ETV Bharat / bharat

চিন সীমান্তে ভারতীয় সেনারা শান্তি বজায় রেখেছে : সেনাপ্রধান - চিন সীমান্ত

পূর্ব লাদাখ এবং উত্তর সিকিমে চিনা ও ভারতীয় সেনার আক্রমণাত্মক আচরণে দুই পক্ষ সামান্য আহত হয়েছে ৷ জানালেন সেনা প্রধান জেনারেল এম এম নারাভেন ৷

Army Chief
সেনা প্রধান
author img

By

Published : May 14, 2020, 11:02 PM IST

দিল্লি, 14মে : চিন সীমান্তে পৃথক দুটি হিংসাত্মক ঘটনায় প্রতিক্রিয়া দিলেন সেনাপ্রধান এম এম নারাভেন ৷ তিনি আজ জানান, সীমান্তে উন্নয়ন অব্যাহত রাখতে ভারতীয় সেনারা বরাবরই শান্তি বজায় রেখেছে ৷ তিনি বলেন, ‘‘পূর্ব লাদাখ এবং উত্তর সিকিমে দুই পক্ষের সংঘর্ষে সেনারা সামান্য আহত হয়েছে ৷’’

জবাবে সাংবাদিকদের তিনি জানান, দুটি ঘটনার কোনো সম্পর্ক নেই এবং আন্তর্জাতিক স্তরের ক্রিয়াকলাপের কোন যোগ নেই ৷ বার্তালাপের মাধ্যমে সীমান্তে শান্তি ফেরে ৷

তিনি আরও জানান, ইউহান ও মামাল্লাপুরম শীর্ষ সম্মেলনের পর প্রধানমন্ত্রী প্রদত্ত প্রোটোকল ও কৌশলগত নির্দেশিকা মেনে সীমান্তে সমস্তরকম ঘটনা পরচালিত হয় ৷ তাই ভারতীয় সেনারা বরাবরই শান্তি বজায় রেখেছে ৷

কোরোনার প্রাদুর্ভাব সম্পর্কে সেনা প্রধান বলেন, ‘‘আমি নিশ্চিত বলতে পারি উত্তর সীমান্তের উন্নয়ন অব্যাহত থাকবে এবং আমাদের সেনায় COVID19 প্যানডেমিকের প্রভাব পড়বে না ৷’’

জানা গেছে, পূর্ব লাদাখ সীমান্তে হিংসাত্মক সংঘর্ষে 250জন সৈন্য জড়িত ছিল ৷ 5মে সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয় এবং পরদিন বিরত থাকার সিদ্ধান্ত নেয় ৷ অন্যদিকে শনিবার এক পৃথক ঘটনায় সিকিমের নাকু লা পাসে ভারত ও চিনের 150জন সেনা সংঘর্ষে যুক্ত ছিল ৷ তাতে উভয় পক্ষের 10জন সেনা আহত হয় ৷

দিল্লি, 14মে : চিন সীমান্তে পৃথক দুটি হিংসাত্মক ঘটনায় প্রতিক্রিয়া দিলেন সেনাপ্রধান এম এম নারাভেন ৷ তিনি আজ জানান, সীমান্তে উন্নয়ন অব্যাহত রাখতে ভারতীয় সেনারা বরাবরই শান্তি বজায় রেখেছে ৷ তিনি বলেন, ‘‘পূর্ব লাদাখ এবং উত্তর সিকিমে দুই পক্ষের সংঘর্ষে সেনারা সামান্য আহত হয়েছে ৷’’

জবাবে সাংবাদিকদের তিনি জানান, দুটি ঘটনার কোনো সম্পর্ক নেই এবং আন্তর্জাতিক স্তরের ক্রিয়াকলাপের কোন যোগ নেই ৷ বার্তালাপের মাধ্যমে সীমান্তে শান্তি ফেরে ৷

তিনি আরও জানান, ইউহান ও মামাল্লাপুরম শীর্ষ সম্মেলনের পর প্রধানমন্ত্রী প্রদত্ত প্রোটোকল ও কৌশলগত নির্দেশিকা মেনে সীমান্তে সমস্তরকম ঘটনা পরচালিত হয় ৷ তাই ভারতীয় সেনারা বরাবরই শান্তি বজায় রেখেছে ৷

কোরোনার প্রাদুর্ভাব সম্পর্কে সেনা প্রধান বলেন, ‘‘আমি নিশ্চিত বলতে পারি উত্তর সীমান্তের উন্নয়ন অব্যাহত থাকবে এবং আমাদের সেনায় COVID19 প্যানডেমিকের প্রভাব পড়বে না ৷’’

জানা গেছে, পূর্ব লাদাখ সীমান্তে হিংসাত্মক সংঘর্ষে 250জন সৈন্য জড়িত ছিল ৷ 5মে সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয় এবং পরদিন বিরত থাকার সিদ্ধান্ত নেয় ৷ অন্যদিকে শনিবার এক পৃথক ঘটনায় সিকিমের নাকু লা পাসে ভারত ও চিনের 150জন সেনা সংঘর্ষে যুক্ত ছিল ৷ তাতে উভয় পক্ষের 10জন সেনা আহত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.