দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী থেকে শুরু করে রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের মেয়াদ শেষের আগে ইস্তফা । কখনও PMC-র কারচুপি কখনও ভূষণ স্টিলের ৩৮০০ কোটি টাকার জালিয়াতি । তার উপর বড় ধাক্কা GDP-র নিম্নমুখী হার । পরিস্থিতির সামালে দিতে কী কী পদক্ষেপ করল সরকার । একনজরে দেখে নেওয়া যাক এবছরের অর্থনীতির হাল-হকিকৎ ।
- GDP । এবছরের অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা । কমতে থাকে GDP-র হার । ২০১৮-১৯ অর্থবর্ষে জানুয়ারি মার্চে GDP-র পরিমাণ কমে ৫.৮ শতাংশ । ২০১৭-১৮ অর্থবর্ষে পরিমাণ ছিল ৮.১ শতাংশ । চলতি অর্থবর্ষে এপ্রিল-জুনে ৫ শতাংশ এরপর সেপ্টেম্বরে ৪.৫ শতাংশ হয় ।
- চাপের মুখে অটো মোবাইল, ব্যাঙ্কিং ও রিয়েল এস্টেট সেক্টর । সর্বাধিক চাপে পড়েছে অটো মোবাইল সেক্টরে । সোসাইটি অফ ইন্ডিয়ান অটো মোবাইল ম্যানুফ্যাকচারসের পরিসংখ্যান অনুযায়ী এবছর দেশের অভ্যন্তরেই বিক্রির পরিমাণ কমতে শুরু করে । এর মধ্যে বিক্রি অগাস্ট ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৩.৫৫ ও ২২.৪১ শতাংশ কমে । একারণে কর্মী ছাঁটাই শুরু হয় । নড়বড়ে পরিস্থতি ব্যাঙ্ক ও রিয়েল এস্টেট সেক্টরেও ।
- লোকসভা নির্বাচনের জন্য এবছর দুটি বাজেট পেশ হয় । ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট ও জুলাইতে কেন্দ্রীয় বাজেট পেশ হয় ।
- 2019 সালে 31 মে ভারতের অর্থমন্ত্রী হন নির্মলা সীতারমন । ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী । 5 জুলাই তাঁর প্রথম বাজেট পেশ করেন সীতারমন ।
- দীর্ঘ দিন ধরেই দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির রক্তচাপ বাড়াচ্ছে অনুৎপাদক সম্পদের বোঝা (NPA) । ৭৬,০০০ কোটি টাকার ঋণ মুছল স্টেট ব্যাঙ্ক । রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গত মার্চের হিসেব অনুযায়ী ২২০ জন ঋণ খেলাপির মোট ৭৬,০০০ কোটি টাকা অনাদায়ী ঋণ হিসেবের খাতা থেকে মুছে ফেলেছে স্টেট ব্যাঙ্ক । যাঁদের প্রত্যেকের ধার ছিল ১০০ কোটি টাকার বেশি ।
- ৬-৭ বছর ধরে RBI-কে ভুল তথ্য দিয়ে কারচুপি । সংকটে PMC (পঞ্জাব-মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক) । এর জেরে PMC ব্যাঙ্ক থেকে সাসপেন্ড করা জয় থমাসকে । তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । RBI-র পাশাপাশি ব্যাঙ্কের পরিচালন বোর্ড বা কাউকে কিছু না জানিয়েই হাউজিং ডেভলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (HDIL)-এর প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণকে নন প্রফিটেবল অ্যাসেট (NPA) হিসেবে দেখাননি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর জয় থমাস ।
- ৩৮০০ কোটি টাকার জালিয়াতি । ভূষণ স্টিলের বিরুদ্ধে অভিযোগ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ( PNB) । অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে একটি কনসর্টিয়ামে থাকা অনেকগুলি ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেড । পরে বিষয়টি RBI-র নজরে আনা হয় ।
- মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য । ২০২০-র ফেব্রুয়ারিতে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল । এর আগে উর্জিত পটেলের ইস্তফা নিয়েও জোর জল্পনা শুরু হয় ।
