ETV Bharat / bharat

বাড়ল দৈনিক সংক্রমণ, 24 ঘণ্টায় মৃত 279 - দেশে কোরোনা আক্রান্তের সংখ্য়া

দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 2 লাখ 7 হাজার 871 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 47 হাজার 901 ।

Coronavirus
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 28, 2020, 9:50 AM IST

Updated : Dec 28, 2020, 12:21 PM IST

দিল্লি , 27 ডিসেম্বর : দেশে বাড়ল দৈনিক সংক্রমণ । ছয়মাসের মধ্যে গতকাল আক্রান্তের সংখ্যা সবথেকে কম ছিল । সেই তুলনায় ফের বাড়ল সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 20 হাজার 21 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 279 জনের । গতকাল আক্রান্তের সংখ্যাটা ছিল 18 হাজার 732 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 2 লাখ 7 হাজার 871 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 47 হাজার 901 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 21 হাজার 131 জন ৷ সব মিলে দেশে এপর্যন্ত সুস্থ হয়েছে 97 লাখ 82 হাজার 669 ৷ অন্যদিকে, বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 77 হাজার 301 জন ৷

কোরোনা সংক্রমণের নিরিখে দেশে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19 লাখ । এরপরই রয়েছে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । এখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে যথাক্রমে 9 লাখ ও 8 লাখ ।

আরও পড়ুন, অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনা ওড়ালেন সৌরভ

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-র তথ্য অনুযায়ী, গতকাল 7 লাখ 15 হাজার 397 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 27 ডিসেম্বর পর্যন্ত মোট 16 কোটি 88 লাখ 18 হাজার 54 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দিল্লি , 27 ডিসেম্বর : দেশে বাড়ল দৈনিক সংক্রমণ । ছয়মাসের মধ্যে গতকাল আক্রান্তের সংখ্যা সবথেকে কম ছিল । সেই তুলনায় ফের বাড়ল সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 20 হাজার 21 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 279 জনের । গতকাল আক্রান্তের সংখ্যাটা ছিল 18 হাজার 732 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 2 লাখ 7 হাজার 871 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 47 হাজার 901 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 21 হাজার 131 জন ৷ সব মিলে দেশে এপর্যন্ত সুস্থ হয়েছে 97 লাখ 82 হাজার 669 ৷ অন্যদিকে, বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 77 হাজার 301 জন ৷

কোরোনা সংক্রমণের নিরিখে দেশে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19 লাখ । এরপরই রয়েছে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । এখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে যথাক্রমে 9 লাখ ও 8 লাখ ।

আরও পড়ুন, অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনা ওড়ালেন সৌরভ

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-র তথ্য অনুযায়ী, গতকাল 7 লাখ 15 হাজার 397 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 27 ডিসেম্বর পর্যন্ত মোট 16 কোটি 88 লাখ 18 হাজার 54 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

Last Updated : Dec 28, 2020, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.