দিল্লি, 29 জুন : জুলাই মাসের শেষের দিকে দেশে ঢুকছে 6 টি রাফাল বিমান । জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে রণসজ্জিত এই বিমানগুলি হাতে পাচ্ছে দিল্লি । সূত্রের খবর, এই রাফাল যুদ্ধবিমানগুলি দু'টি বায়ুসেনার ঘাঁটিতে রাখা হবে । একটি বেস করা হয়েছে হাসিমারায় । অন্য বেসটি থাকছে হরিয়ানার আম্বালায় ।
এই বিশেষ রাফাল যুদ্ধ বিমানে থাকছে মিটিয়র মিজ়াইল । আকাশপথেই নিশানা আঘাত হানতে সক্ষম এই মিজ়াইলগুলি । এক একটি মিজ়াইলের রেঞ্জ 150 কিলোমিটার । এর সঙ্গে থাকছে স্ক্যাল্প ক্রুজ় মিজ়াইলও যা এই রাফাল যুদ্ধবিমানগুলির আঘাত হানার ক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে ।
2016 সালের সেপ্টেম্বরের চুক্তি অনুযায়ী ভারতকে 36 টি রাফাল বিমান দেওয়ার কথা রয়েছে ফ্রান্সের । চুক্তির মোট অঙ্কের পরিমাণ ভারতীয় মুদ্রায় 59 হাজার কোটি টাকা । সূত্রের খবর, বর্তমানে পূর্ব লাদাখে চিনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার পরিস্থিতিতে ওই 36 টি বিমান দ্রুত হাতে পেতে চাইছে ভারত ৷
সূত্রের খবর, যে ছয়টি বিমান জুলাইয়ের শেষে ভারতে ঢুকছে, তার মধ্যে প্রথম চারটি 27 জুলাই ভারতের মাটি স্পর্শ করবে । বিমানগুলি আবুধাবির কাছে আল দাফরা বিমানঘাঁটি হয়ে আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছাবে বলে খবর । পরের দু'টি বিমান রাখা হবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারার বায়ুসেনা ঘাঁটিতে ।
ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই সুখোই 30MKI, মিগ 29, জাগুয়ারসহ অন্য যুদ্ধবিমানগুলিকে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ফরওয়ার্ড এয়ার বেসগুলিতে নিয়ে গিয়েছে ।