- ১০ জানুয়ারি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য GST ছাড়ের সীমা দ্বিগুণ করা হয় । বছরে তার পরিমাণ ২০ লাখ টাকা থেকে বেড়ে হল ৪০ লাখ টাকা হল । আর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে তা দ্বিগুণ হয়ে দাঁড়াল ২০ লাখ টাকায় । 1 এপ্রিল থেকেই তা কার্যকর হয় । তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ঘোষণা করেন ।
- ঋণ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ICICI ব্যাঙ্কের প্রাক্তন CEO ও ম্যানেজিং ডিরেক্টর ছন্দা কোছার এবং ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতের বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) কর্তারা । ছন্দার বিরুদ্ধে অভিযোগ, তাঁর ক্ষমতাবলে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর ধূতকে । ওই সময় ICICI-সহ ২০টি ব্যাঙ্কের কাছ থেকে ৪০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর ।
- প্রকল্পের জন্য ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকায় কারচুপি । পরে বিদেশে বিপুল সম্পত্তি কেনার অভিযোগ উঠল দেওয়ান হাজ়িং ফিনান্স লিমিটেড (DHFL)-এর বিরুদ্ধে । টাকার অঙ্ক ৩১ হাজার কোটিরও বেশি । কোবরাপোস্ট নামে এক অম্তর্তদন্তমূলক পোর্টালে এই তথ্য প্রকাশিত হয় । অভিযোগ, ঋণের টাকা দিয়ে দেশের বাইরে প্রোমোটারি ব্যবসায় ও বিপুল সম্পত্তি কেনায় লাগানো হয়েছে ।
- রেপো রেট । যে সুদে RBI -র থেকে স্বল্প মেয়াদে ধার নেয় বাণিজ্যিক ব্যাঙ্ক । প্রায় ১৮ মাস পর রেপো রেট কমাল RBI। এতে সাধারণ ঋণগ্রহীতারা আশার আলো দেখল । বাড়ি, গাড়ি, ভোগ্যপণ্যের ঋণেও সুদ ছাঁটতে পারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ।
- অ্যামেরিকায় এত দিন বিনা শুল্কে পণ্য পাঠানোর বিশেষ সুবিধা পেত ভারত । এ বার তা তুলে নেওয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ওই সুবিধা পেত প্রায় ১ হাজার ৯০০টি ভারতীয় পণ্য । যার মূল্য ৫৬০ কোটি মার্কিন ডলার ।
- 2019 লোকসভা ভোটে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা । যা বিশ্বের যে কোনও দেশের ভোটের খরচের থেকে অনেক বেশি । নয়াদিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজ়ের দাবি, এবার ভোটের বিজ্ঞাপনেই খরচ হয়েছে প্রায় ২৬০০ কোটি টাকা ।
- এবছর ঋণভারে জর্জরিত জেট এয়ারওয়েজ়ের সঙ্গে সব সম্পর্ক কার্যত ছিন্ন করলেন প্রতিষ্ঠাতা নরেশ গয়াল ও তাঁর স্ত্রী অনিতা । এয়ারওয়েজের বোর্ডেও আর তাঁদের কোনও শেয়ার থাকছে না ।
পরিস্থতির সামাল দেওয়ার চেষ্টায় বর্তমান সরকার
- GST- কাউন্সিলের ৩৭ তম বৈঠকের আগে কর্পোরেট ট্যাক্সে ছাড় এবং কিছুটা হলেও কম্পানিগুলিকে অক্সিজেন জুগিয়েছে । রিয়েল্টি সেক্টরে আর্থিক সাহায্যের ঘোষণা । ১০,০০০ কোটি টাকার ন্যাশনাল ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড তৈরির ঘোষণা । এম এস এমই সেক্টরে আর্থিক সাহায্যের ঘোষণা । আর বি আই ও দেশের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে ফেব্রুয়ারি থেকে রেপো রেটে ছাড় না বাড়া দেখতে হবে । দেওয়া শুরু করে । কেন্দ্রীয় ব্যাঙ্কও এবছর রেপো রেটে ১.৩৫ শতাংশ ছাড় দেয় ।