দিল্লি, 13 মে : পরবর্তী নির্দেশিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত মেইল / এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন ও সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করল ভারতীয় রেল । 30 জুন পর্যন্ত যে যে ট্রেনের বুকিং হয়ে গেছিল, সেই সমস্ত ট্রেনের বুকিং বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাত্রীদের টিকিটের সম্পূর্ণ ভাড়া ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে ভারতীয় রেল ।
তবে চালু থাকবে শ্রমিক স্পেশালসহ অন্যান্য বিশেষ রেল পরিষেবা । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ট্রেনে ওঠার আগে সমস্ত যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হবে । যদি ভাইরাসের কোনও উপসর্গ ওই ব্যক্তির শরীরে দেখা না যায়, তবেই তাঁকে ট্রেনে উঠতে দেওয়া হবে ।
স্বাস্থ্যপরীক্ষায় যদি কারও জ্বর বা অন্য কোনও কোরোনার উপসর্গ দেখা দেয়, তবে কনফার্ম টিকিট থাকলেও ওই যাত্রীকে ট্রেনে উঠতে দেওয়া হবে না । সেক্ষেত্রে যাত্রীর টিকিটের পুরো ভাড়া ফেরত দেবে রেল ।
দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে পুরো ভাড়া ফেরত পাওয়া যাবে -
- যদি একটি PNR নম্বরে একজন যাত্রীরই নাম থাকে, তবে তাঁকে পুরো ভাড়া ফেরত দেওয়া হবে ।
- একটি PNR নম্বরে একাধিক যাত্রীর ক্ষেত্রে যদি কোনও একজনের শরীরে উপসর্গ দেখা দেয়, এবং যদি বাকিরাও সেক্ষেত্রে ট্রেনে না যান, তবে পুরো ভাড়া ফেরত দেবে রেল ।
- একটি PNR নম্বরে একাধিক যাত্রীর ক্ষেত্রে যদি কোনও একজনের শরীরে উপসর্গ দেখা দেয়, এবং যদি বাকিরা ট্রেনে যেতে চান, তবে শুধুমাত্র ওই একজনেরই টিকিটের ভাড়া ফেরত দেবে রেল ।রেলমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি