ETV Bharat / bharat

ভারতে গোষ্ঠী সংক্রমণ ? পর্যবেক্ষণ শুরু করছে ICMR

দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে কোরোনা সংক্রমণের হার বাড়ছে তা খতিয়ে দেখার জন্যই এই সার্ভে । যাতে ICMR -কে সহযোগিতা করবে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক । পাশাপাশি সাহায্য করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, WHO-এর মতো গুরুত্বপূর্ণ অংশীদার, ন্যাশনাল ইনস্টিউট অফ এপিডেমিওলজি (NIE) ও ন্যাশনাল ইনস্টিউট অফ টিউবারকুলসিস (NIRT), চেন্নাই ।

ছবি
ছবি
author img

By

Published : May 13, 2020, 12:58 PM IST

দিল্লি, 13 মে : কোরোনা সংক্রমণের প্রভাব খতিয়ে দেখতে এবার এলাকাভিত্তিতে সার্ভে শুরু করতে চলেছে ভারত । স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে কোরোনা সংক্রমণের হার বাড়ছে তা খতিয়ে দেখার জন্যই এই সার্ভে । যদিও তাদের দাবি, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি ।

দেশের বিভিন্ন জনগোষ্ঠীর রক্তের নমুনা সংগ্রহ করে এই সার্ভে করা হবে । এই সেরো-সার্ভে (রক্তের সিরাম নিয়ে যে পরীক্ষা করা হয়)- তে ICMR (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ)-কে সহযোগিতা করবে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক । পাশাপাশি সাহায্য করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, WHO-এর মতো গুরুত্বপূর্ণ অংশীদার, ন্যাশনাল ইনস্টিউট অফ এপিডেমিওলজি (NIE) ও ন্যাশনাল ইনস্টিউট অফ টিউবারকুলসিস (NIRT), চেন্নাই ।

প্রাথমিক পর্যায়ে এলাকাভিত্তিতে এই সার্ভেটি বাড়ি বাড়ি গিয়ে করা হবে । মোট চারটি জেলার 24 হাজার জন প্রাপ্ত বয়স্কের নমুনা সংগ্রহ করা হবে । এরপর দ্রুত 21 টি রাজ্যের 69 টি জেলাকে চিহ্নিত করে 10 টি ক্লাস্টার বানানো হবে । তার মধ্যে যে কোনও 400 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে । এক্ষেত্রে প্রত্যেকের ভেনাস ব্লাড স্যাম্পেল সংগ্রহ করা হবে । দেখা হবে তাতে IgG অ্যান্টিবডি আছে কি না । পরীক্ষা হবে ইনস্টিটিউট ভাইরোলজি, পুনের তৈরি ELISA পদ্ধতিতে । পরীক্ষার ফলাফল বলে দেবে, দেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে কোরোনার প্রকোপ কতটা । কীভাবে এটি ছড়াচ্ছে এবং কতটা দ্রুততার সঙ্গে সংক্রমণ হচ্ছে । এই এলাকাভিত্তিক সার্ভে ছাড়াও স্বাস্থ্যমন্ত্রক হাসপাতালভিত্তিতেও সার্ভেও শুরু করতে চলেছে । যেখানে হাসপাতালে সংক্রমণের প্রভাবটা লক্ষ্য করা যাবে ।

এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের তিনটি জেলা, অসমের তিনটি, বিহারের ছ'টি, ছত্তিশগড়ের তিনটি, গুজরাত, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরালা, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলাঙ্গানার তিনটি করে জেলা, মহারাষ্ট্রের ছ'টি জেলা, পঞ্জাবের দু'টি জেলাকে বেছে নেওয়া হয়েছে । পাশাপাশি সার্ভের তালিকায় রয়েছে হরিয়ানার একটি জেলা, উত্তরপ্রদেশের ন'টি, উত্তরাখণ্ডের একটি, জম্মু ও কাশ্মীরের একটি, হিমাচলপ্রদেশের একটি ও পশ্চিমবঙ্গের ছ'টি জেলা । সার্ভের পদ্ধতি অনুযায়ী, প্রত্যেকটি জেলা থেকে 10 জন করে স্বাস্থ্যবিভাগের প্রতিনিধি বেছে নেওয়া হবে । তাঁদের হাই রিস্ক ও লো রিস্ক এলাকাভিত্তিতে ভাগ করে দেওয়া হবে । তারপর শুরু হবে নমুনা সংগ্রহের কাজ ।

