার এশিয়া ৷ লেখে, "যদিও এখন বাড়িতে থাকাটা সবচেয়ে মশলাদার বিষয় ৷ (স্টেয়িং অ্যাট হোম ইজ় দা রেড হট স্পাইসি থিং টু ডু)" স্পাইসজেট মজা করে এর উত্তর দেয় ৷ তারা লেখে, "জেনে ভালো লাগল আমাদের রঙের মতো আমাদের চিন্তাধারাতেও মিল রয়েছে ৷"

স্পাইসজেট এছাড়াও টুইট করে, "অনেকদিন হয়ে গেল পাখি তার খাঁচা থেকে বের হয়নি ৷ কিন্তু একটা সুরক্ষিত ভবিষ্যতের জন্য আমরা খুশি ৷ ঠিক দিল্লি বিমানবন্দর ?" বিভিন্ন বিমান সংস্থার একে অপরের সঙ্গে এই মজাদার টুইট বিনিময় অনেকেরই মন কেড়েছে ৷

একজন টুইট ব্যবহারকারী কমেন্ট করেন, "হাহাহা... দিন শুরু করার এটা একটা ভালো উপায় .. এভাবেই চালিয়ে যাও ৷" অন্য আর একজন কমেন্টে লেখেন, "দিন শুরু করার দারুণ রাস্তা ৷ সুরক্ষিত থাকুন, মাটিতে থাকুন ৷ আমরা আপনাদের সবাইকে মিস করছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.