ETV Bharat / bharat

"ব্যাট নয়, ওরা ব্যাটম্যান"; বিহার রেজিমেন্টের অবদানকে কুর্নিশ ভারতীয় সেনার - ভারতীয় সেনা

কার্গিল যুদ্ধে বিহার রেজিমেন্টের অবাদনকে কুর্নিশ জানাল ভারতীয় সেনা । সেই ঘটনা উল্লেখ করে পোস্ট করা হল ভিডিয়ো।

Bihar regiment of indian army
ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট
author img

By

Published : Jun 22, 2020, 1:36 AM IST

Updated : Jun 22, 2020, 1:44 AM IST

দিল্লি, 22 জুন : কার্গিল যুদ্ধে বিহার রেজিমেন্টের অবদানকে স্মরণ করল ভারতীয় সেনা। পাশাপাশি একটি ভিডিয়ো টুইট করে বিহার রেজিমেন্টের জওয়ানদের সাহস এবং বীরত্বকে কুর্নিশ জানানো হয়। "The Saga of #DhruvaWarriors and The Lions of #BiharRegiment ‌। লড়াই করার জন্য জন্মেছে । ওরা বাদুড় নয়, ব্যাটম্যান ।" এভাবে সম্মান জানানো হয় ।

নর্দান কমান্ডোর তরফে টুইটারে লেখা হয়, “প্রত্যেক সোমবারের পর একটা মঙ্গলবার আসে । বজরং বলি কি জয় ।” বিহার রেজিমেন্টের জওয়ানরা যখন যুদ্ধক্ষেত্রে যান, তখন বজরং বলি কি জয় স্লোগান দেন । 1 মিনিট 57 সেকেন্ডের ওই ভিডিয়োতে 1857 থেকে 1999 পর্যন্ত বিহার রেজিমেন্টের সমস্ত কঠিন মিশনের স্মৃতি তুলে ধরা হয়েছে । এরমধ্যে কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনার থেকে একটি স্ট্র্যাটেজিক এলাকা ছিনিয়ে নেওয়ার ভিডিয়ো রয়েছে । ভিডিয়োতে ভয়েস দেওয়া মেজর অখিল প্রতাপ বলেছেন, “21 বছর আগে এই জুন মাসে কার্গিলে অনুপ্রবেশকারীদের রক্ত ঝরিয়েছিল বিহার রেজিমেন্ট । ওই তীব্র ঠান্ডায় নিজেদের আগে থেকে তৈরি করে রেখেছিলেন জওয়ানরা। সাহসের সঙ্গে অনুপ্রবেশকারীদের হটিয়ে গর্বের সঙ্গে ফিরে এসেছিলেন ।”

গত সপ্তাহে পূর্ব লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন কর্নেল সন্তোষবাবু । তাঁঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সেনা । 16 বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন সন্তোষবাবু । মধ্যরাতে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে যে 20জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন, কর্নেলবাবু তাঁদের মধ্যে একজন । স্বাধীনতার পর ভারতীয় সেনা যত বড় যুদ্ধ লড়েছে তার প্রত্যেকটায় অংশ নিয়েছে বিহার রেজিমেন্ট । এর মধ্যে কার্গিল যুদ্ধ অন্যতম । ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং সোমালিয়ায় রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা অপারেশনে অংশ নিয়েছিল বিহার রেজিমেন্ট ।

দিল্লি, 22 জুন : কার্গিল যুদ্ধে বিহার রেজিমেন্টের অবদানকে স্মরণ করল ভারতীয় সেনা। পাশাপাশি একটি ভিডিয়ো টুইট করে বিহার রেজিমেন্টের জওয়ানদের সাহস এবং বীরত্বকে কুর্নিশ জানানো হয়। "The Saga of #DhruvaWarriors and The Lions of #BiharRegiment ‌। লড়াই করার জন্য জন্মেছে । ওরা বাদুড় নয়, ব্যাটম্যান ।" এভাবে সম্মান জানানো হয় ।

নর্দান কমান্ডোর তরফে টুইটারে লেখা হয়, “প্রত্যেক সোমবারের পর একটা মঙ্গলবার আসে । বজরং বলি কি জয় ।” বিহার রেজিমেন্টের জওয়ানরা যখন যুদ্ধক্ষেত্রে যান, তখন বজরং বলি কি জয় স্লোগান দেন । 1 মিনিট 57 সেকেন্ডের ওই ভিডিয়োতে 1857 থেকে 1999 পর্যন্ত বিহার রেজিমেন্টের সমস্ত কঠিন মিশনের স্মৃতি তুলে ধরা হয়েছে । এরমধ্যে কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনার থেকে একটি স্ট্র্যাটেজিক এলাকা ছিনিয়ে নেওয়ার ভিডিয়ো রয়েছে । ভিডিয়োতে ভয়েস দেওয়া মেজর অখিল প্রতাপ বলেছেন, “21 বছর আগে এই জুন মাসে কার্গিলে অনুপ্রবেশকারীদের রক্ত ঝরিয়েছিল বিহার রেজিমেন্ট । ওই তীব্র ঠান্ডায় নিজেদের আগে থেকে তৈরি করে রেখেছিলেন জওয়ানরা। সাহসের সঙ্গে অনুপ্রবেশকারীদের হটিয়ে গর্বের সঙ্গে ফিরে এসেছিলেন ।”

গত সপ্তাহে পূর্ব লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন কর্নেল সন্তোষবাবু । তাঁঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সেনা । 16 বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন সন্তোষবাবু । মধ্যরাতে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে যে 20জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন, কর্নেলবাবু তাঁদের মধ্যে একজন । স্বাধীনতার পর ভারতীয় সেনা যত বড় যুদ্ধ লড়েছে তার প্রত্যেকটায় অংশ নিয়েছে বিহার রেজিমেন্ট । এর মধ্যে কার্গিল যুদ্ধ অন্যতম । ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং সোমালিয়ায় রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা অপারেশনে অংশ নিয়েছিল বিহার রেজিমেন্ট ।

Last Updated : Jun 22, 2020, 1:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.