ETV Bharat / bharat

দেশের ভালো ভারতীয়দের বুঝতে দিন, রিহানাদের জবাব সচিনের

author img

By

Published : Feb 3, 2021, 8:54 PM IST

Updated : Feb 3, 2021, 10:06 PM IST

দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে পপ তারকা রিহানা সহ কয়েকজন আন্তর্জাতিক তারকা টুইট করেছেন ৷

Indians Should Decide For India Sachin Tendulkar On Rihanna Tweet
Indians Should Decide For India Sachin Tendulkar On Rihanna Tweet

মুম্বই, 3 ফেব্রুয়ারি : 'ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা'য় যোগ দিলেন ভারতরত্ন সচিন তেন্ডুলকর ৷ দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে পপ তারকা রিহানা সহ কয়েকজন আন্তর্জাতিক তারকা টুইট করেছেন ৷ সেই টুইটের জবাবে সচিন বললেন, কী করলে ভারতের ভালো হবে তা ভারতীয়দেরই বুঝতে দিন ৷ ভারতকে একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে থাকতে দিন ৷

গত কয়েকদিনে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন গ্রেটা থুনবার্গ, রিহানা, মিয়া খলিফাদের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা ৷ সেই টুইটের সমালোচনা করে কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ৷ সরকারের সমর্থনে হেঁটেছে বলিউড তারকারা ৷ হ্যাশট্যাগ 'ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা', 'ইন্ডিয়া টুগেদার' দিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন অক্ষয় কুমার, অজয় দেবগণরা ৷ তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ৷ সেখানে আন্তর্জাতিক তারকাদের এমন টুইট উত্তেজনা তৈরি করতে পারে ৷ এবার সেই পথে হাঁটলেন ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরও ৷ রিহানাদের জবাব দেওয়ার ভঙ্গিতে লিখলেন, "দেশের সার্বভৌমত্ব নিয়ে আপস করা হবে না ৷ ভারতীয়রা নিজেদের দেশকে চেনে এবং দেশের ভালোর জন্য কী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা জানে ৷ আমাদের দেশকে ঐক্যবদ্ধ থাকতে দিন ৷"

  • India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
    Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda

    — Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না : অমিত শাহ

টুইটারে 100 মিলিয়ন ফলোয়ার রয়েছে রিহানার ৷ সব বেশি অনুসরণকারী তারকাদের মধ্যে অন্যতম এই পপস্টার ৷ কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে একটি সংবাদমাধ্যমের রিপোর্ট টুইট করেন তিনি ৷ ক্যাপশনে লেখেন, "আমরা কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি না ৷" রিহানার টুইট ভাইরাল হতে সময় নেয়নি ৷ তবে ভারতের বিদেশ মন্ত্রক এই টুইটের সমালোচনা করে বার্তা দেয় ৷ অক্ষয় কুমারের টুইটের রিটুইট করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ৷ তিনি লেখেন, "এই ধরনের মন্তব্য করার আগে ভেবে দেখা উচিত ৷"

অভিনেতা অজয় দেবগণ লেখেন, "ভারত এবং ভারতের রাজনীতির বিরুদ্ধে কোনও অপপ্রচারে পা দেবেন না ৷ নিজেদের মধ্যে লড়াই না করে এইমুহূর্তে সকলের একসঙ্গে থাকা উচিত ৷"

মুম্বই, 3 ফেব্রুয়ারি : 'ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা'য় যোগ দিলেন ভারতরত্ন সচিন তেন্ডুলকর ৷ দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে পপ তারকা রিহানা সহ কয়েকজন আন্তর্জাতিক তারকা টুইট করেছেন ৷ সেই টুইটের জবাবে সচিন বললেন, কী করলে ভারতের ভালো হবে তা ভারতীয়দেরই বুঝতে দিন ৷ ভারতকে একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে থাকতে দিন ৷

গত কয়েকদিনে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন গ্রেটা থুনবার্গ, রিহানা, মিয়া খলিফাদের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা ৷ সেই টুইটের সমালোচনা করে কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ৷ সরকারের সমর্থনে হেঁটেছে বলিউড তারকারা ৷ হ্যাশট্যাগ 'ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা', 'ইন্ডিয়া টুগেদার' দিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন অক্ষয় কুমার, অজয় দেবগণরা ৷ তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ৷ সেখানে আন্তর্জাতিক তারকাদের এমন টুইট উত্তেজনা তৈরি করতে পারে ৷ এবার সেই পথে হাঁটলেন ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরও ৷ রিহানাদের জবাব দেওয়ার ভঙ্গিতে লিখলেন, "দেশের সার্বভৌমত্ব নিয়ে আপস করা হবে না ৷ ভারতীয়রা নিজেদের দেশকে চেনে এবং দেশের ভালোর জন্য কী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা জানে ৷ আমাদের দেশকে ঐক্যবদ্ধ থাকতে দিন ৷"

  • India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
    Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda

    — Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না : অমিত শাহ

টুইটারে 100 মিলিয়ন ফলোয়ার রয়েছে রিহানার ৷ সব বেশি অনুসরণকারী তারকাদের মধ্যে অন্যতম এই পপস্টার ৷ কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে একটি সংবাদমাধ্যমের রিপোর্ট টুইট করেন তিনি ৷ ক্যাপশনে লেখেন, "আমরা কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি না ৷" রিহানার টুইট ভাইরাল হতে সময় নেয়নি ৷ তবে ভারতের বিদেশ মন্ত্রক এই টুইটের সমালোচনা করে বার্তা দেয় ৷ অক্ষয় কুমারের টুইটের রিটুইট করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ৷ তিনি লেখেন, "এই ধরনের মন্তব্য করার আগে ভেবে দেখা উচিত ৷"

অভিনেতা অজয় দেবগণ লেখেন, "ভারত এবং ভারতের রাজনীতির বিরুদ্ধে কোনও অপপ্রচারে পা দেবেন না ৷ নিজেদের মধ্যে লড়াই না করে এইমুহূর্তে সকলের একসঙ্গে থাকা উচিত ৷"

Last Updated : Feb 3, 2021, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.