ETV Bharat / bharat

আত্মহত্যা, খুন ; PUBG যখন প্রাণঘাতী - মোবাইল গেম

কয়েক বছরের মধ্যেই PUBG ভারতের অন্যতম ডাউনলোড করা মোবাইল গেমস হয়ে যায়। অ্যাপ অ্যানির তথ্য থেকে জানা যায় যে ভারতে 50 মিলিয়নেরও বেশি PUBG ব্যবহারকারী ছিল যার মধ্যে 35 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে ।

PUBG
PUBG
author img

By

Published : Sep 20, 2020, 8:25 PM IST

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর : ভারতে ব্যবহারকারীদের সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষার জন্য পরে ভারত সরকার PUBG মোবাইল, PUBG মোবাইল লাইট এবং অন্যান্য 116টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে । এর আগেও একই কারণে জুন ও জুলাই মাসে যথাক্রমে 59 এবং 47 টি চিনা অ্যাপসের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় ।

টেনসেন্টের মালিকানাধীন PUBG, একটি চিনা সংস্থা 2017 সালে ভারতীয় বাজারে প্রবেশ করে ৷ কয়েক বছরের মধ্যেই PUBG ভারতের অন্যতম ডাউনলোড করা মোবাইল গেমস হয়ে যায়। অ্যাপ অ্যানির তথ্য থেকে জানা যায় যে ভারতে 50 মিলিয়নেরও বেশি PUBG ব্যবহারকারী ছিল যার মধ্যে 35 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে । ডাউনলোডের সংখ্যায় জনপ্রিয়তা মাপা হলেও, গেমিং অ্যাপ্লিকেশনটির প্রতি আবেগের ফলে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা পরে সংবাদের শিরোনামে আসে । এই গেমটির কারণে মানুষ আত্নহত্যা করেছে, অন্যকে হত্যা করেছে এবং প্রাণঘাতী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ।

2019 সালে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এই গেমকে আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস (ICD -11) এ এক ব্যাধি হিসাবে শ্রেণিবদ্ধ করেছে ।

প্রধান প্রধান ঘটনাসমূহ

পঞ্জাবের এক কিশোর গেমের লেনদেনের জন্য PUBG-তে 16 লাখ টাকা ব্যয় করে

গেমের কসমেটিক আইটেম, আর্টিলারি, টুর্নামেন্টের জন্য পাস এবং ভার্চুয়াল গোলাবারুদ কিনতে 17 বছর বয়সি ওই কিশোর তার বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যয় করেছিল। ছেলেটির বাবার চিকিৎসার জন্য ওই অর্থটি আলাদা করে রাখা ছিল ৷

PUBG র কারণে মধ্যপ্রদেশের এক যুবক জলের পরিবর্তে অ্যাসিড পান করে

মার্চ 2019 , একটি PUBG ম্যাচ চলাকালীন এক যুবক জলের পরিবর্তে অ্যাসিড দিয়ে তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করেন । ছিন্দওয়ারার 25 বছরের ওই যুবক একটি PUBG ম্যাচ চলাকালীন এক বোতল অ্যাসিড তুলে সেখান থেকে কয়েক চুমুক দেয় । তিনি প্রাণে বাঁচলেও অ্যাসিডের ফলে তাঁর পেটে মারাত্মক আলসার হয়। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি হাসপাতালে ভরতি হওয়ার পরেও এই খেলায় মগ্ন ছিলেন ।

পশ্চিমবঙ্গ: PUBG নিষেধাজ্ঞ: 21 বছরের এক যুবক গেম খেলতে না পেরে আত্মহত্যা করেন

PUBG গেম খেলতে না পারার কারণে 21 বছর বয়সি এক ছাত্র আত্মহত্যা করেন ৷ যুবকটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ৷ 2020 সালের 4 সেপ্টেম্বর আত্মহত্যা করেন । ভারতে PUBG মোবাইল নিষিদ্ধ হওয়ার কারণে তিনি হতাশ হয়েছিলেন বলে জানা গেছে ।

