ETV Bharat / bharat

দেশের আর্থিক বৃদ্ধির হার নেমে আসবে 6 শতাংশে, বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে শঙ্কা - indian economy latest news

খুব দ্রুত ভারতের আর্থিক বৃদ্ধির হার 6 শতাংশে নেমে আসবে বলে আজ জানাল বিশ্ব ব্যাঙ্ক ৷ মুডিজ় ইনভেস্টরস সার্ভিসের সমীক্ষাতেও বলা হয়েছিল 5.8 শতাংশে নেমে আসবে ভারতের আর্থিক বৃদ্ধি ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 13, 2019, 5:33 PM IST

দিল্লি, 13 অক্টোবর : আশঙ্কার মেঘটা ছিল আগে থেকেই ৷ এবার তা আরও বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস ৷ আগামী দিনে ভারতের আর্থিক বৃদ্ধির হার দ্রুত গতিতে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়ে রাখল বিশ্ব ব্যাঙ্ক ৷ কিছুদিন আগেই মুডিজ় ইনভেস্টরস সার্ভিসের সমীক্ষা থেকেও একই তথ্য উঠে এসেছিল ৷

বিশ্ব ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ভারতের বিপুল বেকারত্বের বোঝা এই আর্থিক সংকটের অন্যতম কারণ ৷ GST এবং নোটবন্দির মতো আর্থিক নীতিগুলিকেও দায়ী করেছে বিশ্ব ব্যাঙ্ক ৷ একের পর এক আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্টে ভারতের এই আর্থিক অবক্ষয়ের পূর্বাভাস নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলছে অর্থনীতিবিদদের কপালে ৷

ভারত, পাকিস্তান সহ একাধিক উন্নয়নশীল দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে বলে অনুমান করছে ৷ আজ সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাসে একথা জানানো হয় বিশ্ব ব্যাঙ্কের তরফে ৷ বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয় যে, বাংলাদেশ ও নেপালের থেকেও পিছিয়ে পড়বে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৷

2018-19 সালে এই আর্থিক বৃদ্ধির হার ছিল 6.9 শতাংশ ৷ সেখান থেকে এই বৃদ্ধির হার 6 শতাংশে নেমে আসবে বলে এদিন জানায় বিশ্ব ব্যাঙ্ক ৷ মুডিজ় ইনভেস্টরস সার্ভিসের সমীক্ষাতেও বলা হয়েছিল 5.8 শতাংশে নেমে আসবে ভারতের আর্থিক বৃদ্ধি ৷ কিছুদিন আগে পর্যন্তও অনুমান করা হচ্ছিল 2022 সালের মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.2 শতাংশ পৌছাবে ৷ বিশ্বের আর্থিক বাজারকে ভারত বেশ চনমনে করে তুলতে পারবে বলেই ভাবা হচ্ছিল ৷ কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে ৷

2017-18 সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল 7.2 শতাংশ ৷ তারপর থেকেই কমতে শুরু করে ৷ গত বছরে ছিল 6.8 শতাংশ ৷

কিন্তু কেন এই বেহাল অর্থনীতি ?

2019-20 আর্থিক বর্ষের শুরু থেকেই এটা অনুমান করা হচ্ছিল ৷ গাড়ির বাজারে চাহিদা কমতে শুরু করে ৷ শুধু অটোমোবাইল শিল্পই নয় ৷ সব বাজারেই চাহিদা কমে যাওয়ার ফলে শিল্পক্ষেত্র দুর্বল হয়ে পড়েছে ৷ পাশাপাশি চলতি বছরে GDP ঘাটতির হার 2.1 শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে৷

দিল্লি, 13 অক্টোবর : আশঙ্কার মেঘটা ছিল আগে থেকেই ৷ এবার তা আরও বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস ৷ আগামী দিনে ভারতের আর্থিক বৃদ্ধির হার দ্রুত গতিতে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়ে রাখল বিশ্ব ব্যাঙ্ক ৷ কিছুদিন আগেই মুডিজ় ইনভেস্টরস সার্ভিসের সমীক্ষা থেকেও একই তথ্য উঠে এসেছিল ৷

বিশ্ব ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ভারতের বিপুল বেকারত্বের বোঝা এই আর্থিক সংকটের অন্যতম কারণ ৷ GST এবং নোটবন্দির মতো আর্থিক নীতিগুলিকেও দায়ী করেছে বিশ্ব ব্যাঙ্ক ৷ একের পর এক আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্টে ভারতের এই আর্থিক অবক্ষয়ের পূর্বাভাস নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলছে অর্থনীতিবিদদের কপালে ৷

ভারত, পাকিস্তান সহ একাধিক উন্নয়নশীল দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে বলে অনুমান করছে ৷ আজ সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাসে একথা জানানো হয় বিশ্ব ব্যাঙ্কের তরফে ৷ বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয় যে, বাংলাদেশ ও নেপালের থেকেও পিছিয়ে পড়বে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৷

2018-19 সালে এই আর্থিক বৃদ্ধির হার ছিল 6.9 শতাংশ ৷ সেখান থেকে এই বৃদ্ধির হার 6 শতাংশে নেমে আসবে বলে এদিন জানায় বিশ্ব ব্যাঙ্ক ৷ মুডিজ় ইনভেস্টরস সার্ভিসের সমীক্ষাতেও বলা হয়েছিল 5.8 শতাংশে নেমে আসবে ভারতের আর্থিক বৃদ্ধি ৷ কিছুদিন আগে পর্যন্তও অনুমান করা হচ্ছিল 2022 সালের মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.2 শতাংশ পৌছাবে ৷ বিশ্বের আর্থিক বাজারকে ভারত বেশ চনমনে করে তুলতে পারবে বলেই ভাবা হচ্ছিল ৷ কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে ৷

2017-18 সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল 7.2 শতাংশ ৷ তারপর থেকেই কমতে শুরু করে ৷ গত বছরে ছিল 6.8 শতাংশ ৷

কিন্তু কেন এই বেহাল অর্থনীতি ?

2019-20 আর্থিক বর্ষের শুরু থেকেই এটা অনুমান করা হচ্ছিল ৷ গাড়ির বাজারে চাহিদা কমতে শুরু করে ৷ শুধু অটোমোবাইল শিল্পই নয় ৷ সব বাজারেই চাহিদা কমে যাওয়ার ফলে শিল্পক্ষেত্র দুর্বল হয়ে পড়েছে ৷ পাশাপাশি চলতি বছরে GDP ঘাটতির হার 2.1 শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে৷

New Delhi, Oct 12 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal announced that this year no relief would be extended to privately owned CNG vehicles under the odd-even scheme, though women would be exempted from the scheme. The odd-even scheme will come into effect in Delhi from November 04-15 as the government looks to measures to combat high-level of air pollution caused due to stubble burning in neighbouring states during winters.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.