দিল্লি, 15 সেপ্টেম্বর : ভারতীয় বায়ুসেনার শক্তিবৃদ্ধি ৷ শত্রুপক্ষকে আরও বেশি চাপে ফেলতে চলেছে ভারত ৷ বালাকোটে বায়ুসেনা অভিযানে পাকিস্তানে জইশ-ই-মহম্মদ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে যে ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল ৷ সেই স্পাইস-2000 বোমার ''বিল্ডিং ব্লাস্টার''-র নতুন ভার্সান এল বায়ুসেনার হাতে ৷
স্পাইস-2000 বোমা তৈরি করছে ইজ়রায়েলের একটি সংস্থা ৷ প্রথম দফার বোমাগুলি এসে গেছে বায়ুসেনার হাতে, জানিয়েছে বায়ুসেনার একটি সূত্র৷
বায়ুসেনার মূল ঘাঁটি গোয়ালিয়রে পৌঁছে গেছে এই অস্ত্র ৷ মিরাজ-2000 যুদ্ধবিমান থেকেই ছোড়া যাবে এই বোমা ৷ ভারতীয় বায়ুসেনা ইজ়রায়েলের সঙ্গে 250 কোটির চুক্তি করেছে ৷ এই ধরনের বোমা একটি বাড়িকে সম্পূর্ণরূপে ধুলোয় পরিণত করতে পারে ৷
চলতি বছরের জুনে ইজ়রায়েলের সঙ্গে প্রায় 100টিরও বেশি স্পাইস বোমা নেওয়ার চুক্তি হয়েছে মোদি সরকারের ৷ বালাকোট অভিযানের পর থেকে শত্রুপক্ষকে নিধন করতে এই বোমার উপর আরও বেশি আস্থা বেড়েছে বায়ুসেনার ৷