ETV Bharat / bharat

লক্ষ্য 2024 - সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হবে রেল, জানালেন পীযূষ গোয়েল

দিল্লিতে ভারত-ব্রাজিল বাণিজ্য ফোরামে অংশ নিয়ে পীযূষ গোয়েল বলেন, "ইতিমধ্যেই রেলের বৈদ্যুতিকরণের কাজ শুরু হয়ে গেছে  ৷  2024 সালের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি ৷ 2030 সালের মধ্যে সম্পূর্ণ রেল ব্যবস্থাই বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে । এর ফলে বায়ু দূষণ কমবে ৷ তিনি রেলের পরিকাঠামো উন্নয়নে ব্রাজিলের সঙ্গে হাত মেলানোর কথাও বলেন ৷

author img

By

Published : Jan 27, 2020, 9:23 PM IST

Indian Railway
ভারতীয় রেল

দিল্লি, 27 জানুয়ারি: 2024 সালের মধ্যে ভারতীয় রেলে 100 শতাংশ ক্ষেত্রে বিদ্যুৎ চালিত লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা ঘোষণা করল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ৷ তিনি বলেন, "পরিবেশ রক্ষার দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন ৷ 2030 সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে রেলকে সম্পূর্ণভাবে ‘নেট-জিরো এমিশন নেটওয়ার্ক’-এ পরিণত করার ৷ রেলের লোকোমোটিভ ইঞ্জিন থেকে নির্গত কার্বন দূষণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

দিল্লিতে ভারত-ব্রাজিল বাণিজ্য ফোরামে অংশ নিয়ে পীযূষ গোয়েল বলেন, "ইতিমধ্যেই রেলের বৈদ্যুতিকরণের কাজ শুরু হয়ে গেছে ৷ 2024 সালের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি ৷ 2030 সালের মধ্যে সম্পূর্ণ রেল ব্যবস্থাই বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে । এর ফলে বায়ু দূষণ কমবে ৷ তিনি রেলের পরিকাঠামো উন্নয়নে ব্রাজিলের সঙ্গে হাত মেলানোর কথাও বলেন ৷

ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা বিশ্বে চতুর্থ বৃহত্তম । এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত হবে বিশ্বের প্রথম দেশ হবে যেখানে এত বড়মাপের রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে । জলবায়ুর পরিবর্তন রুখতে সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারতও বায়ুতে কার্বন নিঃসরণ হ্রাস ও দূষণ রোধে উদ্যোগী হয়েছে ৷ নীতি আয়োগের তথ্য অনুযায়ী, 2014 সালে ভারতে রেল থেকে বাতাসে 6.84 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে ৷

আগের বছর পীযূষ গোয়েল বলেছিলেন, "কেন্দ্র কয়লাখনিগুলির উন্নয়নের মাধ্যমে কার্বন দূষণ কমানোর চেষ্টা চালাচ্ছে ৷ এর ফলে বহু নতুন শিল্পকেন্দ্র তৈরি হবে এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে ৷" সরকারি নথি অনুযায়ী, দৈনিক 2 কোটি 30 লাখ যাত্রী যাতায়াত করে ভারতীয় রেলে ৷ এত বড় রেল যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ বৈদ্যুতিকরণ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ।

এক বছরে জরিমানা দেড় কোটি! রেকর্ড সেন্ট্রাল রেলকর্মীর

দিল্লি, 27 জানুয়ারি: 2024 সালের মধ্যে ভারতীয় রেলে 100 শতাংশ ক্ষেত্রে বিদ্যুৎ চালিত লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা ঘোষণা করল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ৷ তিনি বলেন, "পরিবেশ রক্ষার দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন ৷ 2030 সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে রেলকে সম্পূর্ণভাবে ‘নেট-জিরো এমিশন নেটওয়ার্ক’-এ পরিণত করার ৷ রেলের লোকোমোটিভ ইঞ্জিন থেকে নির্গত কার্বন দূষণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

দিল্লিতে ভারত-ব্রাজিল বাণিজ্য ফোরামে অংশ নিয়ে পীযূষ গোয়েল বলেন, "ইতিমধ্যেই রেলের বৈদ্যুতিকরণের কাজ শুরু হয়ে গেছে ৷ 2024 সালের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি ৷ 2030 সালের মধ্যে সম্পূর্ণ রেল ব্যবস্থাই বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে । এর ফলে বায়ু দূষণ কমবে ৷ তিনি রেলের পরিকাঠামো উন্নয়নে ব্রাজিলের সঙ্গে হাত মেলানোর কথাও বলেন ৷

ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা বিশ্বে চতুর্থ বৃহত্তম । এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত হবে বিশ্বের প্রথম দেশ হবে যেখানে এত বড়মাপের রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে । জলবায়ুর পরিবর্তন রুখতে সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারতও বায়ুতে কার্বন নিঃসরণ হ্রাস ও দূষণ রোধে উদ্যোগী হয়েছে ৷ নীতি আয়োগের তথ্য অনুযায়ী, 2014 সালে ভারতে রেল থেকে বাতাসে 6.84 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে ৷

আগের বছর পীযূষ গোয়েল বলেছিলেন, "কেন্দ্র কয়লাখনিগুলির উন্নয়নের মাধ্যমে কার্বন দূষণ কমানোর চেষ্টা চালাচ্ছে ৷ এর ফলে বহু নতুন শিল্পকেন্দ্র তৈরি হবে এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে ৷" সরকারি নথি অনুযায়ী, দৈনিক 2 কোটি 30 লাখ যাত্রী যাতায়াত করে ভারতীয় রেলে ৷ এত বড় রেল যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ বৈদ্যুতিকরণ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ।

এক বছরে জরিমানা দেড় কোটি! রেকর্ড সেন্ট্রাল রেলকর্মীর

New Delhi, January 27 (ANI): The Government of Rajasthan under the leadership of Chief Minister Ashok Gehlot are making every effort for the development of the state. CM Gehlot is also making effort to promote Rajasthan's rich art and cultural heritage. The glimpse of which was seen on the 71st Republic Day Parade organised at Rajpath in New Delhi.After a long gap of four years, the state of Rajasthan got an opportunity to showcase its tableau during the Republic Day celebrations.The magic of Rajasthani folk art and culture mesmerized spectators present there. Tableau of Rajasthan, presentation by the artists and dance presented by students were the center of attraction.The tableau of Rajasthan depicted the splendor of heritage buildings along with the world famous heritage of Pink City Jaipur. It includes the entrance of the markets, monuments that depicts Tripolia Darwaza, Statue Circle and City Palace Gate.On the front portion of tableau, statue of Sawai Jai Singh, the founder of Jaipur was seen with an umbrella in a decorative marble stone, which makes the tableau even more attractive.In the trailer part of the tableau, the beautiful pink colored walls of the city of Jaipur were decorated with chhatris, mesh walls, etc. Folk artists were seen performing eleven kinds of famous puppet dances.Folk instrumentalists including sarangi, manjira, dholak were also played during the event.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.