দিল্লি, 22 ডিসেম্বর : দেশে রেকর্ড হারে কমল দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রায় দুই সপ্তাহ ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা 20 থেকে 30 হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে । সেই তুলনায় গত 24 ঘণ্টায় আরও কমল আক্রান্তের সংখ্যা । একদিনে কোরোনা আক্রান্ত প্রায় সাড়ে 19 হাজার । সোমবার কোরোনায় আক্রান্ত হয়েছিল 24 হাজার 337 জন ।
গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 19 হাজার 556 জন । মৃত্যু হয়েছে 301 জনের । দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1 কোটি 75 হাজার 116 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 46 হাজার 111 জনের ।
গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 30 হাজার 376 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 96 লাখ 36 হাজার 487 জন । এপর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 92 হাজার 518 জন ।
কোরোনা সংক্রমণের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 18 লাখ 99 হাজার 352 জন এবং সুস্থ হয়ে উঠেছে 17 লাখ 89 হাজার 958 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক । মোট আক্রান্ত 9 লাখ 10 হাজার 241 । সুস্থ হয়েছে 8 লাখ 84 হাজার 205 জন । অন্ধ্রপ্রদেশ তৃতীয় স্থানে রয়েছে । মোট আক্রান্ত 8 লাখ 78 হাজার 937 জন এবং সুস্থ হয়ে উঠেছে 7 লাখ 86 হাজার 472 জন ।
আরও পড়ুন , দেশে সুস্থের সংখ্যা ছাড়াল 96 লাখ
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে সোমবার মোট 10 লাখ 72 হাজার 228টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 16 কোটি 31 লাখ 70 হাজার 228টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।