PUBG আবেশের ফলে জম্মুর এক ব্যক্তিকে হাসপাতালে ভরতি করতে হয়

জানুয়ারি 2019 , জম্মুর একজন ফিটনেস প্রশিক্ষক PUBG-তে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে গেমটি খেলতে গিয়ে নিজেকে আঘাত করতে শুরু করেন । তিনি নিজেকে এতটা আহত করেছিলেন যে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।

কর্নাটক: PUBG-তে আসক্ত ছেলে ৷ বকাবকি করার জন্য বাবার শিরশ্ছেদ করে সে

কর্নাটকের বেলাগাভি জেলার কাকাতী গ্রামে পঁচিশ বছরের এক পলিটেকনিক শিক্ষার্থী তার পিতাকে হত্যা করে ৷ PUBG খেলা নিয়ে পিতা পুত্রের মধ্যে অশান্তি হয় ৷ 61 বছর বয়সি অবসর প্রাপ্ত পুলিশকর্মীর মাথা ও পা কেটে আলাদা করে দেয় তাঁর ছেলে ৷

মহারাষ্ট্র: PUBG খেলায় বাধা দেওয়ায় দাদাকে হত্যা করে ভাই

দাদা PUBG খেলায় বাধা দেওয়ায় কারণে থানের এক 15 বছরের ছেলে তার দাদাকে কাঁচি দিয়ে আঘাত করে ৷ দাদার মৃত্যু হয় ৷ খেলায় বাধা দেওয়ার জন্য ছেলেটি এতটাই বিচলিত হয়ে পড়ে যে দাদাকে বারবার ধরে কাঁচি দিয়ে আঘাত করে ৷

পুনে: PUBG খেলতে গিয়ে মস্তিষ্কের স্ট্রোকের শিকার হয়ে মারা যান এক যুবক

মহারাষ্ট্রের পুনেতে PUBG খেলতে গিয়ে ২৫ বছর বয়সি এক যুবকের মস্তিষ্কে স্ট্রোক হয় ৷ চিকিৎসার সময় তিনি মারা যান । ময়না তদন্তের রিপোর্টে স্ট্রোকর কারণ হিসেবে অনলাইন গেম PUBG খেলতে গিয়ে অতিরিক্ত উত্তেজনার কথা বলা হয় ।

মহারাষ্ট্রে PUBG খেলতে গিয়ে দুই যুবক ট্রেনে কাটা পড়ে

মহারাষ্ট্রের হিংগোলি জেলা থেকে 24 এবং 22 বছর বয়সের দুই যুবক PUBG খেলতে গিয়ে ট্রেনের সামনে পড়ে যায় । গেমটি খেলায় তারা এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে ট্রেনটিকে খেয়াল করেনি ৷

তেলাঙ্গানার একটি ছেলে টানা 45 দিন PUBG খেলে মারা যান

এক মাস ধরে জনপ্রিয় মোবাইল গেমটি খেলার পরে ছেলেটির ঘাড়ে মারাত্মক ব্যথা হয় । তাকে হাসপাতালে ভরতি করা হলেও 2018 সালের মার্চ মাসে তার মৃত্যু হয় ৷ রিপোর্টে বলা হয়, দীর্ঘ সময় ধরে PUBG খেলে তাঁর গলার স্নায়ুগুলি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

PUBGতে হেরে হতাশায় মহারাষ্ট্র পুলিশের ১৩ বছরের কিশোরের আত্মহত্যা

২০২০ সালের জুলাই মাসে নাগপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে ৷ তার বাবা নাগপুর পুলিশের কনস্টেবল। জানা যায় PUBGতে হেরে হতাশা থেকে সে এই কাজ করেছে ৷

