ETV Bharat / bharat

600 কিমি পর্যন্ত ছুটে গিয়ে শত্রুপক্ষের অস্ত্র ধ্বংসে সক্ষম পৃথ্বী - Prithvi weapon

ইসলামাবাদসহ অর্ধেক পাকিস্তানের উপর আঘাত হানতে সক্ষম পৃথ্বী মিজ়াইল ৷

নিমেষে শত্রুপক্ষের যেকোনও জিনিস গুঁড়িয়ে দিতে সক্ষম পৃথ্বী
নিমেষে শত্রুপক্ষের যেকোনও জিনিস গুঁড়িয়ে দিতে সক্ষম পৃথ্বী
author img

By

Published : Jul 19, 2020, 7:01 AM IST

ভারতের অস্ত্রভাণ্ডারে রয়েছে নানারকমের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ৷ যার মধ্যে অন্যতম হল- পৃথ্বী ৷ এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম মিজ়াইল ৷ পৃথ্বী হল সংক্ষিপ্ত পরিসীমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৷ লম্বায় 8.56 মিটার পৃথ্বী ভারতের প্রথম ব্যবহার করা পারমাণবিক মিজ়াইল ৷ 1994 সাল থেকে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হয় পৃথ্বী ৷ জল, স্থল ও বায়ু-এই তিন ক্ষেত্রেই দেশের সুরক্ষার কাজে মোতায়েন পৃথ্বী ৷

ভূমি থেকে বায়ু ক্ষেপণাস্ত্র পৃথ্বী কোনও সফিস্টিকেটেড মিজ়াইল নয় ৷ কারনেজ এনডাউমেন্ট অফ ইন্টারন্যাশনাল পিস অনুযায়ী, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহারের জন্যই পৃথ্বীকে আলাদাভাবে তৈরি করা হয়েছে ৷ পৃথ্বী-1 ও পৃথ্বী-2 250 থেকে 300 কিমি পর্যন্ত শত্রুপক্ষের যে কোনও জিনিসকে গুঁড়িয়ে দিতে পারে ৷

পৃথ্বী মিজ়াইল
পৃথ্বী মিজ়াইল

পৃথ্বীর সংসার

পৃথ্বীর তিনটি সংস্করণ রয়েছ ৷ পৃথ্বী -1, 2 ও 3 ৷ এদের মধ্যে বাকি দু'টির তুলনায় দৈর্ঘ্য ও ব্যাসে পৃথ্বী 1 সামান্য কম ৷ যার ওজন 4000 কেজি ৷ 1000 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে পৃথ্বী 1 ৷ এর ন্যূনতম রেঞ্জ 40 কিমি ও সর্বোচ্চ 150 কিমি ৷

পৃথ্বী-2: 1996 সালের 27 জানুয়ারি পৃথ্বী-2 এর প্রথম পরীক্ষা করা হয় ৷ পৃথ্বী-2 বর্তমানে ভারতীয় বায়ুসেনা ব্যবহার করে ৷

পৃথ্বী-3: পৃথ্বী সিরিজ়ের শেষ সংস্করণ ৷ দীর্ঘ রেঞ্জের এই মিজ়াইল ভারতীয় নৌসেনা ব্যবহার করে ৷ 2001 সালের 21 সেপ্টেম্বর সফলভাবে পৃথ্বী-3-এর উৎক্ষেপণ হয় ৷ পৃথ্বীর এই ন্যাভাল ভার্সন ধনুশ নামেও পরিচিত ৷ 10 থেকে 20 কিলো টন পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম ৷ 600 কিমি পর্যন্ত ছুটে গিয়ে শত্রুপক্ষের যে কোনও জিনিস ধ্বংস করতে পারে ৷

পৃথ্বী মিজ়াইল
পৃথ্বী মিজ়াইল

পৃথ্বীর কাজ

পৃথ্বী 1: 1994 সাল থেকে ভারতীয় সেনার সেবায় নিযুক্ত থাকা পৃথ্বী-1 পাকিস্তানের এক চতুর্থাংশ অংশে আঘাত হানতে সক্ষম ৷ যার মধ্যে রয়েছে ইসলামাবাদসহ পাকিস্তানের বড় বড় শহরগুলি ৷

পৃথ্বী 2: 250 কিমি রেঞ্জ বিশিষ্ট পৃথ্বী-2 সব গুরুত্বপূর্ণ শহরসহ পাকিস্তানের অর্ধেক অংশে আঘাত হানতে সক্ষম ৷

