দিল্লি, 9 জুলাই : জওয়ানদের ফেসবুক, টিকটকসহ 89টি অ্যাপ ডিলিটের নির্দেশ দিল ভারতীয় সেনা ৷ গতকাল সেনার তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে, স্মার্টফোন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টিন্ডার ও PUBG ডিলিট করতে হবে ৷ এইসব অ্যাপ থেকে তথ্য ফাঁস হতে পারে ৷ ফলে, জওয়ানদের সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে ৷
লাদাখে সংঘর্ষের পর দেশে 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার ৷ এবার সেই পথে হেঁটে 89টি অ্যাপ জওয়ানদের স্মার্টফোন থেকে ডিলিটের নির্দেশ দিল ভারতীয় সেনা ৷ 89টি অ্যাপের মধ্যে স্ন্যাপচ্যাট, টিন্ডার, ওকেকিউপিড, UC ব্রাউজ়ার, বাম্বল, শারলেট, জ়েন্টার, হ্যালো, ক্যাম স্ক্যানার, ক্লাব ফ্যাক্টরি রয়েছে ৷ এদের মধ্যে টিকটক, হ্যালো, ক্যাম স্ক্যানারের মতো অ্যাপ আগে বাতিল করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেনার তরফে বলা হয়েছে, ‘‘এই অ্যাপগুলি দেশের নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর ৷’’
যেসব অ্যাপ ডিলিট করতে বলা হয়েছে সেগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে ৷ যেরকম- মেসেজিং অ্যাপ (উই চ্যাট, হ্যালো, শেয়ার চ্যাট, ভাইবার, IMO, হাইক ও অন্যান্য), ভিডিয়ো তৈরির অ্যাপ (টিকটক, লাইকি, সামোসা, কোয়ালি ও অন্যান্য), কনটেন্ট শেয়ারিং (শারেলট, জ়েন্ডার, জ়াপ্যা ও অন্যান্য), ওয়েব ব্রাউজ়ার (UC ব্রাউজ়ার ও UC ব্রাউজ়ার মিনি), ভিডিয়ো এবং লাইভ স্ট্রিমিং (জ়ুম , লাইভ মি, Vমেট, আপলাইভ ও অন্যান্য), ইুটিলিটি অ্যাপ (ক্যাম স্ক্যানার, বিউটি প্লাস এবং ট্রু কলার), গেমিং অ্যাপ (PUBG, ক্ল্যাশ অফ কিংস ও অন্যান্য), e-কমার্স অ্যাপ (ক্লাব ফ্যাক্টরি, অ্যালিএক্সপ্রেস, চায়নাব্র্যান্ড ও অন্যান্য), ডেটিং অ্যাপ (টিন্ডার, ওকেকিউপিড, বাডু, বাম্বল, হ্যাপন, কাউচ সার্ফিং ও অন্যান্য), নিউজ় অ্যাপ (নিউজ় ডগ এবং ডেইলি হান্ট), লাইফস্টাইল অ্যাপ (POPXO), মিউজ়িক অ্যাপ (হাঙ্গামা ও সংস.pk) এবং ব্লগিং/মাইক্রো ব্লগিং অ্যাপ (টাম্বলর, রেডিট ও অন্যান্য)