ETV Bharat / bharat

জাতীয় স্বার্থ-বিরোধী অসাধু জোট সহ্য করবে না দেশবাসী : অমিত শাহ - রাহুল গান্ধী

মঙ্গলবার নিজের টুইটারে অমিত শাহ লেখেন, গুপকার জোট এবার বিশ্ব দরবারে যাচ্ছে ৷ তারা চাইছে, জম্মু ও কাশ্মীরে বিদেশি বাহিনী হস্তক্ষেপ করুক ৷ এই গুপকার জোট ভারতের তেরঙ্গাকে অসম্মান করেছে ৷ এরপরেই তিনি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির মত জানতে চেয়ে প্রশ্ন করেন ৷ তিনি লেখেন, সোনিয়াজি ও রাহুলজি কি গুপকার দলের এই পদক্ষেপকে সমর্থন করেন ? তাঁরা তাঁদের অবস্থান দেশের কাছে স্বচ্ছ করুক ৷

indian-wont-tolerate-unholy-alliance-against-national-interest-amit-shah
দেশের বিরুদ্ধে অসাধু জোট ভারতবাসী বরদাস্ত করবে না : অমিত শাহ
author img

By

Published : Nov 17, 2020, 4:26 PM IST

দিল্লি, 17 নভেম্বর : গুপকার দল বা কাশ্মীরের আঞ্চলিক দলগুলির মহাজোট পিপলস অ্য়ালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশনের বিরুদ্ধে টুইটারে সরব হলেন অমিত শাহ ৷ যেখানে তিনি অভিযোগ করেন, গুপকার জোট জম্মু ও কাশ্মীরে বিদেশি বাহিনীর হস্তক্ষেপের জন্য় দরবার করছে ৷ যা ভারতের মানুষ বেশিদিন সহ্য় করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি ৷ যাকে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অসাধু বিশ্ব জোট বলে অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে কংগ্রেসের অবস্থান কী তাও জানতে চান অমিত শাহ ৷

মঙ্গলবার নিজের টুইটারে অমিত শাহ লেখেন, গুপকার জোট এবার বিশ্ব দরবারে যাচ্ছে ৷ তারা চাইছে, জম্মু ও কাশ্মীরে বিদেশি বাহিনী হস্তক্ষেপ করুক ৷ এই গুপকার জোট ভারতের তেরঙ্গাকে অসম্মান করেছে ৷ এরপরেই তিনি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির মত জানতে চেয়ে প্রশ্ন করেন ৷ তিনি লেখেন, সোনিয়াজি ও রাহুলজি কি গুপকার দলের এই পদক্ষেপকে সমর্থন করেন ? তাঁরা তাঁদের অবস্থান দেশের কাছে স্বচ্ছ করুক ৷

  • Congress and the Gupkar Gang want to take J&K back to the era of terror and turmoil. They want to take away rights of Dalits, women and tribals that we have ensured by removing Article 370. This is why they’re being rejected by the people everywhere.

    — Amit Shah (@AmitShah) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিত শাহ এখানেই থামেননি। আরেকটি টুইট করে তিনি লেখেন, কংগ্রেস এবং গুপকার গ্য়াং জম্মু ও কাশ্মীরকে আবারও সন্ত্রাস ও অশান্তির যুগে নিয়ে যেতে চাইছে ৷ ধারা 370 বাতিল করে কেন্দ্রীয় সরকার দলিত, মহিলা ও আদিবাসী সম্প্রদায়কে যে অধিকার দিয়েছে, কংগ্রেস এবং গুপকার জোট তা কেড়ে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন শাহ ৷ আর সেই কারণেই মানুষ সব জায়গায় তাদের বর্জন করেছে ৷ এরপরেই অমিত শাহর হুংকার, জম্মু ও কাশ্মীর সবসময় ভারতের অবিচ্ছেদ্য় অঙ্গ হিসেবে থাকবে ৷ ভারতবাসী বেশিদিন জাতীয় স্বার্থ বিরোধী এমন অসাধু বিশ্ব মহাজোটকে বরদাস্ত করবে না ৷ হয় গুপকার জোট জাতীয় স্বার্থের সঙ্গে তাল মিলিয়ে চলুক, আর তা না হলে মানুষ তাদের উচিত জবাব দেবে ৷

  • Jammu and Kashmir has been, is and will always remain an integral part of India. Indian people will no longer tolerate an unholy ‘global gathbandhan’ against our national interest. Either the Gupkar Gang swims along with the national mood or else the people will sink it.

