নয়া দিল্লি, 24 জানুয়ারি : গত 16 জানুয়ারি থেকে ভারতে কোরোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আর তার মাত্র 6দিনের মাথায় 10 লক্ষ স্বাস্থ্য় কর্মীকে কোরোনার টিকা দেওয়া সম্ভব হয়েছে ৷ যা আমেরিকা ও ইংল্য়ান্ডের মত প্রথম বিশ্বের দেশের থেকেও বেশি বলে এদিন জানিয়েছে, স্বাস্থ্য় মন্ত্রক ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় 16 লক্ষ স্বাস্থ্য় কর্মী কোরোনার ভ্য়াকসিন নিয়েছে বলে জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, আমেরিকায় প্রথম 10 লক্ষ মানুষকে ভ্য়াকসিন দিতে 18 দিন সময় লেগেছে ৷ সেখানে ইংল্য়ান্ডে 10 লক্ষ মানুষকে ভ্য়াকসিন দিতে 10 দিন সময় লেগেছে ৷ সেখানে ভারতে মাত্র 6 দিনে সেই লক্ষ্য়মাত্রা ছোঁয়া গিয়েছে ৷ স্বাস্থ্য় মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 27,920টি সেশনে প্রায় 15 লক্ষ 82 হাজার স্বাস্থ্য় কর্মী সারা দেশে কোরোনার ভ্য়াকসিন নিয়েছেন ৷ এ নিয়ে আজ স্বাস্থ্য় মন্ত্রী হর্ষ বর্ধন একটি টুইট করেন ৷ তিনি লেখেন, ‘‘বিশ্বের সবচেয়ে বড় ভ্য়াকসিন ড্রাইভের ঘোষণা ৷ মাত্র 8 দিনে 15 লক্ষের বেশি টিকাকরণ করা সম্ভব হয়েছে ৷ এই কর্মসূচি সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে ৷ ভুয়ো খবরে কান দেবেন না ৷ তথ্য় জানুন, নিরাপদে থাকুন এবং যখন আপনার সময় আসবে টিকাকরণ করাবেন ৷’’
তবে, ভ্য়াকসিন নিয়েছে এমন 6 জন সারা দেশে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৷ তবে, তাঁরা কেউই কোভিড ভ্য়াকসিনের কারণে মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ প্রথমে কিছুটা ধীর গতিতে টিকাকরণ শুরু হলেও, সপ্তম দিনে প্রায় সাড়ে তিন লক্ষ স্বাস্থ্য় কর্মী কোরোনার টিকা নিয়েছেন বলে জানানো হয়েছে ৷
আরও পড়ুন : 7 দিনে টিকা পেল প্রায় 16 লাখ মানুষ, দৈনিক সংক্রমণ 15 হাজারের নিচেই
পাশাপাশি, যাদের টিকাকরণ করা হচ্ছে সেই সব স্বাস্থ্য কর্মীদের সবার নাম এখনও মন্ত্রকের কাছে পৌঁছায়নি ৷ এর কারণ হিসেবে স্বাস্থ্য় মন্ত্রকের তরফে বলা হয়েছে, কো-উইনি অ্য়াপে সমস্যার কারণে বহু তথ্য় এখনও সরকারের কাছে পৌঁছায়নি ৷