ব্যাঙ্কক ও দিল্লি, 2 নভেম্বর : 370 ধারাকে সামনে রেখে ব্যাঙ্ককে বসবাসকারী ভারতীয়দের মন জয় করার চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তুলে ধরলেন বিশ্বের আর্থিক মানচিত্রে ভারতের উজ্জ্বল অবস্থানের কথা । আর সব শেষে দেশে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানালেন বণিকদের । কেন ভারতে বিনিয়োগ করবেন তাঁরা, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী ।
আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে বৈঠকে যোগ দিতে আজই তিন দিনের সফরে তাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে আসিয়ান-ভারত, পূর্ব এশিয়া সম্মেলন এবং মুক্ত আঞ্চলিক বাণিজ্য সম্মেলনে (RCEP) অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর । মুক্ত আঞ্চলিক বাণিজ্য সম্মেলনে একটি চুক্তি হওয়ারও কথা । আর তার আগেই আজ তাইল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী । সেই অনুষ্ঠানে নিজেকে কার্যত স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে তুলে ধরেন তিনি ।
পাঁচ বছরের প্রথম মেয়াদের প্রধানমন্ত্রিত্বের সময়কালে দেশের ক্রমবর্ধমান অগ্রগতির তালিকা তুলে ধরেন তিনি । তুলে ধরার চেষ্টা করেন, কী ভাবে দেশ আর্থিক অগ্রগতির পথে এগিয়ে চলেছে । নিজেকে 'স্বদেশি মোদি' তুলে ধরে তিনি দাবি করেন, ''এখানকার ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দিতে গিয়ে মনে হচ্ছে না বিদেশে আছি । পরিবেশ দেখে মনে হচ্ছে দেশেই রয়েছি ।''
-
#WATCH Thailand: Prime Minister Narendra Modi recites a poem by Tamil poet Thiruvalluvar while he speaks about the Thai translation of Tamil classic 'Tirukkural' which he released at the #SawasdeePMModi event, in Bangkok. pic.twitter.com/KH4I7IZENd
— ANI (@ANI) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Thailand: Prime Minister Narendra Modi recites a poem by Tamil poet Thiruvalluvar while he speaks about the Thai translation of Tamil classic 'Tirukkural' which he released at the #SawasdeePMModi event, in Bangkok. pic.twitter.com/KH4I7IZENd
— ANI (@ANI) November 2, 2019#WATCH Thailand: Prime Minister Narendra Modi recites a poem by Tamil poet Thiruvalluvar while he speaks about the Thai translation of Tamil classic 'Tirukkural' which he released at the #SawasdeePMModi event, in Bangkok. pic.twitter.com/KH4I7IZENd
— ANI (@ANI) November 2, 2019
উত্তর-পূর্বের উন্নয়ন যে কী কী কারণে গুরুত্বপূর্ণ সে কথাও এ দিন বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী । তাঁর দাবি, উত্তর-পূর্ব ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশ পথ । এরপরই দুই দেশের সম্পর্কের উন্নয়নের কথা তুলে ধরে মোদির দাবি, ''আমাদের সম্পর্ক শুধুমাত্র সরকারের সঙ্গে সরকারের নয় । বাস্তবটা রয়েছে ইতিহাসের মধ্যে, প্রতিটি ঐতিহাসিক ঘটনায় আমাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং এক নতুন উচ্চতায় পৌঁছেছে ।'' পাশাপাশি ফের একবার ভারতকে 5 ট্রিলিয়ন অর্থনীতির দেশে তুলে ধরার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী, আর এ জন্য শুধু দেশের নয়, বিদেশের মাটিতে বসবাসকারী প্রতিটি ভারতীয়র কাছে সাহায্য চান তিনি । এর পরই প্রধানমন্ত্রীর দাবি, ''এবারের লোকসভা নির্বাচনে আমরা ইতিহাস গড়েছি । 60 কোটি ভোটার ভোট দিয়েছেন । সারা বিশ্বের গণতন্ত্রে এই ঘটনা সর্ববৃহৎ । এর জন্য প্রতিটি ভারতীয় গর্বিত ।''
আসিয়ান গোষ্ঠীভুক্ত দশটি এবং ভারত, চিন-সহ আরও ছয়টি— মোট 16টি দেশের মধ্যে মুক্ত আঞ্চলিক বাণিজ্য চুক্তি কার্যকর করতে আলোচনা চলছে গত কয়েক মাস ধরে । ব্যাঙ্ককে এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা । যদিও সেই চুক্তি করা নিয়ে একাধিক আপত্তি রয়েছে । আর তাই হয়তো, সেখানকার সাধারণ মানুষের মন জয় করে আগামী দিনে পথকে সহজ করার চেষ্টা চালিয়ে গেলেন 'স্বদেশি' প্রধানমন্ত্রী ।