PUBG এবং লকডাউন

লকডাউন চলাকালীন ভারতে সর্বাধিক খেলা গেম ছিল PUBG। লকডাউন চলাকালীন প্রায় 22 লাখ মানুষ PUBG খেলেন। কোভিড-19 মহামারির সময়ে PUBG গত মার্চ মাসে রেকর্ড সর্বোচ্চ 270 মিলিয়ন ডলার অর্জন করে ৷ সেন্সর টাওয়ার এই তথ্য প্রকাশ করেছে।

PUBG এবং FAUG

সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার পর, ফের ভারতে ফিরতে চাইছে PUBG ৷ কারণ ভারত থেকে বিপুল অর্থ উপার্জন করে এই সংস্থাটি ৷ তারা সম্প্রতি ঘোষণা করে যে PUBG আর চিন ভিত্তিক টেনসেন্ট গেমস দ্বারা ভারতে নিয়ন্ত্রণ করা হবে না ৷ বিশ্বব্যাপী, PUBG এর ব্যবহারকারীদের 25% ভারতে ।

এছাড়াও, অভিনেতা অক্ষয় কুমার "আত্মমানির্ভর ভারত" সমর্থন করার জন্য PUBG-র পরিবর্ত গেম হিসেবে FAUG র নাম ঘোষণা করেছেন ৷ এর মোট আয়ের 20 শতাংশ 'ভারত কে বীর' ট্রাস্ট্রে দান করা হবে।

ভারত থেকে PUBG-র আয়

একীভূত পদ্ধতিতে, সমস্ত নিষিদ্ধ অ্যাপ্লিকেশনগুলি ভারত থেকে প্রতি বছর 200 মিলিয়ন ডলারের বেশি আয় করেছে বলে অনুমান করা হয়। PUBG এই বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে ৷ ভারতে এই গেমটি 175 মিলিয়ন ইনস্টল করে শীর্ষে রয়েছে। একটি গেমিং প্ল্যাটফর্মের একজন প্রতিষ্ঠাতা বলেন, PUBG মোবাইল একমাত্র অ্যাপ্লিকেশন ক্রয়ের মাধ্যমে ভারতীয় ব্যবহারকারীদের কাছ থেকে 2019 সালে প্রায় 100 মিলিয়ন ডলার আয় করেছে।

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর : ভারতে ব্যবহারকারীদের সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষার জন্য পরে ভারত সরকার PUBG মোবাইল, PUBG মোবাইল লাইট এবং অন্যান্য 116টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে । এর আগেও একই কারণে জুন ও জুলাই মাসে যথাক্রমে 59 এবং 47 টি চিনা অ্যাপসের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় ।

টেনসেন্টের মালিকানাধীন PUBG, একটি চিনা সংস্থা 2017 সালে ভারতীয় বাজারে প্রবেশ করে ৷ কয়েক বছরের মধ্যেই PUBG ভারতের অন্যতম ডাউনলোড করা মোবাইল গেমস হয়ে যায়। অ্যাপ অ্যানির তথ্য থেকে জানা যায় যে ভারতে 50 মিলিয়নেরও বেশি PUBG ব্যবহারকারী ছিল যার মধ্যে 35 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে । ডাউনলোডের সংখ্যায় জনপ্রিয়তা মাপা হলেও, গেমিং অ্যাপ্লিকেশনটির প্রতি আবেগের ফলে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা পরে সংবাদের শিরোনামে আসে । এই গেমটির কারণে মানুষ আত্নহত্যা করেছে, অন্যকে হত্যা করেছে এবং প্রাণঘাতী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ।

2019 সালে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এই গেমকে আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস (ICD -11) এ এক ব্যাধি হিসাবে শ্রেণিবদ্ধ করেছে ।

