ETV Bharat / bharat

শ্রীহরিকোটায় বসে এখন রকেট লঞ্চ দেখতে পারেন, মন কী বাতে বললেন মোদি - মোদির মন কী বাত

ভারতের জীব বৈচিত্র্য মানবজাতির জন্য অনন্য সম্পদ ৷ একে রক্ষা করতে হবে এবং জানতেও হবে ৷ মন কী বাতে বললেন নরেন্দ্র মোদি ৷

pm-modi-in-mann-ki-baat
মন কী বাতে বললেন মোদি
author img

By

Published : Feb 24, 2020, 12:02 AM IST

দিল্লি, 24 ফেব্রুয়ারি : 105 বছরের বৃদ্ধার স্কুলে ভরতি ৷ মহিলাদের ক্ষমতায়ন ৷ আজ 62তম মন কী বাতে একাধিক প্রসঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বিজ্ঞান ও প্রযুক্তিতে যুব প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে বলে মন কী বাতে বলেন প্রধানমন্ত্রী ৷ গতবছর বেঙ্গালুরুতে চন্দ্রযান-2 উৎক্ষেপণের সময় সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির কথা শোনান তিনি ৷ তাঁদের উৎসাহ দেখে খুশি হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷

তাই, শিশু এবং যুবক-যুবতিদের উৎসাহ বাড়াতে নতুন পদক্ষেপের কথা শোনালেন প্রধানমন্ত্রী ৷ বলেন, শ্রীহরিকোটায় বসে চোখের সামনে এখন রকেট উৎক্ষেপণ আপনি দেখতে পারেন ৷ সেখানে 10 হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়েছে ৷

সবাইকে ফিট থাকার কথা বললেন মোদি ৷ বলেন, যে দেশ ফিট, সেই দেশই হিট করবে ৷

দিল্লিতে হুনার হাট শিল্প-কলা প্রদর্শনীর উল্লেখ করে মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন প্রধানমন্ত্রী ৷ 13 ফেব্রুয়ারি থেকে আজ (23 ফেব্রুয়ারি) পর্যন্ত হয়েছে এই প্রদর্শনী ৷ মোদি বলেন, পুরানো বাধা ভেঙে সাফল্যের নতুন শিখরে পৌঁছেছেন মহিলারা ৷ হুনার হাটে যাওয়ার আবেদন জানান সাধারণ মানুষকে ৷

কেরালার কোল্লাম জেলার 105 বছরের বৃদ্ধা ভাগীরথী আম্মার কথা বলেন মোদি ৷ 105 বছরে স্কুলে ভরতি হয়ে পরীক্ষায় ভালো ফল করেছেন ভাগীরথী আম্মা ৷ প্রধানমন্ত্রী বলেন, এইসব মানুষ অনুপ্রেরণা জোগায় ৷

ভারতমাতার সেবার জন্য দেশবাসীর কাছে এর আগের মন কী বাতে আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ বলেছিলেন, ভারতকে নিয়ে বিশ্বের যে আশা, তা পূর্ণ করার বিষয়ে আশাবাদী তিনি ৷

দিল্লি, 24 ফেব্রুয়ারি : 105 বছরের বৃদ্ধার স্কুলে ভরতি ৷ মহিলাদের ক্ষমতায়ন ৷ আজ 62তম মন কী বাতে একাধিক প্রসঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বিজ্ঞান ও প্রযুক্তিতে যুব প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে বলে মন কী বাতে বলেন প্রধানমন্ত্রী ৷ গতবছর বেঙ্গালুরুতে চন্দ্রযান-2 উৎক্ষেপণের সময় সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির কথা শোনান তিনি ৷ তাঁদের উৎসাহ দেখে খুশি হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷

তাই, শিশু এবং যুবক-যুবতিদের উৎসাহ বাড়াতে নতুন পদক্ষেপের কথা শোনালেন প্রধানমন্ত্রী ৷ বলেন, শ্রীহরিকোটায় বসে চোখের সামনে এখন রকেট উৎক্ষেপণ আপনি দেখতে পারেন ৷ সেখানে 10 হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়েছে ৷

সবাইকে ফিট থাকার কথা বললেন মোদি ৷ বলেন, যে দেশ ফিট, সেই দেশই হিট করবে ৷

দিল্লিতে হুনার হাট শিল্প-কলা প্রদর্শনীর উল্লেখ করে মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন প্রধানমন্ত্রী ৷ 13 ফেব্রুয়ারি থেকে আজ (23 ফেব্রুয়ারি) পর্যন্ত হয়েছে এই প্রদর্শনী ৷ মোদি বলেন, পুরানো বাধা ভেঙে সাফল্যের নতুন শিখরে পৌঁছেছেন মহিলারা ৷ হুনার হাটে যাওয়ার আবেদন জানান সাধারণ মানুষকে ৷

কেরালার কোল্লাম জেলার 105 বছরের বৃদ্ধা ভাগীরথী আম্মার কথা বলেন মোদি ৷ 105 বছরে স্কুলে ভরতি হয়ে পরীক্ষায় ভালো ফল করেছেন ভাগীরথী আম্মা ৷ প্রধানমন্ত্রী বলেন, এইসব মানুষ অনুপ্রেরণা জোগায় ৷

ভারতমাতার সেবার জন্য দেশবাসীর কাছে এর আগের মন কী বাতে আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ বলেছিলেন, ভারতকে নিয়ে বিশ্বের যে আশা, তা পূর্ণ করার বিষয়ে আশাবাদী তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.