ETV Bharat / bharat

বালাকোটে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া বোমার নতুন ভার্সান বায়ুসেনার হাতে

স্পাইস-2000 বোমার ''বিল্ডিং ব্লাস্টার''-র নতুন ভার্সান এল বায়ুসেনার হাতে ৷

স্পাইস-2000 বোমার ''বিল্ডিং ব্লাস্টার''-র নতুন ভার্সান এল বায়ুসেনার হাতে ৷
author img

By

Published : Sep 15, 2019, 9:33 PM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : ভারতীয় বায়ুসেনার শক্তিবৃদ্ধি ৷ শত্রুপক্ষকে আরও বেশি চাপে ফেলতে চলেছে ভারত ৷ বালাকোটে বায়ুসেনা অভিযানে পাকিস্তানে জইশ-ই-মহম্মদ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে যে ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল ৷ সেই স্পাইস-2000 বোমার ''বিল্ডিং ব্লাস্টার''-র নতুন ভার্সান এল বায়ুসেনার হাতে ৷

স্পাইস-2000 বোমা তৈরি করছে ইজ়রায়েলের একটি সংস্থা ৷ প্রথম দফার বোমাগুলি এসে গেছে বায়ুসেনার হাতে, জানিয়েছে বায়ুসেনার একটি সূত্র৷

বায়ুসেনার মূল ঘাঁটি গোয়ালিয়রে পৌঁছে গেছে এই অস্ত্র ৷ মিরাজ-2000 যুদ্ধবিমান থেকেই ছোড়া যাবে এই বোমা ৷ ভারতীয় বায়ুসেনা ইজ়রায়েলের সঙ্গে 250 কোটির চুক্তি করেছে ৷ এই ধরনের বোমা একটি বাড়িকে সম্পূর্ণরূপে ধুলোয় পরিণত করতে পারে ৷

চলতি বছরের জুনে ইজ়রায়েলের সঙ্গে প্রায় 100টিরও বেশি স্পাইস বোমা নেওয়ার চুক্তি হয়েছে মোদি সরকারের ৷ বালাকোট অভিযানের পর থেকে শত্রুপক্ষকে নিধন করতে এই বোমার উপর আরও বেশি আস্থা বেড়েছে বায়ুসেনার ৷

দিল্লি, 15 সেপ্টেম্বর : ভারতীয় বায়ুসেনার শক্তিবৃদ্ধি ৷ শত্রুপক্ষকে আরও বেশি চাপে ফেলতে চলেছে ভারত ৷ বালাকোটে বায়ুসেনা অভিযানে পাকিস্তানে জইশ-ই-মহম্মদ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে যে ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল ৷ সেই স্পাইস-2000 বোমার ''বিল্ডিং ব্লাস্টার''-র নতুন ভার্সান এল বায়ুসেনার হাতে ৷

স্পাইস-2000 বোমা তৈরি করছে ইজ়রায়েলের একটি সংস্থা ৷ প্রথম দফার বোমাগুলি এসে গেছে বায়ুসেনার হাতে, জানিয়েছে বায়ুসেনার একটি সূত্র৷

বায়ুসেনার মূল ঘাঁটি গোয়ালিয়রে পৌঁছে গেছে এই অস্ত্র ৷ মিরাজ-2000 যুদ্ধবিমান থেকেই ছোড়া যাবে এই বোমা ৷ ভারতীয় বায়ুসেনা ইজ়রায়েলের সঙ্গে 250 কোটির চুক্তি করেছে ৷ এই ধরনের বোমা একটি বাড়িকে সম্পূর্ণরূপে ধুলোয় পরিণত করতে পারে ৷

চলতি বছরের জুনে ইজ়রায়েলের সঙ্গে প্রায় 100টিরও বেশি স্পাইস বোমা নেওয়ার চুক্তি হয়েছে মোদি সরকারের ৷ বালাকোট অভিযানের পর থেকে শত্রুপক্ষকে নিধন করতে এই বোমার উপর আরও বেশি আস্থা বেড়েছে বায়ুসেনার ৷

Raipur (Chhattisgarh), Sep 15 (ANI): A 13-year-old prodigy has a unique talent of mirror writing. Kavya Chawda is practicing this technique since past couple of years. She got the idea of learning mirror writing technique from the character of Viru Sahastrabuddhe played by Boman Irani in the film '3 Idiots'. She is ambidextrous and can write in both Hindi and English in same speed. She wants to promote Hindi. Speaking to ANI, she said, "This technique needs a lot of concentration. I got this idea from the movie 3 idiots."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.