ETV Bharat / bharat

কোরোনা : দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল 50 লাখ, একদিনে সর্বাধিক মৃত্যু - India's Coronavirus Cases Cross 50 Lakh

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার । রিকভারি রেট বেড়ে হয়েছে 78.28 শতাংশ ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Sep 16, 2020, 10:56 AM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 50 লাখ ছাড়িয়ে গেল । গত শনিবার থেকে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কম ছিল । কিন্তু, আজ আবার একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল । গত 24 ঘণ্টায় 90 হাজার 123 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা 50 লাখ 20 হাজার 360 জন । সক্রিয় আক্রান্ত 9 লাখ 95 হাজার 933 জন ।

গত 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা 1 হাজার 290 জন । যা দেশে একদিনের নিরিখে সর্বোচ্চ। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 82 হাজার 66 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 39 লাখ 42 হাজার 361 জন । স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোমর্বিডিটির কারণে 70 শতাংশ মানুষের মৃত্যু হয়েছে । তবে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার । রিকভারি রেট বেড়ে হয়েছে 78.28 শতাংশ ।

দেশে সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 10 লাখ 97 হাজার 856 । সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু । এই দুই রাজ্যে কোরোনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে 5 লাখ 83 হাজার 925 জন এবং 5 লাখ 14 হাজার 208 জন ৷

দিল্লি, 16 সেপ্টেম্বর : দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 50 লাখ ছাড়িয়ে গেল । গত শনিবার থেকে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কম ছিল । কিন্তু, আজ আবার একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল । গত 24 ঘণ্টায় 90 হাজার 123 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা 50 লাখ 20 হাজার 360 জন । সক্রিয় আক্রান্ত 9 লাখ 95 হাজার 933 জন ।

গত 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা 1 হাজার 290 জন । যা দেশে একদিনের নিরিখে সর্বোচ্চ। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 82 হাজার 66 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 39 লাখ 42 হাজার 361 জন । স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোমর্বিডিটির কারণে 70 শতাংশ মানুষের মৃত্যু হয়েছে । তবে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার । রিকভারি রেট বেড়ে হয়েছে 78.28 শতাংশ ।

দেশে সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 10 লাখ 97 হাজার 856 । সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু । এই দুই রাজ্যে কোরোনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে 5 লাখ 83 হাজার 925 জন এবং 5 লাখ 14 হাজার 208 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.