ETV Bharat / bharat

গোটা বিশ্বের মধ্যে ভারতে কোরোনায় মৃতের হার সবচেয়ে কম - joint secretary of Health Ministry lav agarwal

বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা প্রতি লাখে 4.4 ৷ সেখানে ভারতের মোট জনসংখ্যা অনুসারে কোরোনায় মৃতের হার প্রতি লাখে 0.3 ৷ যা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কম ৷

গোটা বিশ্বের মধ্যে ভারতে কোরোনায় মৃতের হার সবচেয়ে কম
গোটা বিশ্বের মধ্যে ভারতে কোরোনায় মৃতের হার সবচেয়ে কম
author img

By

Published : May 26, 2020, 8:21 PM IST

দিল্লি, 26 মে: তড়িঘড়ি লকডাউনের সিদ্ধান্ত, সময়ের মধ্যে ভাইরাস নির্ধারণ এবং দেশে কোভিড-19 সঠিক পরিচালনার ফলে ভারতে কোরোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এদেশের মোট জনসংখ্যার মধ্যে কোরোনায় মৃতের সংখ্যা 0.3 প্রতি লাখ ৷ যেখানে বিশ্বের অন্যান্য দেশে মৃতের গড় সংখ্যা প্রতি লাখে 4.4 শতাংশ ৷

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, "বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা প্রতি লাখে 4.4 ৷ সেখানে ভারতের মোট জনসংখ্যা অনুসারে কোরোনায় মৃতের হার প্রতি লাখে 0.3 ৷ যা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কম ৷ কিছু কিছু দেশে তো মৃতের সংখ্যা সবচেয়ে বেশি প্রতি লাখে 81.2 ৷ এটা একমাত্র সম্ভব হয়েছে লকডাউন, সময়মতো ভাইরাস নির্ধারণ এবং কোভিড-19 কেসগুলির সঠিক পরিচালনার কারণে ৷ কনন্টেইনমেন্ট জ়োনগুলিতে যা ভাইরাস ছড়ানো রোধ করতে সাহায্য করেছে ৷" তিনি আরও বলেন, "বক্ররেখা ক্রমশ সমতলে পৌঁছাচ্ছে ৷ সামাজিক দূরত্ব এবং অন্যান্য সুরক্ষা বজায় রাখার জন্যই এটা সম্ভব হয়েছে ৷ ভারতীয়দের সমর্থন এবং কোরোনা বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতাতেই এই সাফল্য ৷ সামাজিক দূরত্ব তৈরি করাটা বজায় রাখতে হবে ৷"

যুগ্মসচিব জানিয়েছেন, "এখনও পর্যন্ত দেশে 60, 490 মানুষ কোরোনায় সুস্থ হয়েছে ৷ দিন দিন সুস্থ হওয়ার হার বাড়ছে ৷ বর্তমানে যা 41.61 শতাংশ ৷ মৃতের হারও বিশ্বের মধ্যে সবচেয়ে কম 2.87 শতাংশ ৷"

দিল্লি, 26 মে: তড়িঘড়ি লকডাউনের সিদ্ধান্ত, সময়ের মধ্যে ভাইরাস নির্ধারণ এবং দেশে কোভিড-19 সঠিক পরিচালনার ফলে ভারতে কোরোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এদেশের মোট জনসংখ্যার মধ্যে কোরোনায় মৃতের সংখ্যা 0.3 প্রতি লাখ ৷ যেখানে বিশ্বের অন্যান্য দেশে মৃতের গড় সংখ্যা প্রতি লাখে 4.4 শতাংশ ৷

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, "বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা প্রতি লাখে 4.4 ৷ সেখানে ভারতের মোট জনসংখ্যা অনুসারে কোরোনায় মৃতের হার প্রতি লাখে 0.3 ৷ যা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কম ৷ কিছু কিছু দেশে তো মৃতের সংখ্যা সবচেয়ে বেশি প্রতি লাখে 81.2 ৷ এটা একমাত্র সম্ভব হয়েছে লকডাউন, সময়মতো ভাইরাস নির্ধারণ এবং কোভিড-19 কেসগুলির সঠিক পরিচালনার কারণে ৷ কনন্টেইনমেন্ট জ়োনগুলিতে যা ভাইরাস ছড়ানো রোধ করতে সাহায্য করেছে ৷" তিনি আরও বলেন, "বক্ররেখা ক্রমশ সমতলে পৌঁছাচ্ছে ৷ সামাজিক দূরত্ব এবং অন্যান্য সুরক্ষা বজায় রাখার জন্যই এটা সম্ভব হয়েছে ৷ ভারতীয়দের সমর্থন এবং কোরোনা বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতাতেই এই সাফল্য ৷ সামাজিক দূরত্ব তৈরি করাটা বজায় রাখতে হবে ৷"

যুগ্মসচিব জানিয়েছেন, "এখনও পর্যন্ত দেশে 60, 490 মানুষ কোরোনায় সুস্থ হয়েছে ৷ দিন দিন সুস্থ হওয়ার হার বাড়ছে ৷ বর্তমানে যা 41.61 শতাংশ ৷ মৃতের হারও বিশ্বের মধ্যে সবচেয়ে কম 2.87 শতাংশ ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.