ETV Bharat / bharat

কুলভূষণকে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না : পাকিস্তান - ICJ

কুলভূষণ যাদবকে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না ৷ আজ একথা জানাল পাকিস্তান ৷

কুলভূষণ যাদব
author img

By

Published : Sep 12, 2019, 3:23 PM IST

ইসলামাবাদ, 12 সেপ্টেম্বর : আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় অনুযায়ী চলতি মাসেই কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিয়েছিল পাকিস্তান ৷ কিন্তু, দ্বিতীয়বার তাঁকে আর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না ৷ আজ একথা জানান পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল ৷

কুলভূষণকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে পাকিস্তানকে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় । এরপর 2 অগাস্ট কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেয় ইসলামাবাদ ৷ কিন্তু, তা কার্যকরী ও বিধিনিষেধহীন হওয়ার দাবি জানায় ভারত ৷ শেষপর্যন্ত পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, সেই রায় মেনে দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করা হবে ৷

এই সংক্রান্ত আরও খবর : ICJ-র রায়ের পর খুশির হাওয়া কুলভূষণ যাদবের বাড়িতে

সেইমতো 2 সেপ্টেম্বর প্রাক্তন ভারতীয় নৌ-বাহিনীর অফিসারের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । ইসলামাবাদে বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয় । পরে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, "আমাদের কাছে স্পষ্ট যে, কুলভূষণের উপর পাকিস্তান যথেষ্ট চাপ দিচ্ছে । এই চাপের জেরেই পাকিস্তানের কথা মতো মিথ্যা বলতে বাধ্য হচ্ছেন কুলভূষণ ।"

এই সংক্রান্ত আরও খবর : সত্য ও ন্যায়ের জয় হয়েছে, কুলভূষণ রায়ের পর টুইট প্রধানমন্ত্রীর

কুলভূষণের সঙ্গে কবে ফের ভারতীয় কূটনীতিকদের দেখা করতে দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল ৷ কিন্তু, আজ সেদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "কুলভূষণ যাদবকে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না ৷" বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ভারতের বিদেশ মন্ত্রক ৷

এই সংক্রান্ত আরও খবর : প্রচণ্ড চাপে রয়েছে কুলভূষণ, সাক্ষাতের পর জানাল ভারত

ইসলামাবাদ, 12 সেপ্টেম্বর : আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় অনুযায়ী চলতি মাসেই কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিয়েছিল পাকিস্তান ৷ কিন্তু, দ্বিতীয়বার তাঁকে আর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না ৷ আজ একথা জানান পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল ৷

কুলভূষণকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে পাকিস্তানকে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় । এরপর 2 অগাস্ট কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেয় ইসলামাবাদ ৷ কিন্তু, তা কার্যকরী ও বিধিনিষেধহীন হওয়ার দাবি জানায় ভারত ৷ শেষপর্যন্ত পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, সেই রায় মেনে দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করা হবে ৷

এই সংক্রান্ত আরও খবর : ICJ-র রায়ের পর খুশির হাওয়া কুলভূষণ যাদবের বাড়িতে

সেইমতো 2 সেপ্টেম্বর প্রাক্তন ভারতীয় নৌ-বাহিনীর অফিসারের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া । ইসলামাবাদে বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয় । পরে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, "আমাদের কাছে স্পষ্ট যে, কুলভূষণের উপর পাকিস্তান যথেষ্ট চাপ দিচ্ছে । এই চাপের জেরেই পাকিস্তানের কথা মতো মিথ্যা বলতে বাধ্য হচ্ছেন কুলভূষণ ।"

এই সংক্রান্ত আরও খবর : সত্য ও ন্যায়ের জয় হয়েছে, কুলভূষণ রায়ের পর টুইট প্রধানমন্ত্রীর

কুলভূষণের সঙ্গে কবে ফের ভারতীয় কূটনীতিকদের দেখা করতে দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল ৷ কিন্তু, আজ সেদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "কুলভূষণ যাদবকে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না ৷" বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ভারতের বিদেশ মন্ত্রক ৷

এই সংক্রান্ত আরও খবর : প্রচণ্ড চাপে রয়েছে কুলভূষণ, সাক্ষাতের পর জানাল ভারত

Mumbai, Sep 12 (ANI): Bollywood actor Richa Chadha attended the special screening of 'Section 375' in Mumbai. Chadha wore white coloured dress nonchalantly. Post screening, Richa Chadha also interacted with media and said that she is waiting for the audience reactions. The grisly tale of rape is directed by Ajay Bahl and also stars Akshaye Khanna, Rahul Bhatt and Meera Chopra. 'Section 375' will hit the theaters on September 13.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.