ETV Bharat / bharat

ভারতীয় জলসীমায় চিনা সেনার জাহাজ, ফেরত পাঠাল নৌসেনা - ভারতীয় জলসীমা

ভারতীয় জলসীমা থেকে চিনের নৌসেনার জাহাজকে ফেরত পাঠাল ভারতীয় নৌসেনা ৷ ভৌগোলিক অবস্থানের কারণে দ্বীপপুঞ্জ এলাকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভালো নজর রাখা সম্ভব ভারতের পক্ষে ৷ চিনা জাহাজটি দ্বীপপুঞ্জের আশপাশের এলাকায় ভারতীয় গতিবিধির উপর নজর রাখার জন্যও ব্যবহার করা হতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল ৷

Indo-China
চিনা জাহাজ
author img

By

Published : Dec 3, 2019, 10:23 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : চিনের নৌসেনার জাহাজকে ফেরত পাঠাল ভারতীয় নৌসেনা ৷ আজ আন্দামান সাগরের কাছে ভারতের বিশেষ অর্থনৈতিক জলসীমার (এক্সক্লুসিভ ইকোনমিক জ়োন) মধ্যে ঢুকে পড়েছিল চিনা লাল ফৌজের এক গবেষণা জাহাজ শি ইয়ান-1 ৷ নৌসেনা সূত্রে আজ এমনই জানানো হয়েছে ৷

ভৌগোলিক অবস্থানের কারণে দ্বীপপুঞ্জ এলাকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভালো নজর রাখা সম্ভব ভারতের পক্ষে ৷ জাহাজটি দ্বীপপুঞ্জের আশেপাশের এলাকায় ভারতীয় গতিবিধির উপর নজর রাখার জন্যও ব্যবহার করা হতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল ৷

ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং আজ বলেন, " এই বিশেষ জলসীমা কেউ ব্যবহার করতে চাইলে ভারতীয় নৌসেনাকে আগে জানানো দরকার ৷ " বিনা অনুমতিতে জলসীমার মধ্যে ঢুকে পড়ার জন্য ওই চিনা জাহাজকে ফেরত যেতে বাধ্য করল ভারতীয় নৌসেনা ৷

"আমাদের জলসীমার মধ্যে কেউ কাজ করতেই পারেন ৷ কিন্তু তার জন্য উপযুক্ত অনুমতি থাকা প্রয়োজন ৷" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ বলেন অ্যাডমিরাল করমবীর সিং ৷ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে চিনা নৌসেনার গবেষণা জাহাজ শি ইয়ান-1 ৷ নৌসেনার নজরদারি বিমানে প্রথম ধরা পড়ে বিষয়টি ৷

আইন অনুসারে ভারতীয় জলসীমা অন্য কোনও দেশ গবেষণার কাজে ব্যবহার করতে পারে না ৷ এই কারণেই খবর পেয়েই চিনা জাহাজকে এলাকাছাড়া করে ভারতীয় নৌসেনা ৷ জানা গেছে, ভারতীয় নৌসেনা থেকে সতর্ক করার পরেই চিনা গবেষণা জাহাজটি অভিমুখ পালটায় ৷ গতিপথ বদলে সম্ভবত চিনের দিকে রওনা হয়েছে শি ইয়ান-1 ৷

দিল্লি, 3 ডিসেম্বর : চিনের নৌসেনার জাহাজকে ফেরত পাঠাল ভারতীয় নৌসেনা ৷ আজ আন্দামান সাগরের কাছে ভারতের বিশেষ অর্থনৈতিক জলসীমার (এক্সক্লুসিভ ইকোনমিক জ়োন) মধ্যে ঢুকে পড়েছিল চিনা লাল ফৌজের এক গবেষণা জাহাজ শি ইয়ান-1 ৷ নৌসেনা সূত্রে আজ এমনই জানানো হয়েছে ৷

ভৌগোলিক অবস্থানের কারণে দ্বীপপুঞ্জ এলাকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভালো নজর রাখা সম্ভব ভারতের পক্ষে ৷ জাহাজটি দ্বীপপুঞ্জের আশেপাশের এলাকায় ভারতীয় গতিবিধির উপর নজর রাখার জন্যও ব্যবহার করা হতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল ৷

ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং আজ বলেন, " এই বিশেষ জলসীমা কেউ ব্যবহার করতে চাইলে ভারতীয় নৌসেনাকে আগে জানানো দরকার ৷ " বিনা অনুমতিতে জলসীমার মধ্যে ঢুকে পড়ার জন্য ওই চিনা জাহাজকে ফেরত যেতে বাধ্য করল ভারতীয় নৌসেনা ৷

"আমাদের জলসীমার মধ্যে কেউ কাজ করতেই পারেন ৷ কিন্তু তার জন্য উপযুক্ত অনুমতি থাকা প্রয়োজন ৷" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ বলেন অ্যাডমিরাল করমবীর সিং ৷ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে চিনা নৌসেনার গবেষণা জাহাজ শি ইয়ান-1 ৷ নৌসেনার নজরদারি বিমানে প্রথম ধরা পড়ে বিষয়টি ৷

আইন অনুসারে ভারতীয় জলসীমা অন্য কোনও দেশ গবেষণার কাজে ব্যবহার করতে পারে না ৷ এই কারণেই খবর পেয়েই চিনা জাহাজকে এলাকাছাড়া করে ভারতীয় নৌসেনা ৷ জানা গেছে, ভারতীয় নৌসেনা থেকে সতর্ক করার পরেই চিনা গবেষণা জাহাজটি অভিমুখ পালটায় ৷ গতিপথ বদলে সম্ভবত চিনের দিকে রওনা হয়েছে শি ইয়ান-1 ৷

Khunti (Jharkhand), Dec 03 (ANI): While addressing a public rally in Jharkhand's Khunti, Prime Minister Narendra Modi on December 03 said, "A prince leaves from Ayodhya and after 14 years of 'vanvaas', on his return, he becomes 'Maryada Purushottam Ram' because Prince Ram spent those years with 'adivasis'."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.