দিল্লি, 13 মে : কোরোনা সংক্রমণের প্রভাব খতিয়ে দেখতে এবার এলাকাভিত্তিতে সার্ভে শুরু করতে চলেছে ভারত । স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে কোরোনা সংক্রমণের হার বাড়ছে তা খতিয়ে দেখার জন্যই এই সার্ভে । যদিও তাদের দাবি, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি ।

দেশের বিভিন্ন জনগোষ্ঠীর রক্তের নমুনা সংগ্রহ করে এই সার্ভে করা হবে । এই সেরো-সার্ভে (রক্তের সিরাম নিয়ে যে পরীক্ষা করা হয়)- তে ICMR (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ)-কে সহযোগিতা করবে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক । পাশাপাশি সাহায্য করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, WHO-এর মতো গুরুত্বপূর্ণ অংশীদার, ন্যাশনাল ইনস্টিউট অফ এপিডেমিওলজি (NIE) ও ন্যাশনাল ইনস্টিউট অফ টিউবারকুলসিস (NIRT), চেন্নাই ।

প্রাথমিক পর্যায়ে এলাকাভিত্তিতে এই সার্ভেটি বাড়ি বাড়ি গিয়ে করা হবে । মোট চারটি জেলার 24 হাজার জন প্রাপ্ত বয়স্কের নমুনা সংগ্রহ করা হবে । এরপর দ্রুত 21 টি রাজ্যের 69 টি জেলাকে চিহ্নিত করে 10 টি ক্লাস্টার বানানো হবে । তার মধ্যে যে কোনও 400 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে । এক্ষেত্রে প্রত্যেকের ভেনাস ব্লাড স্যাম্পেল সংগ্রহ করা হবে । দেখা হবে তাতে IgG অ্যান্টিবডি আছে কি না । পরীক্ষা হবে ইনস্টিটিউট ভাইরোলজি, পুনের তৈরি ELISA পদ্ধতিতে । পরীক্ষার ফলাফল বলে দেবে, দেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে কোরোনার প্রকোপ কতটা । কীভাবে এটি ছড়াচ্ছে এবং কতটা দ্রুততার সঙ্গে সংক্রমণ হচ্ছে । এই এলাকাভিত্তিক সার্ভে ছাড়াও স্বাস্থ্যমন্ত্রক হাসপাতালভিত্তিতেও সার্ভেও শুরু করতে চলেছে । যেখানে হাসপাতালে সংক্রমণের প্রভাবটা লক্ষ্য করা যাবে ।

এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের তিনটি জেলা, অসমের তিনটি, বিহারের ছ'টি, ছত্তিশগড়ের তিনটি, গুজরাত, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরালা, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলাঙ্গানার তিনটি করে জেলা, মহারাষ্ট্রের ছ'টি জেলা, পঞ্জাবের দু'টি জেলাকে বেছে নেওয়া হয়েছে । পাশাপাশি সার্ভের তালিকায় রয়েছে হরিয়ানার একটি জেলা, উত্তরপ্রদেশের ন'টি, উত্তরাখণ্ডের একটি, জম্মু ও কাশ্মীরের একটি, হিমাচলপ্রদেশের একটি ও পশ্চিমবঙ্গের ছ'টি জেলা । সার্ভের পদ্ধতি অনুযায়ী, প্রত্যেকটি জেলা থেকে 10 জন করে স্বাস্থ্যবিভাগের প্রতিনিধি বেছে নেওয়া হবে । তাঁদের হাই রিস্ক ও লো রিস্ক এলাকাভিত্তিতে ভাগ করে দেওয়া হবে । তারপর শুরু হবে নমুনা সংগ্রহের কাজ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.