    — Amit Shah (@AmitShah) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, ন্য়াশনাল কনফারেন্স, PDP, পিপলস কনফারেন্স এবং CPIM মিলে জম্মু ও কাশ্মীরে পিপলস অ্য়ালায়েন্স উপ গুপকার ডিক্লেয়ারেশন গঠন করে ৷ যারা যৌথভাবে জম্মু ও কাশ্মীরের নব নির্মিত জেলা উন্নয়ন কাউন্সিলের ভোটে লড়াই করবে ৷ এনিয়ে গত 24 অক্টোবর ন্য়াশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ জানিয়েছিলেন, PAGD তৈরি করা হয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বিশেষ অধিকার পুনরায় প্রতিষ্ঠিত করতে ৷

দিল্লি, 17 নভেম্বর : গুপকার দল বা কাশ্মীরের আঞ্চলিক দলগুলির মহাজোট পিপলস অ্য়ালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশনের বিরুদ্ধে টুইটারে সরব হলেন অমিত শাহ ৷ যেখানে তিনি অভিযোগ করেন, গুপকার জোট জম্মু ও কাশ্মীরে বিদেশি বাহিনীর হস্তক্ষেপের জন্য় দরবার করছে ৷ যা ভারতের মানুষ বেশিদিন সহ্য় করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি ৷ যাকে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অসাধু বিশ্ব জোট বলে অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে কংগ্রেসের অবস্থান কী তাও জানতে চান অমিত শাহ ৷

মঙ্গলবার নিজের টুইটারে অমিত শাহ লেখেন, গুপকার জোট এবার বিশ্ব দরবারে যাচ্ছে ৷ তারা চাইছে, জম্মু ও কাশ্মীরে বিদেশি বাহিনী হস্তক্ষেপ করুক ৷ এই গুপকার জোট ভারতের তেরঙ্গাকে অসম্মান করেছে ৷ এরপরেই তিনি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির মত জানতে চেয়ে প্রশ্ন করেন ৷ তিনি লেখেন, সোনিয়াজি ও রাহুলজি কি গুপকার দলের এই পদক্ষেপকে সমর্থন করেন ? তাঁরা তাঁদের অবস্থান দেশের কাছে স্বচ্ছ করুক ৷

  • Congress and the Gupkar Gang want to take J&K back to the era of terror and turmoil. They want to take away rights of Dalits, women and tribals that we have ensured by removing Article 370. This is why they’re being rejected by the people everywhere.

    — Amit Shah (@AmitShah) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিত শাহ এখানেই থামেননি। আরেকটি টুইট করে তিনি লেখেন, কংগ্রেস এবং গুপকার গ্য়াং জম্মু ও কাশ্মীরকে আবারও সন্ত্রাস ও অশান্তির যুগে নিয়ে যেতে চাইছে ৷ ধারা 370 বাতিল করে কেন্দ্রীয় সরকার দলিত, মহিলা ও আদিবাসী সম্প্রদায়কে যে অধিকার দিয়েছে, কংগ্রেস এবং গুপকার জোট তা কেড়ে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন শাহ ৷ আর সেই কারণেই মানুষ সব জায়গায় তাদের বর্জন করেছে ৷ এরপরেই অমিত শাহর হুংকার, জম্মু ও কাশ্মীর সবসময় ভারতের অবিচ্ছেদ্য় অঙ্গ হিসেবে থাকবে ৷ ভারতবাসী বেশিদিন জাতীয় স্বার্থ বিরোধী এমন অসাধু বিশ্ব মহাজোটকে বরদাস্ত করবে না ৷ হয় গুপকার জোট জাতীয় স্বার্থের সঙ্গে তাল মিলিয়ে চলুক, আর তা না হলে মানুষ তাদের উচিত জবাব দেবে ৷

  • Jammu and Kashmir has been, is and will always remain an integral part of India. Indian people will no longer tolerate an unholy ‘global gathbandhan’ against our national interest. Either the Gupkar Gang swims along with the national mood or else the people will sink it.

    — Amit Shah (@AmitShah) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, ন্য়াশনাল কনফারেন্স, PDP, পিপলস কনফারেন্স এবং CPIM মিলে জম্মু ও কাশ্মীরে পিপলস অ্য়ালায়েন্স উপ গুপকার ডিক্লেয়ারেশন গঠন করে ৷ যারা যৌথভাবে জম্মু ও কাশ্মীরের নব নির্মিত জেলা উন্নয়ন কাউন্সিলের ভোটে লড়াই করবে ৷ এনিয়ে গত 24 অক্টোবর ন্য়াশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ জানিয়েছিলেন, PAGD তৈরি করা হয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বিশেষ অধিকার পুনরায় প্রতিষ্ঠিত করতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.