ETV Bharat / bharat

7 মে নেপালে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে পারে কেন্দ্র : সুপ্রিম কোর্ট

author img

By

Published : May 5, 2020, 7:46 PM IST

নেপালের নাগরিকদের দেশে ফেরানোর ও নেপালে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর আবেদনের রায় দিল সুপ্রিম কোর্ট ৷

Indian citizens stranded in Nepal to be brought back from May 7: Centre to SC
আগামী 7 মে নেপালে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে পারে কেন্দ্র : সুপ্রিম কোর্ট

দিল্লি, 5 মে : নেপালের নাগরিকদের দেশে ফেরানোর ও নেপালে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর আবেদনের রায় দিল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চ আবেদনটির নিষ্পত্তি করে ।

আবেদনকারীর আইনজীবী কলিন গনজ়ালভেস বলেন, এর আগে অনেক নাগরিককেই ফেরত পাঠানো হয়েছে ৷ তবে, চম্পাওয়ার, লোহারঘাট ও ভানু বাজারে এখনও প্রায় 214 জন আটকে রয়েছেন । সরকারের জানা উচিত, এই জায়গাগুলিতে শ্রমিকরা এখনও আটকে আছেন ৷

তিনি আরও বলেন , "বর্তমানে পরিস্থিতিতে প্রায় 1000 ভারতীয় নেপালে আটকে পড়েছেন ৷ সেখানের সরকার গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে তারা বিদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনবে । "

SG তুষার মেহতা এবিষয়ে আদালতে বলেন , " 7 মে থেকে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফিরিয়ে আনা যেতে পারে ৷ তাই নেপালের নাগরিকদেরও ফেরানো যেতে পারে ৷ "

দিল্লি, 5 মে : নেপালের নাগরিকদের দেশে ফেরানোর ও নেপালে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর আবেদনের রায় দিল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চ আবেদনটির নিষ্পত্তি করে ।

আবেদনকারীর আইনজীবী কলিন গনজ়ালভেস বলেন, এর আগে অনেক নাগরিককেই ফেরত পাঠানো হয়েছে ৷ তবে, চম্পাওয়ার, লোহারঘাট ও ভানু বাজারে এখনও প্রায় 214 জন আটকে রয়েছেন । সরকারের জানা উচিত, এই জায়গাগুলিতে শ্রমিকরা এখনও আটকে আছেন ৷

তিনি আরও বলেন , "বর্তমানে পরিস্থিতিতে প্রায় 1000 ভারতীয় নেপালে আটকে পড়েছেন ৷ সেখানের সরকার গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে তারা বিদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনবে । "

SG তুষার মেহতা এবিষয়ে আদালতে বলেন , " 7 মে থেকে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফিরিয়ে আনা যেতে পারে ৷ তাই নেপালের নাগরিকদেরও ফেরানো যেতে পারে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.