মুম্বই, 3 ফেব্রুয়ারি : 'ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা'য় যোগ দিলেন ভারতরত্ন সচিন তেন্ডুলকর ৷ দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে পপ তারকা রিহানা সহ কয়েকজন আন্তর্জাতিক তারকা টুইট করেছেন ৷ সেই টুইটের জবাবে সচিন বললেন, কী করলে ভারতের ভালো হবে তা ভারতীয়দেরই বুঝতে দিন ৷ ভারতকে একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে থাকতে দিন ৷
গত কয়েকদিনে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন গ্রেটা থুনবার্গ, রিহানা, মিয়া খলিফাদের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা ৷ সেই টুইটের সমালোচনা করে কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ৷ সরকারের সমর্থনে হেঁটেছে বলিউড তারকারা ৷ হ্যাশট্যাগ 'ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা', 'ইন্ডিয়া টুগেদার' দিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন অক্ষয় কুমার, অজয় দেবগণরা ৷ তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ৷ সেখানে আন্তর্জাতিক তারকাদের এমন টুইট উত্তেজনা তৈরি করতে পারে ৷ এবার সেই পথে হাঁটলেন ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরও ৷ রিহানাদের জবাব দেওয়ার ভঙ্গিতে লিখলেন, "দেশের সার্বভৌমত্ব নিয়ে আপস করা হবে না ৷ ভারতীয়রা নিজেদের দেশকে চেনে এবং দেশের ভালোর জন্য কী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা জানে ৷ আমাদের দেশকে ঐক্যবদ্ধ থাকতে দিন ৷"
-
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda
">India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropagandaIndia’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda
আরও পড়ুন : কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না : অমিত শাহ
টুইটারে 100 মিলিয়ন ফলোয়ার রয়েছে রিহানার ৷ সব বেশি অনুসরণকারী তারকাদের মধ্যে অন্যতম এই পপস্টার ৷ কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে একটি সংবাদমাধ্যমের রিপোর্ট টুইট করেন তিনি ৷ ক্যাপশনে লেখেন, "আমরা কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি না ৷" রিহানার টুইট ভাইরাল হতে সময় নেয়নি ৷ তবে ভারতের বিদেশ মন্ত্রক এই টুইটের সমালোচনা করে বার্তা দেয় ৷ অক্ষয় কুমারের টুইটের রিটুইট করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ৷ তিনি লেখেন, "এই ধরনের মন্তব্য করার আগে ভেবে দেখা উচিত ৷"
-
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
অভিনেতা অজয় দেবগণ লেখেন, "ভারত এবং ভারতের রাজনীতির বিরুদ্ধে কোনও অপপ্রচারে পা দেবেন না ৷ নিজেদের মধ্যে লড়াই না করে এইমুহূর্তে সকলের একসঙ্গে থাকা উচিত ৷"
-
Don’t fall for any false propaganda against India or Indian policies. Its important to stand united at this hour w/o any infighting 🙏🏼#IndiaTogether #IndiaAgainstPropaganda
— Ajay Devgn (@ajaydevgn) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Don’t fall for any false propaganda against India or Indian policies. Its important to stand united at this hour w/o any infighting 🙏🏼#IndiaTogether #IndiaAgainstPropaganda
— Ajay Devgn (@ajaydevgn) February 3, 2021Don’t fall for any false propaganda against India or Indian policies. Its important to stand united at this hour w/o any infighting 🙏🏼#IndiaTogether #IndiaAgainstPropaganda
— Ajay Devgn (@ajaydevgn) February 3, 2021
-
Farmers constitute an extremely important part of our country. And the efforts being undertaken to resolve their issues are evident. Let’s support an amicable resolution, rather than paying attention to anyone creating differences. 🙏🏻#IndiaTogether #IndiaAgainstPropaganda https://t.co/LgAn6tIwWp
— Akshay Kumar (@akshaykumar) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Farmers constitute an extremely important part of our country. And the efforts being undertaken to resolve their issues are evident. Let’s support an amicable resolution, rather than paying attention to anyone creating differences. 🙏🏻#IndiaTogether #IndiaAgainstPropaganda https://t.co/LgAn6tIwWp
— Akshay Kumar (@akshaykumar) February 3, 2021Farmers constitute an extremely important part of our country. And the efforts being undertaken to resolve their issues are evident. Let’s support an amicable resolution, rather than paying attention to anyone creating differences. 🙏🏻#IndiaTogether #IndiaAgainstPropaganda https://t.co/LgAn6tIwWp
— Akshay Kumar (@akshaykumar) February 3, 2021