প্রধান প্রধান ঘটনাসমূহ

পঞ্জাবের এক কিশোর গেমের লেনদেনের জন্য PUBG-তে 16 লাখ টাকা ব্যয় করে

গেমের কসমেটিক আইটেম, আর্টিলারি, টুর্নামেন্টের জন্য পাস এবং ভার্চুয়াল গোলাবারুদ কিনতে 17 বছর বয়সি ওই কিশোর তার বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যয় করেছিল। ছেলেটির বাবার চিকিৎসার জন্য ওই অর্থটি আলাদা করে রাখা ছিল ৷

PUBG র কারণে মধ্যপ্রদেশের এক যুবক জলের পরিবর্তে অ্যাসিড পান করে

মার্চ 2019 , একটি PUBG ম্যাচ চলাকালীন এক যুবক জলের পরিবর্তে অ্যাসিড দিয়ে তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করেন । ছিন্দওয়ারার 25 বছরের ওই যুবক একটি PUBG ম্যাচ চলাকালীন এক বোতল অ্যাসিড তুলে সেখান থেকে কয়েক চুমুক দেয় । তিনি প্রাণে বাঁচলেও অ্যাসিডের ফলে তাঁর পেটে মারাত্মক আলসার হয়। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি হাসপাতালে ভরতি হওয়ার পরেও এই খেলায় মগ্ন ছিলেন ।

পশ্চিমবঙ্গ: PUBG নিষেধাজ্ঞ: 21 বছরের এক যুবক গেম খেলতে না পেরে আত্মহত্যা করেন

PUBG গেম খেলতে না পারার কারণে 21 বছর বয়সি এক ছাত্র আত্মহত্যা করেন ৷ যুবকটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ৷ 2020 সালের 4 সেপ্টেম্বর আত্মহত্যা করেন । ভারতে PUBG মোবাইল নিষিদ্ধ হওয়ার কারণে তিনি হতাশ হয়েছিলেন বলে জানা গেছে ।

PUBG আবেশের ফলে জম্মুর এক ব্যক্তিকে হাসপাতালে ভরতি করতে হয়

জানুয়ারি 2019 , জম্মুর একজন ফিটনেস প্রশিক্ষক PUBG-তে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে গেমটি খেলতে গিয়ে নিজেকে আঘাত করতে শুরু করেন । তিনি নিজেকে এতটা আহত করেছিলেন যে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।

কর্নাটক: PUBG-তে আসক্ত ছেলে ৷ বকাবকি করার জন্য বাবার শিরশ্ছেদ করে সে

কর্নাটকের বেলাগাভি জেলার কাকাতী গ্রামে পঁচিশ বছরের এক পলিটেকনিক শিক্ষার্থী তার পিতাকে হত্যা করে ৷ PUBG খেলা নিয়ে পিতা পুত্রের মধ্যে অশান্তি হয় ৷ 61 বছর বয়সি অবসর প্রাপ্ত পুলিশকর্মীর মাথা ও পা কেটে আলাদা করে দেয় তাঁর ছেলে ৷

মহারাষ্ট্র: PUBG খেলায় বাধা দেওয়ায় দাদাকে হত্যা করে ভাই

দাদা PUBG খেলায় বাধা দেওয়ায় কারণে থানের এক 15 বছরের ছেলে তার দাদাকে কাঁচি দিয়ে আঘাত করে ৷ দাদার মৃত্যু হয় ৷ খেলায় বাধা দেওয়ার জন্য ছেলেটি এতটাই বিচলিত হয়ে পড়ে যে দাদাকে বারবার ধরে কাঁচি দিয়ে আঘাত করে ৷

পুনে: PUBG খেলতে গিয়ে মস্তিষ্কের স্ট্রোকের শিকার হয়ে মারা যান এক যুবক

মহারাষ্ট্রের পুনেতে PUBG খেলতে গিয়ে ২৫ বছর বয়সি এক যুবকের মস্তিষ্কে স্ট্রোক হয় ৷ চিকিৎসার সময় তিনি মারা যান । ময়না তদন্তের রিপোর্টে স্ট্রোকর কারণ হিসেবে অনলাইন গেম PUBG খেলতে গিয়ে অতিরিক্ত উত্তেজনার কথা বলা হয় ।

