ETV Bharat / bharat

রাতের পরীক্ষাতে সফল অগ্নি-3 মিজ়াইল - অগ্নি-3 মিসাইল

রাতের প্রথম পরীক্ষাতেই সফল হল ভূমি থেকে ভূমি পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-3 মিজ়াইল ৷

অগ্নি-3 মিসাইল
অগ্নি-3 মিসাইল
author img

By

Published : Dec 1, 2019, 1:07 AM IST

Updated : Dec 1, 2019, 10:28 AM IST

বালাসোর (ওড়িশা), 1 ডিসেম্বর : রাতেও লক্ষ্যভেদ করতে সক্ষম অগ্নি-3 মিজ়াইল ৷ গতকাল রাতে প্রথমবার রাতে অগ্নি-3 মিজ়াইলের উৎক্ষেপণ হয় ৷ আর রাতে প্রথম পরীক্ষাতেই সফল হল ভূমি থেকে ভূমি পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-3 মিজ়াইল ৷

ওড়িশার বালাসোরের এ পি জে আবদুল কালাম দ্বীপে এই পরীক্ষা হয় রাত 7 টা 20 মিনিটে ৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, 1862 মাইল রেঞ্জের মিজ়াইলটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ৷ অগ্নি-3 মিজ়াইল তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) ৷ 2011 সালে সেনাবাহিনীর হাতে অগ্নি-3 মিজ়াইলটি তুলে দেওয়া হয় ৷ মিজ়াইলটির রাতে কার্যক্ষমতা আজ পরীক্ষা হল ৷

এর আগে 16 নভেম্বর অগ্নি-2 মিজ়াইলের রাতে পরীক্ষা হয় ৷ সেই পরীক্ষাও সফল হয় ৷ নিজের লক্ষ্যবস্তুতে আঘাত করে অগ্নি-2 ।

বালাসোর (ওড়িশা), 1 ডিসেম্বর : রাতেও লক্ষ্যভেদ করতে সক্ষম অগ্নি-3 মিজ়াইল ৷ গতকাল রাতে প্রথমবার রাতে অগ্নি-3 মিজ়াইলের উৎক্ষেপণ হয় ৷ আর রাতে প্রথম পরীক্ষাতেই সফল হল ভূমি থেকে ভূমি পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-3 মিজ়াইল ৷

ওড়িশার বালাসোরের এ পি জে আবদুল কালাম দ্বীপে এই পরীক্ষা হয় রাত 7 টা 20 মিনিটে ৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, 1862 মাইল রেঞ্জের মিজ়াইলটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ৷ অগ্নি-3 মিজ়াইল তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) ৷ 2011 সালে সেনাবাহিনীর হাতে অগ্নি-3 মিজ়াইলটি তুলে দেওয়া হয় ৷ মিজ়াইলটির রাতে কার্যক্ষমতা আজ পরীক্ষা হল ৷

এর আগে 16 নভেম্বর অগ্নি-2 মিজ়াইলের রাতে পরীক্ষা হয় ৷ সেই পরীক্ষাও সফল হয় ৷ নিজের লক্ষ্যবস্তুতে আঘাত করে অগ্নি-2 ।

Bengaluru, Nov 30 (ANI): Several restaurants and canteens in Bengaluru have stopped serving Onion Dosa. Due to hike in the price of onions, budget hotels have reduced the usage of onions in the preparation of food. Speaking to ANI, a customer said, "The usage have of onions have been reduced in several restaurants due to fee hike. Even if want to eat onion Dosa we have to pay extra for it." "This is a matter of concern for all hoteliers; many small restaurants cannot use onions at this rate. So they have stopped using onions," said a hotelier in Bengaluru.

Last Updated : Dec 1, 2019, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.