ETV Bharat / bharat

ইমরান খানের বক্তব্যের শুরুতেই রাষ্ট্রসংঘের অধিবেশনকক্ষ ত্যাগ ভারতীয় প্রতিনিধির - ইমরান খানের বক্তব্যে ভারতের অভ্যন্তরীণ বিষয়

চলতি বছরে রাষ্ট্রসংঘের 75 তম অধিবেশন হচ্ছে ভার্চুয়ালি৷ সেখানেই গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর বক্তব্য রাখেন ৷ কিন্তু বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গে হল ছেড়ে বেরিয়ে যান ভারতীয় প্রতিনিধি ।

UN assembly
রাষ্ট্রসংঘের বৈঠক ত্যাগ ভারতীয় প্রতিনিধির
author img

By

Published : Sep 26, 2020, 9:59 AM IST

নিউইয়র্ক , 26 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের 75 তম সাধারণ অধিবেশনে ইমরান খানের বক্তৃতা শুরুর সঙ্গে সঙ্গে অধিবেশনকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন ভারতের প্রতিনিধি মিজিতো ভিনিতো ৷ ইমরান খান তাঁর বক্তৃতায় ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেন ৷ ইমরান খানের এই বক্তব্যকে নিম্নমানের কূটনীতি বলে উল্লেখ করেছেন রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি ৷

এই বিষয়ে টি এস তিরুমূর্তি টুইটারে লেখেন, ইমরান খানের বক্তব্য একটি নিম্নমানের কূটনীতি ৷ ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার , ব্যক্তিগত আক্রমণ জারি রেখেছে পাকিস্তান ৷ বক্তৃতায় জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার উপস্থিতি, সেখানে সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে বলেছেন ৷ ইমরান খানের পূর্বে রেকর্ড করা এই বক্তৃতার শুরুর সময় হল থেকে বেরিয়ে এসেছিলেন ভারতীয় প্রতিনিধি মিজিতো ভিনিতো ৷

ইমরান খান তাঁর বক্তব্যে দাবি করেছেন, পাকিস্তান সর্বদা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। এই লক্ষে, ভারত 2019 সালের 5 অগাস্ট যে ব্যবস্থা গ্রহণ করেছে তা ফিরিয়ে দিতে হবে ৷ জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া জবাব দেয় ভারত। জানিয়ে দেয়, জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ৷ জম্মু ও কাশ্মীরে জারি বিধি ও আইন ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷

ভিনিতো বলেন, "ইমরান খান সেই ব্যক্তি যিনি জুলাইয়ে সংসদে জঙ্গি ওসামা বিন লাদেনকে শহিদ হিসাবে উল্লেখ করেছিলেন।"

নিউইয়র্ক , 26 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের 75 তম সাধারণ অধিবেশনে ইমরান খানের বক্তৃতা শুরুর সঙ্গে সঙ্গে অধিবেশনকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন ভারতের প্রতিনিধি মিজিতো ভিনিতো ৷ ইমরান খান তাঁর বক্তৃতায় ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেন ৷ ইমরান খানের এই বক্তব্যকে নিম্নমানের কূটনীতি বলে উল্লেখ করেছেন রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি ৷

এই বিষয়ে টি এস তিরুমূর্তি টুইটারে লেখেন, ইমরান খানের বক্তব্য একটি নিম্নমানের কূটনীতি ৷ ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার , ব্যক্তিগত আক্রমণ জারি রেখেছে পাকিস্তান ৷ বক্তৃতায় জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার উপস্থিতি, সেখানে সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে বলেছেন ৷ ইমরান খানের পূর্বে রেকর্ড করা এই বক্তৃতার শুরুর সময় হল থেকে বেরিয়ে এসেছিলেন ভারতীয় প্রতিনিধি মিজিতো ভিনিতো ৷

ইমরান খান তাঁর বক্তব্যে দাবি করেছেন, পাকিস্তান সর্বদা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। এই লক্ষে, ভারত 2019 সালের 5 অগাস্ট যে ব্যবস্থা গ্রহণ করেছে তা ফিরিয়ে দিতে হবে ৷ জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া জবাব দেয় ভারত। জানিয়ে দেয়, জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ৷ জম্মু ও কাশ্মীরে জারি বিধি ও আইন ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷

ভিনিতো বলেন, "ইমরান খান সেই ব্যক্তি যিনি জুলাইয়ে সংসদে জঙ্গি ওসামা বিন লাদেনকে শহিদ হিসাবে উল্লেখ করেছিলেন।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.