মহারাষ্ট্রে PUBG খেলতে গিয়ে দুই যুবক ট্রেনে কাটা পড়ে

মহারাষ্ট্রের হিংগোলি জেলা থেকে 24 এবং 22 বছর বয়সের দুই যুবক PUBG খেলতে গিয়ে ট্রেনের সামনে পড়ে যায় । গেমটি খেলায় তারা এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে ট্রেনটিকে খেয়াল করেনি ৷

তেলাঙ্গানার একটি ছেলে টানা 45 দিন PUBG খেলে মারা যান

এক মাস ধরে জনপ্রিয় মোবাইল গেমটি খেলার পরে ছেলেটির ঘাড়ে মারাত্মক ব্যথা হয় । তাকে হাসপাতালে ভরতি করা হলেও 2018 সালের মার্চ মাসে তার মৃত্যু হয় ৷ রিপোর্টে বলা হয়, দীর্ঘ সময় ধরে PUBG খেলে তাঁর গলার স্নায়ুগুলি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

PUBGতে হেরে হতাশায় মহারাষ্ট্র পুলিশের ১৩ বছরের কিশোরের আত্মহত্যা

২০২০ সালের জুলাই মাসে নাগপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে ৷ তার বাবা নাগপুর পুলিশের কনস্টেবল। জানা যায় PUBGতে হেরে হতাশা থেকে সে এই কাজ করেছে ৷

PUBG এবং লকডাউন

লকডাউন চলাকালীন ভারতে সর্বাধিক খেলা গেম ছিল PUBG। লকডাউন চলাকালীন প্রায় 22 লাখ মানুষ PUBG খেলেন। কোভিড-19 মহামারির সময়ে PUBG গত মার্চ মাসে রেকর্ড সর্বোচ্চ 270 মিলিয়ন ডলার অর্জন করে ৷ সেন্সর টাওয়ার এই তথ্য প্রকাশ করেছে।

PUBG এবং FAUG

সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার পর, ফের ভারতে ফিরতে চাইছে PUBG ৷ কারণ ভারত থেকে বিপুল অর্থ উপার্জন করে এই সংস্থাটি ৷ তারা সম্প্রতি ঘোষণা করে যে PUBG আর চিন ভিত্তিক টেনসেন্ট গেমস দ্বারা ভারতে নিয়ন্ত্রণ করা হবে না ৷ বিশ্বব্যাপী, PUBG এর ব্যবহারকারীদের 25% ভারতে ।

এছাড়াও, অভিনেতা অক্ষয় কুমার "আত্মমানির্ভর ভারত" সমর্থন করার জন্য PUBG-র পরিবর্ত গেম হিসেবে FAUG র নাম ঘোষণা করেছেন ৷ এর মোট আয়ের 20 শতাংশ 'ভারত কে বীর' ট্রাস্ট্রে দান করা হবে।

ভারত থেকে PUBG-র আয়

একীভূত পদ্ধতিতে, সমস্ত নিষিদ্ধ অ্যাপ্লিকেশনগুলি ভারত থেকে প্রতি বছর 200 মিলিয়ন ডলারের বেশি আয় করেছে বলে অনুমান করা হয়। PUBG এই বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে ৷ ভারতে এই গেমটি 175 মিলিয়ন ইনস্টল করে শীর্ষে রয়েছে। একটি গেমিং প্ল্যাটফর্মের একজন প্রতিষ্ঠাতা বলেন, PUBG মোবাইল একমাত্র অ্যাপ্লিকেশন ক্রয়ের মাধ্যমে ভারতীয় ব্যবহারকারীদের কাছ থেকে 2019 সালে প্রায় 100 মিলিয়ন ডলার আয় করেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.