দিল্লি, 6 মে : কোরোনা মোকাবিলায় ভারতীয় নৌসেনার নতুন অভিযান "সমুদ্র সেতু" । এই সপ্তাহেই শুরু হতে চলেছে ভারতীয় নৌ সেনার এই নতুন কার্যক্রম । কোরোনা সংক্রমণের ফলে বিশ্বের বহুদেশে লকডাউন চলছে । এরফলে প্রবাসে বহু ভারতীয় নাগরিক আটকে আছেন । বিদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারতীয় নৌবাহিনী অপারেশন "সমুদ্র সেতু" চালু করেছে - যার অর্থ "Sea Bridge"।
ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ জলাশওয়া এবং ANS মাগার বর্তমানে নোঙর ফেলেছে মালদ্বীপের মালা বন্দরে । নৌবাহিনী ফেজ -1 এর অংশ হিসাবে 8 মে থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হবে।
প্রবাসে ভারতীয় নাগরিকদের পরিস্থিতি সরকার নজরে রেখেছে। ভারতীয় নৌবাহিনীকে সমুদ্রপথে তাঁদের ফিরিয়ে আনার উপযুক্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মালদ্বীপে আটকে থাকা ভারতীয়দের একটা তালিকা প্রস্তুত করা হয়েছে । প্রথম ধাপে 1 হাজার জনকে ফিরিয়ে আনা হবে । ফিরিয়ে আনার আগে তাঁদের মেডিকেল স্ক্রিনিং করা হবে । জাহাজের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের দেশে ফেরাবার ব্যবস্থা করা হবে ।
এই উদ্ধার অপারেশনে কোরোনা প্রতিরোধের সমস্ত ব্যবস্থা নেওয়া হবে । উদ্ধারকারীদের কোরোনা প্রতিরোধের প্রাথমিক সমস্ত সর্তকতা নেওয়া হবে । প্রবাসে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে এনে কেরালার কোচি বন্দরে নামিয়ে দেওয়া হবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে । নৌ-বাহিনীর এই অপারেশনে সাহায্য করছে কেন্দ্রীয় প্রতিরক্ষা, বিদেশ, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রক সহ বিভিন্ন সংস্থা ও দেশের বিভিন্ন রাজ্য সরকার। প্রবাসীদের ফিরিয়ে আনার পর কোচি বন্দর থেকে তাঁদের প্রত্যেকের বাড়ি ফেরার বিষয়ে সমস্ত দায়িত্ব থাকবে দেশের বিভিন্ন রাজ্য সরকারের উপর ৷