পৃথ্বী 3 : 600 কিমি পর্যন্ত ছুটে গিয়ে শত্রুপক্ষের অস্ত্র ধ্বংস করতে পারে ৷

পৃথ্বী মিজ়াইল
পৃথ্বী মিজ়াইল

ভারতের অস্ত্রভাণ্ডারে রয়েছে নানারকমের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ৷ যার মধ্যে অন্যতম হল- পৃথ্বী ৷ এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম মিজ়াইল ৷ পৃথ্বী হল সংক্ষিপ্ত পরিসীমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৷ লম্বায় 8.56 মিটার পৃথ্বী ভারতের প্রথম ব্যবহার করা পারমাণবিক মিজ়াইল ৷ 1994 সাল থেকে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হয় পৃথ্বী ৷ জল, স্থল ও বায়ু-এই তিন ক্ষেত্রেই দেশের সুরক্ষার কাজে মোতায়েন পৃথ্বী ৷

ভূমি থেকে বায়ু ক্ষেপণাস্ত্র পৃথ্বী কোনও সফিস্টিকেটেড মিজ়াইল নয় ৷ কারনেজ এনডাউমেন্ট অফ ইন্টারন্যাশনাল পিস অনুযায়ী, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহারের জন্যই পৃথ্বীকে আলাদাভাবে তৈরি করা হয়েছে ৷ পৃথ্বী-1 ও পৃথ্বী-2 250 থেকে 300 কিমি পর্যন্ত শত্রুপক্ষের যে কোনও জিনিসকে গুঁড়িয়ে দিতে পারে ৷

পৃথ্বী মিজ়াইল
পৃথ্বী মিজ়াইল

পৃথ্বীর সংসার

পৃথ্বীর তিনটি সংস্করণ রয়েছ ৷ পৃথ্বী -1, 2 ও 3 ৷ এদের মধ্যে বাকি দু'টির তুলনায় দৈর্ঘ্য ও ব্যাসে পৃথ্বী 1 সামান্য কম ৷ যার ওজন 4000 কেজি ৷ 1000 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে পৃথ্বী 1 ৷ এর ন্যূনতম রেঞ্জ 40 কিমি ও সর্বোচ্চ 150 কিমি ৷

পৃথ্বী-2: 1996 সালের 27 জানুয়ারি পৃথ্বী-2 এর প্রথম পরীক্ষা করা হয় ৷ পৃথ্বী-2 বর্তমানে ভারতীয় বায়ুসেনা ব্যবহার করে ৷

পৃথ্বী-3: পৃথ্বী সিরিজ়ের শেষ সংস্করণ ৷ দীর্ঘ রেঞ্জের এই মিজ়াইল ভারতীয় নৌসেনা ব্যবহার করে ৷ 2001 সালের 21 সেপ্টেম্বর সফলভাবে পৃথ্বী-3-এর উৎক্ষেপণ হয় ৷ পৃথ্বীর এই ন্যাভাল ভার্সন ধনুশ নামেও পরিচিত ৷ 10 থেকে 20 কিলো টন পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম ৷ 600 কিমি পর্যন্ত ছুটে গিয়ে শত্রুপক্ষের যে কোনও জিনিস ধ্বংস করতে পারে ৷

পৃথ্বী মিজ়াইল
পৃথ্বী মিজ়াইল

পৃথ্বীর কাজ

পৃথ্বী 1: 1994 সাল থেকে ভারতীয় সেনার সেবায় নিযুক্ত থাকা পৃথ্বী-1 পাকিস্তানের এক চতুর্থাংশ অংশে আঘাত হানতে সক্ষম ৷ যার মধ্যে রয়েছে ইসলামাবাদসহ পাকিস্তানের বড় বড় শহরগুলি ৷

পৃথ্বী 2: 250 কিমি রেঞ্জ বিশিষ্ট পৃথ্বী-2 সব গুরুত্বপূর্ণ শহরসহ পাকিস্তানের অর্ধেক অংশে আঘাত হানতে সক্ষম ৷

পৃথ্বী 3 : 600 কিমি পর্যন্ত ছুটে গিয়ে শত্রুপক্ষের অস্ত্র ধ্বংস করতে পারে ৷

পৃথ্বী মিজ়াইল
পৃথ্বী মিজ়াইল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.