ETV Bharat / bharat

দেশবাসী ক্ষমা করবে না, পিত্রোদা ইশুতে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর - BALAKOT

"সন্ত্রাসবাদীদের গুণগান যারা গায় তাদের আঁতুড়ঘর হয়ে উঠছে বিরোধীরা। দেশবাসী ক্ষমা করবে না।" শ্যাম পিত্রোদার বক্তব্যের পালটা দিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী
author img

By

Published : Mar 22, 2019, 5:54 PM IST

দিল্লি, 22 মার্চ : "সন্ত্রাসবাদীদের গুণগান যারা গায় তাদের আঁতুড়ঘর হয়ে উঠছে বিরোধীরা। ওরাই দেশের ফোর্সকে বারবার অপমান করে। 130 কোটি ভারতীয় বিরোধীদের ক্ষমা করবে না।" কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযান নিয়ে আজ সন্দেহ প্রকাশ করেন শ্যাম পিত্রোদা। বলেন, "আমাকে হামলার প্রমাণ দিন।"

26/11 মুম্বই হামলা নিয়ে বক্তব্য রাখেন শ্যাম পিত্রোদা। বলেন, "আটজন লোক এসেছিল এবং কিছু করেছিল। এর উপর ভিত্তি করে আপনি গোটা দেশের(পাকিস্তান) উপর ঝাঁপিয়ে পড়তে পারেন না। কয়েকজনের জন্য গোটা দেশকে আপনি দোষারোপ করতে পারেন না। আমি এই পথে বিশ্বাস করি না।"

  • Sam Pitroda,Indian Overseas Congress Chief on #PulwamaAttack:Don’t know much about attacks,it happens all the time,attack happened in Mumbai also,we could have then reacted and just sent our planes but that is not right approach.According to me that’s not how you deal with world. pic.twitter.com/QZ6yXSZXb2

    — ANI (@ANI) March 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলওয়ামা হামলা ও বালাকোট অভিযান নিয়ে পিত্রোদা বলেন, "আমি পুলওয়ামা সম্পর্কে বেশিকিছু জানি না। সব সময়েই এধরনের ঘটনা ঘটে থাকে। মুম্বইয়ের তাজ হোটেল ও ওবেরয় হোটেলেও এধরনের ঘটনা ঘটেছিল। তখন আমরা প্রতিক্রিয়া দিতে পারতাম। বিমান পাঠাতে পারতাম। কিন্তু, আমরা তা করিনি। কারণ, এটা সঠিক পথ নয়। আমি বলতেই পারি 300 জনকে মেরে ফেলেছি। কিন্তু, গোটা বিশ্ব বলছে অন্য কথা।"

  • Opposition insults our forces time and again.

    I appeal to my fellow Indians- question Opposition leaders on their statements.

    Tell them- 130 crore Indians will not forgive or forget the Opposition for their antics.

    India stands firmly with our forces. #JantaMaafNahiKaregi https://t.co/rwpFKMMeHY

    — Chowkidar Narendra Modi (@narendramodi) March 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পিত্রোদার বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী। টুইট করেন, "বিরোধীরা বারবার আমাদের সেনাবাহিনীকে অপমান করছে। আমি দেশের সমস্ত নাগরিককে বলব যে আপনারা বিরোধীদের এই মন্তব্যের জন্য তাদের প্রশ্ন করুন। 130 কোটি ভারতীয় বিরোধীদের ক্ষমা করবে না। বিরোধীদের এধরনের মন্তব্যও তারা কখনও ভুলবে না। কারণ, দেশবাসী সেনাবাহিনীর পাশে আছে।"

দিল্লি, 22 মার্চ : "সন্ত্রাসবাদীদের গুণগান যারা গায় তাদের আঁতুড়ঘর হয়ে উঠছে বিরোধীরা। ওরাই দেশের ফোর্সকে বারবার অপমান করে। 130 কোটি ভারতীয় বিরোধীদের ক্ষমা করবে না।" কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযান নিয়ে আজ সন্দেহ প্রকাশ করেন শ্যাম পিত্রোদা। বলেন, "আমাকে হামলার প্রমাণ দিন।"

26/11 মুম্বই হামলা নিয়ে বক্তব্য রাখেন শ্যাম পিত্রোদা। বলেন, "আটজন লোক এসেছিল এবং কিছু করেছিল। এর উপর ভিত্তি করে আপনি গোটা দেশের(পাকিস্তান) উপর ঝাঁপিয়ে পড়তে পারেন না। কয়েকজনের জন্য গোটা দেশকে আপনি দোষারোপ করতে পারেন না। আমি এই পথে বিশ্বাস করি না।"

  • Sam Pitroda,Indian Overseas Congress Chief on #PulwamaAttack:Don’t know much about attacks,it happens all the time,attack happened in Mumbai also,we could have then reacted and just sent our planes but that is not right approach.According to me that’s not how you deal with world. pic.twitter.com/QZ6yXSZXb2

    — ANI (@ANI) March 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলওয়ামা হামলা ও বালাকোট অভিযান নিয়ে পিত্রোদা বলেন, "আমি পুলওয়ামা সম্পর্কে বেশিকিছু জানি না। সব সময়েই এধরনের ঘটনা ঘটে থাকে। মুম্বইয়ের তাজ হোটেল ও ওবেরয় হোটেলেও এধরনের ঘটনা ঘটেছিল। তখন আমরা প্রতিক্রিয়া দিতে পারতাম। বিমান পাঠাতে পারতাম। কিন্তু, আমরা তা করিনি। কারণ, এটা সঠিক পথ নয়। আমি বলতেই পারি 300 জনকে মেরে ফেলেছি। কিন্তু, গোটা বিশ্ব বলছে অন্য কথা।"

  • Opposition insults our forces time and again.

    I appeal to my fellow Indians- question Opposition leaders on their statements.

    Tell them- 130 crore Indians will not forgive or forget the Opposition for their antics.

    India stands firmly with our forces. #JantaMaafNahiKaregi https://t.co/rwpFKMMeHY

    — Chowkidar Narendra Modi (@narendramodi) March 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পিত্রোদার বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী। টুইট করেন, "বিরোধীরা বারবার আমাদের সেনাবাহিনীকে অপমান করছে। আমি দেশের সমস্ত নাগরিককে বলব যে আপনারা বিরোধীদের এই মন্তব্যের জন্য তাদের প্রশ্ন করুন। 130 কোটি ভারতীয় বিরোধীদের ক্ষমা করবে না। বিরোধীদের এধরনের মন্তব্যও তারা কখনও ভুলবে না। কারণ, দেশবাসী সেনাবাহিনীর পাশে আছে।"


New Delhi, Mar 22 (ANI): Union Finance Minister Arun Jaitely commented on Sam Pitroda's Balakot air strike remark. He said, "He believes what we did was wrong. No country in the world said this, not even the OIC (Organisation of Islamic Cooperation) said this. Only Pakistan said this and it is really unfortunate that such people are ideologues of a political party."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.