ETV Bharat / bharat

হুবলিতে তৈরি হতে চলেছে বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন - Indian Railways to build world's largest railway platform at Hubli

স্টেশনটি তৈরির কাজ চলছে পুরোদমে ৷ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হবে কাজ ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রী ও ধারওয়াদের সাংসদ প্রহ্লাদ যোশী সেখানে "থুতু ফেলা ঠিক নয়" প্রচার কর্মসূচি করেন ৷

Indian Railways to build world's largest railway platform at Hubli
হুবলিতে তৈরি হতে চলেছে বিশ্বের দীর্ঘ্যতম রেলস্টেশন
author img

By

Published : Dec 22, 2020, 7:54 PM IST

হুবলি, 22 ডিসেম্বর : কর্নাটকের হুবলি স্টেশন ৷ এখানেই তৈরি হবে বিশ্বের সবথেকে দীর্ঘতম রেল স্টেশন ৷ যার প্ল্যাটফর্মের দৈর্ঘ হবে 1505 মিটার এবং প্রস্থ হবে 10 মিটার ৷ বর্তমানে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ 550 মিটার ৷ এর আগেই ওই প্ল্যাটফর্মটি 1,400 মিটার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷

স্টেশনটি তৈরির কাজ চলছে পুরোদমে ৷ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হবে কাজ ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রী ও ধারওয়াদের সাংসদ প্রহ্লাদ যোশী সেখানে "থুতু ফেলা ঠিক নয়" প্রচার কর্মসূচি করেন ৷ ইয়ং ইন্ডিয়ার পক্ষ থেকে এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয় ৷ আগামী বছরের জানুয়ারি মাসের শেষেরই এই প্ল্যাটফর্মটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ প্রচারে এসে একথা ঘোষণা করেন প্রহ্লাদ যোশী ৷ তিনি আরও বলেন, ইয়ং ইন্ডিয়ার হুবলি-ধারওয়াদ প্রচার কর্মসূচি সমাজের বিভিন্ন ক্ষেত্রে উপযোগী ৷ থুতু ফেলা একটি খারাপ অভ্যাস ৷ উত্তর কর্নাটকে বহু মানুষ তামাক, গুটখা খেয়ে যেখানে সেখানে থুতু ফেলেন ৷

হুবলিতে তৈরি হতে চলেছে বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন

রাজ্যের বাণিজ্য-কেন্দ্র এবং দক্ষিণ-পশ্চিম রেলের সদর দপ্তর হুবলিতে এই দীর্ঘতম প্ল্যাটফর্মটি 2021 সালের জানুয়ারি মাসের শেষের মধ্যে তৈরি হয়ে যাবে ৷ এই প্রকল্পটি তৈরি করতে মোট খরচ হচ্ছে 90 কোটি টাকা ৷ উল্লেখ্য, উত্তরপ্রদেশের গোরখপুর রেল স্টেশন উত্তর-পূর্ব রেলের দীর্ঘতম স্টেশন ৷ যার দৈর্ঘ 1,366 মিটার ৷

হুবলি, 22 ডিসেম্বর : কর্নাটকের হুবলি স্টেশন ৷ এখানেই তৈরি হবে বিশ্বের সবথেকে দীর্ঘতম রেল স্টেশন ৷ যার প্ল্যাটফর্মের দৈর্ঘ হবে 1505 মিটার এবং প্রস্থ হবে 10 মিটার ৷ বর্তমানে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ 550 মিটার ৷ এর আগেই ওই প্ল্যাটফর্মটি 1,400 মিটার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷

স্টেশনটি তৈরির কাজ চলছে পুরোদমে ৷ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হবে কাজ ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রী ও ধারওয়াদের সাংসদ প্রহ্লাদ যোশী সেখানে "থুতু ফেলা ঠিক নয়" প্রচার কর্মসূচি করেন ৷ ইয়ং ইন্ডিয়ার পক্ষ থেকে এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয় ৷ আগামী বছরের জানুয়ারি মাসের শেষেরই এই প্ল্যাটফর্মটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ প্রচারে এসে একথা ঘোষণা করেন প্রহ্লাদ যোশী ৷ তিনি আরও বলেন, ইয়ং ইন্ডিয়ার হুবলি-ধারওয়াদ প্রচার কর্মসূচি সমাজের বিভিন্ন ক্ষেত্রে উপযোগী ৷ থুতু ফেলা একটি খারাপ অভ্যাস ৷ উত্তর কর্নাটকে বহু মানুষ তামাক, গুটখা খেয়ে যেখানে সেখানে থুতু ফেলেন ৷

হুবলিতে তৈরি হতে চলেছে বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন

রাজ্যের বাণিজ্য-কেন্দ্র এবং দক্ষিণ-পশ্চিম রেলের সদর দপ্তর হুবলিতে এই দীর্ঘতম প্ল্যাটফর্মটি 2021 সালের জানুয়ারি মাসের শেষের মধ্যে তৈরি হয়ে যাবে ৷ এই প্রকল্পটি তৈরি করতে মোট খরচ হচ্ছে 90 কোটি টাকা ৷ উল্লেখ্য, উত্তরপ্রদেশের গোরখপুর রেল স্টেশন উত্তর-পূর্ব রেলের দীর্ঘতম স্টেশন ৷ যার দৈর্ঘ 1,366 মিটার ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.