ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ছবি গুগল ডুডলে - দিল্লি

71তম সাধারণতন্ত্র দিবসে গুগল ডুডলে ভারতীয় সংষ্কৃতির ঐতিহ্য । মেরু শেঠের চিত্র ।

Indian Culture on Google Doodle
গুগল ডুডলে ভারতীয় সংষ্কৃতি
author img

By

Published : Jan 26, 2020, 2:53 PM IST

দিল্লি, 26 জানুুয়ারি: আজ ভারতের 71তম সাধারণতন্ত্র দিবস । সারা দেশ গেরুয়া-সাদা-সবুজে রঙিন । ইন্ডিয়া গেট থেকে শুরু করে তাজমহল সবেতেই তেরঙার ছাপ । বাদ পড়েনি ইন্টারনেটের বিভিন্ন সার্চইঞ্জিন । গুগলও ব্যতিকর্ম নয় ৷ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে ডুডলে রেখে শ্রদ্ধা জানাল তারা ৷ দেশের শিল্প-সংস্কৃতি, সমাজ-পরিবেশ নিয়ে সিঙ্গাপুরের চিত্রশিল্পী মেরু শেঠের তৈরি আজকের এই ডুডল । এই ছবিতে রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর, ইণ্ডিয়া গেট, তাজমহল, হাতি, উট, অটোরিকশাসহ আরও অনেক কিছু । বিশেষ দিনে গুগলের ডুডল পরিবর্তন করা হয় । সাধারণতন্ত্র দিবসেও তেমনই হল ।

27 সেপ্টেম্বর 1998 সালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে প্রথম শুরু হয়েছিল সার্চ ইঞ্জিন গুগল । যেটি এই মূহুর্তে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী ওয়েবসাইট । 21-এ পা রেখে আজ স্বাধীন ভারতের 71তম সাধারণতন্ত্র দিবসের ঐতিহ্য বহনের ছবি ধরা পড়ল গুগল ডুডলে । শুধু ভারতের নয়, বিশ্বের প্রতিটি মহাদেশের বিশেষ দিনগুলিকে বিশেষ লোগোর মাধ্যমে উদযাপিত করা হয় ।

15 আগস্ট, 1947 সালে দেশ স্বাধীন হয় । তবে দেশের শাসনতন্ত্র ছিল ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্ট ব্যাটেনের অধীনে । যেহেতু তখনও দেশের স্থায়ী সংবিধান তৈরি হয়নি সেহেতু সংবিধান গঠনের কাজ চলছিল । ওই বছরেই 28 অগাস্ট স্বাধীন ভারতের স্থায়ী সংবিধানের জন্য একটি খসড়া প্রস্তুতকারী কমিটি গঠন করা হয়েছিল । ওই কমিটির চেয়ারম্যান পদে ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর । 4 নভেম্বর প্রথম একটি খসড়া গণপরিষদে জমা পড়ে । খসড়া সংশোধনের জন্য প্রায় 166 বার অধিবেশন ডাকা হয় । অবশেষে চূড়ান্ত সংবিধান কার্যকরী করা হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি । সেই থেকে ভারতে সাধারণতন্ত্র দিবস পালন করা হয় আজকের দিনটিতে ৷

দিল্লি, 26 জানুুয়ারি: আজ ভারতের 71তম সাধারণতন্ত্র দিবস । সারা দেশ গেরুয়া-সাদা-সবুজে রঙিন । ইন্ডিয়া গেট থেকে শুরু করে তাজমহল সবেতেই তেরঙার ছাপ । বাদ পড়েনি ইন্টারনেটের বিভিন্ন সার্চইঞ্জিন । গুগলও ব্যতিকর্ম নয় ৷ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে ডুডলে রেখে শ্রদ্ধা জানাল তারা ৷ দেশের শিল্প-সংস্কৃতি, সমাজ-পরিবেশ নিয়ে সিঙ্গাপুরের চিত্রশিল্পী মেরু শেঠের তৈরি আজকের এই ডুডল । এই ছবিতে রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর, ইণ্ডিয়া গেট, তাজমহল, হাতি, উট, অটোরিকশাসহ আরও অনেক কিছু । বিশেষ দিনে গুগলের ডুডল পরিবর্তন করা হয় । সাধারণতন্ত্র দিবসেও তেমনই হল ।

27 সেপ্টেম্বর 1998 সালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে প্রথম শুরু হয়েছিল সার্চ ইঞ্জিন গুগল । যেটি এই মূহুর্তে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী ওয়েবসাইট । 21-এ পা রেখে আজ স্বাধীন ভারতের 71তম সাধারণতন্ত্র দিবসের ঐতিহ্য বহনের ছবি ধরা পড়ল গুগল ডুডলে । শুধু ভারতের নয়, বিশ্বের প্রতিটি মহাদেশের বিশেষ দিনগুলিকে বিশেষ লোগোর মাধ্যমে উদযাপিত করা হয় ।

15 আগস্ট, 1947 সালে দেশ স্বাধীন হয় । তবে দেশের শাসনতন্ত্র ছিল ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্ট ব্যাটেনের অধীনে । যেহেতু তখনও দেশের স্থায়ী সংবিধান তৈরি হয়নি সেহেতু সংবিধান গঠনের কাজ চলছিল । ওই বছরেই 28 অগাস্ট স্বাধীন ভারতের স্থায়ী সংবিধানের জন্য একটি খসড়া প্রস্তুতকারী কমিটি গঠন করা হয়েছিল । ওই কমিটির চেয়ারম্যান পদে ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর । 4 নভেম্বর প্রথম একটি খসড়া গণপরিষদে জমা পড়ে । খসড়া সংশোধনের জন্য প্রায় 166 বার অধিবেশন ডাকা হয় । অবশেষে চূড়ান্ত সংবিধান কার্যকরী করা হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি । সেই থেকে ভারতে সাধারণতন্ত্র দিবস পালন করা হয় আজকের দিনটিতে ৷

Charaideo, Dibrugarh (Assam), Jan 26 (ANI): At least 4 explosions took place in Dibrugarh, Charaideo districts of Assam as the country celebrated Republic Day on Jan 26. First blast took place at a shop in Graham Bazaar located near NH 37. Another blast took place near a Gurdwara in Dibrugarh. Police and other officials have reached the spot. Dog squad team are also present at the crime spot. Further investigations are underway.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.